লন্ডন, 16 জুলাই : স্যার হতে চলেছেন বেন স্টোকস ? বিশ্বকাপের ফাইনালে তাঁর ব্যাট স্বপ্ন স্বার্থক করেছে ইংল্যান্ডবাসী । এবার স্বপ্নের সেই ফেরিওয়ালাকে 'মুকুটহীন' সম্রাটের মর্যাদা দিতে চায় ব্রিটিশ সরকার । ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বরিস জনসন ও জেরেমি হান্ট অত্যন্ত সেই সম্ভবনার কথাই জানালেন । তাঁদের কথায় বিশ্বকাপের ফাইনালের অবিসংবাদিত নায়ক বেন স্টোকসকে নাইটহুড দিতে চান তাঁরা । সম্ভবত এ মাসের শেষেই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে টেরিসা মের স্থলাভিষিক্ত হবেন বরিস জনসন অথবা জেরেমি হান্ট ।
বির্তক এখনও পিছু ছাড়েনি ইংল্যান্ডের । বিশ্বকাপের ফাইনালে তাদের জয় নিয়ে ভ্রূ কুঁচকাতে দেখা গেছে অনেককে । এমনকী ফাইনালে ম্যাচ পরিচালনা নিয়েও প্রশ্ন রয়েছে । কিন্তু বির্তক থাকলেও একটা বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবারের বিশ্বকাপ তামাম ব্রিটিশবাসীর স্বপ্নপূরণের রূপকথা । এর আগে তিনবার ফাইনালে উঠলেও ফিরতে হয়েছিল খালি হাতে । এবার তাই দেশের মাঠে নিজেদের উজার করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছিলেন স্টোকসরা । আর এই বাঁ হাতি ব্যাটসম্যানটির হাতেই যেন জিয়নকাঠি দেখেছিল সেখানকার মানুষ । কিউয়ি আক্রমণের সামনে বাফার জো়ন হয়ে দাঁড়ানো বেন স্টোকসের ব্যাটই স্বপ্ন দেখাতে শুরু করেছিল ব্রিটিশদের । এবার তাই হয়ত পুরষ্কারের পালা তাঁর ।
28 বছরের স্টোকসের পথ চলা কিন্তু মোটেই মসৃণ ছিল না । ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্রিকেটমাঠ । বির্তক যেন এক সময় যেন নিত্য সঙ্গী হয়ে উঠেছিল বেনের । 2017-18 সালে অ্যাসেজ় সিরিজ়েও দলে থাকতে পারেননি । অজ়িদের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ় ঘিরে রূপকথার স্বপ্ন দেখেন ইংরেজরা সেই অ্যাসেজ় সিরিজ় থেকে বাদ পড়ার দুঃখ বহুদিন তাড়া করে বেরিয়েছিল এই বাঁ হাতিকে । সবকিছুকে ভুল প্রমাণ করার তাগিদ নিয়েই এবার লর্ডসে নেমেছিলেন স্টোকস । সেই লড়াই সার্থক হয়েছে ।
এবার স্যার হয়ে ওঠার স্বপ্ন-সফর শুরু ।