ETV Bharat / sports

মুস্তাক আলির ব্যর্থতা ভুলে বিজয় হাজারের প্রস্তুতিতে বাংলা

author img

By

Published : Feb 19, 2021, 8:40 PM IST

বিজয় হাজারের প্রস্তুতি শুরু করে দিল বাংলা দল ৷ রবিবার সার্ভিসেসের বিরুদ্ধে ইডেনে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচ খেলবে বাংলা ৷ তার আগে দলের খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে কথা বললেন কোচ অরুণলাল ৷

bengal-coach-arunlal-wants-to-foucs-on-their-vijay-hazare-trophy
সৈয়দ মুস্তাক আলির ব্যর্থতা ভুলে বিজয় হাজারের প্রস্তুতিতে বাংলা

কলকাতা, 19 ফেব্রুয়ারি : রবিবার ইডেনে সার্ভিসেস ম্যাচ দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু করছে বাংলা। কোচ অরুণলালের কড়া নজরদারিতে অনুশীলনে অনুষ্টুপ মজুমদার, অভিষেক রামন, সুদীপ চট্টোপাধ্যায়রা ৷ বিজয় হাজারের কলকাতা পর্বে বাংলার গ্রুপে রয়েছে হরিয়ানা, চণ্ডিগড়, জম্মু ও কাশ্মীর এবং সার্ভিসেস । 21 ফেব্রুয়ারি রবিবার গ্রুপের সবক’টি দল ইডেন গার্ডেন্স, সল্টলেক যাদবপুর ক্যাম্পাস, সল্টলেক টোয়েন্টি টু ইয়ার্ডসের মাঠে পরস্পরের বিরুদ্ধে খেলবে। কোরোনা পরিস্থিতি এখন কিছুটা কমেছে, কিন্তু সম্পূর্ণ দূর হয়নি। তাই বায়ো বাবলের ঘেরাটোপে আয়োজন করা হচ্ছে বিজয় হাজারে ট্রফি। অরুণলাল বলেছেন, বায়ো বাবলে দিনযাপন কারাদণ্ডের শামিল। তবে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা মেলে ধরাই তাঁদের কাজ । যেভাবে পুরো দল অনুশীলন করছে তাতে অরুণলাল আশাবাদী।


মুস্তাক আলি ট্রফির ব্যর্থতা শুধরে সামনে তাকাতে চাইছে বাংলা। নতুন মরশুমে রঞ্জি ট্রফি হবে না । বিজয় হাজারে ট্রফি আয়োজন করে, মরশুমের বল গড়ানো জারি রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড । এই ব্যাপারে ইতিমধ্যে রাজ্য সংস্থাগুলির কাছে নির্দেশ পৌঁছে গিয়েছে । সেইমতো ম্যাচের আগে বাংলা দল শুরু করে দিয়েছে বিজয় হাজারে ট্রফির প্রস্তুতি। প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠ এবং এখন ইডেনে বাংলা দলের প্র্যাকটিস চলছে।

"মুস্তাক আলির ব্যর্থতা অতীত। হতাশা বা আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই আমাদের কাছে । ক্রিকেটের মতো খেলায় থেমে থাকার জায়গা নেই। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে তাকানোই দস্তুর । তাই আমরাও সেটাই করছি । মুস্তাক আলির ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাড়াতে চাইছি," বলছিলেন বাংলার কোচ । আর তাই কড়া অনুশীলনে দলকে তৈরি করতে চাইছেন তিনি । গত বছর রঞ্জি ট্রফিতে রানার্স হয়েছিল বাংলা । ফলে প্রত্যাশার পারদ চড়ছে । অরুণলাল পরিস্থিতি জানেন । প্রত্যাশার চাপ সম্বন্ধে ধারণা রয়েছে তাঁর । তাই অনুশীলন ম্যাচের আয়োজন করে দলকে গড়ে তোলাই লক্ষ্য অরুণলালের।

আরও পড়ুন: মুস্তাক আলির সাফল্যের পর ঘরোয়া ক্রিকেটে আরও প্রতিযোগিতা আয়োজনে আগ্রহী বোর্ড
অরুণলাল জানিয়েছেন, "ছেলেরা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছে। যেভাবে চলছে তাতে ভালো কিছুর আশা করা যেতে পারে।" প্রায় একই সঙ্গে যোগ করেছেন, "আইপিএলে নতুনভাবে বাংলার ক্রিকেটারদের সুযোগ না পাওয়া নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে এটুকু বলতে পারি যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁদের তুলনায় আমাদের কোনও ছেলে পিছিয়ে নেই। মাঠে প্রমাণ হবে এবং এই সুযোগ না পাওয়া উদ্বুদ্ধ হতে সাহায্য করবে।"

আরও পড়ুন: অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে চান কোচ অরুণলাল

কলকাতা, 19 ফেব্রুয়ারি : রবিবার ইডেনে সার্ভিসেস ম্যাচ দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু করছে বাংলা। কোচ অরুণলালের কড়া নজরদারিতে অনুশীলনে অনুষ্টুপ মজুমদার, অভিষেক রামন, সুদীপ চট্টোপাধ্যায়রা ৷ বিজয় হাজারের কলকাতা পর্বে বাংলার গ্রুপে রয়েছে হরিয়ানা, চণ্ডিগড়, জম্মু ও কাশ্মীর এবং সার্ভিসেস । 21 ফেব্রুয়ারি রবিবার গ্রুপের সবক’টি দল ইডেন গার্ডেন্স, সল্টলেক যাদবপুর ক্যাম্পাস, সল্টলেক টোয়েন্টি টু ইয়ার্ডসের মাঠে পরস্পরের বিরুদ্ধে খেলবে। কোরোনা পরিস্থিতি এখন কিছুটা কমেছে, কিন্তু সম্পূর্ণ দূর হয়নি। তাই বায়ো বাবলের ঘেরাটোপে আয়োজন করা হচ্ছে বিজয় হাজারে ট্রফি। অরুণলাল বলেছেন, বায়ো বাবলে দিনযাপন কারাদণ্ডের শামিল। তবে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা মেলে ধরাই তাঁদের কাজ । যেভাবে পুরো দল অনুশীলন করছে তাতে অরুণলাল আশাবাদী।


মুস্তাক আলি ট্রফির ব্যর্থতা শুধরে সামনে তাকাতে চাইছে বাংলা। নতুন মরশুমে রঞ্জি ট্রফি হবে না । বিজয় হাজারে ট্রফি আয়োজন করে, মরশুমের বল গড়ানো জারি রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড । এই ব্যাপারে ইতিমধ্যে রাজ্য সংস্থাগুলির কাছে নির্দেশ পৌঁছে গিয়েছে । সেইমতো ম্যাচের আগে বাংলা দল শুরু করে দিয়েছে বিজয় হাজারে ট্রফির প্রস্তুতি। প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠ এবং এখন ইডেনে বাংলা দলের প্র্যাকটিস চলছে।

"মুস্তাক আলির ব্যর্থতা অতীত। হতাশা বা আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই আমাদের কাছে । ক্রিকেটের মতো খেলায় থেমে থাকার জায়গা নেই। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে তাকানোই দস্তুর । তাই আমরাও সেটাই করছি । মুস্তাক আলির ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাড়াতে চাইছি," বলছিলেন বাংলার কোচ । আর তাই কড়া অনুশীলনে দলকে তৈরি করতে চাইছেন তিনি । গত বছর রঞ্জি ট্রফিতে রানার্স হয়েছিল বাংলা । ফলে প্রত্যাশার পারদ চড়ছে । অরুণলাল পরিস্থিতি জানেন । প্রত্যাশার চাপ সম্বন্ধে ধারণা রয়েছে তাঁর । তাই অনুশীলন ম্যাচের আয়োজন করে দলকে গড়ে তোলাই লক্ষ্য অরুণলালের।

আরও পড়ুন: মুস্তাক আলির সাফল্যের পর ঘরোয়া ক্রিকেটে আরও প্রতিযোগিতা আয়োজনে আগ্রহী বোর্ড
অরুণলাল জানিয়েছেন, "ছেলেরা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছে। যেভাবে চলছে তাতে ভালো কিছুর আশা করা যেতে পারে।" প্রায় একই সঙ্গে যোগ করেছেন, "আইপিএলে নতুনভাবে বাংলার ক্রিকেটারদের সুযোগ না পাওয়া নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে এটুকু বলতে পারি যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁদের তুলনায় আমাদের কোনও ছেলে পিছিয়ে নেই। মাঠে প্রমাণ হবে এবং এই সুযোগ না পাওয়া উদ্বুদ্ধ হতে সাহায্য করবে।"

আরও পড়ুন: অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে চান কোচ অরুণলাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.