ETV Bharat / sports

অনুষ্টুপের 150, রণজির কোয়ার্টারে প্রথম ইনিংসে 332 রান বাংলার - Ranji trophy

ম্যাচের প্রথম দিন মাত্র 45 রানেই বাংলা খুইয়ে ফেলেছিল পাঁচটি উইকেট ৷ টপ অর্ডারের আসা যাওয়ার পর ক্রিজে টিকতে পারেননি মনোজ তিওয়ারিও ৷ 34 রান করে শ্রীবৎস গোস্বামী যখন ফিরলেন বাংলার স্কোর তখন 6 উইকেটে 131 ৷ খাদের কিনারা থেকে বাংলাকে টেনে এনেছিলেন দুজনে ৷ অনুষ্টুপ মজুমদার এবং শাহবাজ আহমেদ ৷

image
অনুষ্টুপের 150
author img

By

Published : Feb 21, 2020, 4:15 PM IST

কটক, 21 ফেব্রুয়ারি: শতরান পূর্ণ করতে পারেননি শাহবাজ আহমেদ ৷ তবে দেড়শতরানের গণ্ডি পার করে ফেলেছেন অনুষ্টুপ মজুমদার ৷ এই দুইয়ের ব্যাটে ওড়িশার বিরুদ্ধে রণজি ট্রফির কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংসে 332 রান তুলল বাংলা ৷ বিপর্যয় কাটিয়ে ছয় উইকেট হারিয়ে প্রথমদিন 306 রান তুলেছিল মনোজ তিওয়ারিরা ৷ শুক্রবার সকালে অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলার ইনিংস ৷ স্কোরবোর্ডে মাত্র 26টি রান যোগ করে অরুণ লালের ছেলেরা ৷

ম্যাচের প্রথম দিন মাত্র 45 রানেই বাংলা খুইয়ে ফেলেছিল পাঁচটি উইকেট ৷ টপ অর্ডারের আসা যাওয়ার পর ক্রিজে টিকতে পারেননি মনোজ তিওয়ারিও ৷ 34 রান করে শ্রীবৎস গোস্বামী যখন ফিরলেন বাংলার স্কোর তখন 6 উইকেটে 131 ৷ খাদের কিনারা থেকে বাংলাকে টেনে এনেছিলেন দুজনে ৷ অনুষ্টুপ মজুমদার এবং শাহবাজ আহমেদ ৷ এই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় অভিমন্যু ঈশ্বরনের দল ৷ শতরান হাঁকানো অনুষ্টুপ 136 রানে অপরাজিত ছিলেন ৷ 82 রানে অপরাজিত থাকা শাহবাজের সেঞ্চুরির অপেক্ষা করছিল দলের সদস্যরা ৷ শুক্রবার দ্বিতীয় দিনের শুরুতে কোনও রান যোগ না করেই ফেরেন শাহবাজ ৷ যদিও দেড়শতরান পূর্ণ করে ফেলেন অনুষ্টুপ ৷ বাকিরা সেভাবে দাঁড়াতে না পারায় আগের দিনের রানের সঙ্গে মাত্র 26 রান যোগ করে 332 রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস ৷

চলতি রণজি ট্রফিতে প্রতি ম্যাচে ব্যাটে-বলে অবদান রাখছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ ৷ ওড়িশার বিরুদ্ধে শাহবাজ-অনুষ্টুপের ব্যাটে শেষ চারের আশায় বুঁদ বঙ্গ ব্রিগেড ৷

কটক, 21 ফেব্রুয়ারি: শতরান পূর্ণ করতে পারেননি শাহবাজ আহমেদ ৷ তবে দেড়শতরানের গণ্ডি পার করে ফেলেছেন অনুষ্টুপ মজুমদার ৷ এই দুইয়ের ব্যাটে ওড়িশার বিরুদ্ধে রণজি ট্রফির কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংসে 332 রান তুলল বাংলা ৷ বিপর্যয় কাটিয়ে ছয় উইকেট হারিয়ে প্রথমদিন 306 রান তুলেছিল মনোজ তিওয়ারিরা ৷ শুক্রবার সকালে অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলার ইনিংস ৷ স্কোরবোর্ডে মাত্র 26টি রান যোগ করে অরুণ লালের ছেলেরা ৷

ম্যাচের প্রথম দিন মাত্র 45 রানেই বাংলা খুইয়ে ফেলেছিল পাঁচটি উইকেট ৷ টপ অর্ডারের আসা যাওয়ার পর ক্রিজে টিকতে পারেননি মনোজ তিওয়ারিও ৷ 34 রান করে শ্রীবৎস গোস্বামী যখন ফিরলেন বাংলার স্কোর তখন 6 উইকেটে 131 ৷ খাদের কিনারা থেকে বাংলাকে টেনে এনেছিলেন দুজনে ৷ অনুষ্টুপ মজুমদার এবং শাহবাজ আহমেদ ৷ এই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় অভিমন্যু ঈশ্বরনের দল ৷ শতরান হাঁকানো অনুষ্টুপ 136 রানে অপরাজিত ছিলেন ৷ 82 রানে অপরাজিত থাকা শাহবাজের সেঞ্চুরির অপেক্ষা করছিল দলের সদস্যরা ৷ শুক্রবার দ্বিতীয় দিনের শুরুতে কোনও রান যোগ না করেই ফেরেন শাহবাজ ৷ যদিও দেড়শতরান পূর্ণ করে ফেলেন অনুষ্টুপ ৷ বাকিরা সেভাবে দাঁড়াতে না পারায় আগের দিনের রানের সঙ্গে মাত্র 26 রান যোগ করে 332 রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস ৷

চলতি রণজি ট্রফিতে প্রতি ম্যাচে ব্যাটে-বলে অবদান রাখছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ ৷ ওড়িশার বিরুদ্ধে শাহবাজ-অনুষ্টুপের ব্যাটে শেষ চারের আশায় বুঁদ বঙ্গ ব্রিগেড ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.