কলকাতা,2 জানুয়ারি : ঘাসে মোড়া উইকেটে পেসারদের লেলিয়ে দিয়ে পয়েন্ট তোলার ছক কষছেন অরুণ লাল । অন্যদিকে সাইরাজ বাহুতুলে একই ছকে বাংলাকে হারানোর চেষ্টায় রয়েছে । সৌজন্যের আড়ালে প্রতিজ্ঞা দুই শিবিরে । আগামী চারদিন ইডেনে বাংলা বনাম গুজরাতের ব্যাট বলের দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ । কিন্তু হঠাৎ করে আলিপুর আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাসে অস্বস্তি দুই শিবিরে । চারদিনের ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হলে ফলাফলের উপর বড়সড় প্রভাব ফেলবে । ইতিমধ্যে বিষয়টি নিয়ে নিজেদের চিন্তার কথা জানান অরুণ লাল ও সাইরাজ বাহুতুলে ।
শীতকালে কলকাতায় রঞ্জি ম্যাচ মানেই নির্ধারিত ওভার সম্পূর্ণ না করতে পারার ঝক্কি । তাই ঝক্কি কমাতে শুক্রবার ইডেনে বাংলা বনাম গুজরাত ম্যাচ শুরু হবে সাড়ে আটটায় । ঘাসে মোড়া উইকেট ইডেনে । চার পেসারে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলতে নামবে বাংলা । পার্থিব প্যাটেল,প্রিয়াঙ্ক পাঞ্চালদের থামাতে ইশান পোড়েল, আকাশ দীপরাইরা ভরসা অরুণ লালের । স্পিনার হিসেবে শাহবাজ আমেদ থাকছেন । সুদীপের বদলে বাংলার জার্সিতে অভিষেক ঋত্বিক রায়চৌধুরির ।
ইডেনের বাংলা বনাম গুজরাত ম্যাচকে বলা হচ্ছে অভিমন্যু ঈশ্বরণ ও প্রিয়াঙ্ক পাঞ্চালের ব্যাটিং ডুয়েল । দুই ওপেনারকে বলা হচ্ছে ভারতীয় দলে রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়ালের পরিবর্ত । বাংলার অধিনায়ক ঈশ্বরণ রান না পাওয়ার চক্রব্যুহে অভিমন্যু হয়ে রয়েছেন । গুজরাতের বিরুদ্ধে তিনি টানা তিন ইনিংসের ব্যর্থতা কাটাতে পারেন কী না সেটাই দেখার । তাঁর সাফল্যে বাংলার কাজ সহজ হবে । অরুণ লাল জানান, তিনি তার অধিনায়কের উপর আস্থা রাখছেন । কঠিন পরিস্থিতিতে দুটি গুরুত্বপূর্ণ সেঞ্চুরি করেছেন অভিষেক রামন । নির্ভরতা দিচ্ছে কৌশিক ঘোষের ব্যাট । এদের সঙ্গে মনোজ তিওয়ারি রয়েছেন । তাই প্রতিপক্ষ দল নয় । নিজেদের শক্তিতে আস্থা রাখছেন । তবে প্রতিপক্ষ শিবিরের কোচ মনোজদের প্রাক্তন হেডস্যার । এই বিষয়টি গুজরাতের হোমওয়ার্কে সুবিধা দেবে বলে মনে করেন । সাইরাজ বাহুতুলের উপস্থিতি সুবিধা হলেও তা নিয়ে নিশ্চিন্ত হওয়ার কারণ দেখেন না পার্থিব প্যাটেল । তাঁর মতে, প্রতিপক্ষ শিবিরের হালহকিকত জানতে আরও অনেক পথ আছে । সাইরাজ বাহুতুলের কাছেও এ বছরের ইডেনে বাংলার বিরুদ্ধে খেলা বাড়তি তাগিদ নয় । শেষ দুটি ম্যাচে দল জয় পেয়েছে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখাই পাখির চোখ । সবুজ উইকেটে গতির অস্ত্রে পালটা দেওয়ার ভাবনা পার্থিব প্যাটেলেরও । এক বছর আগের ইডেনের বাইশ গজের সঙ্গে এবারের পিচের বিস্তর তফাৎ গুজরাত অধিনায়কের চোখেও । তাই বৃষ্টির আশঙ্কা উপেক্ষা করে তৈরি ইডেনের ক্রিকেট দ্বৈরথ ।