ETV Bharat / sports

জয়ের স্বীকৃতি, বেন স্টোকসকে নাইটহুড ? - WC final

নাইটহুড পেতে পারেন ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার বেন স্টোকস । বিশ্বকাপের ফাইনালে তাঁর পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে এই খেতাব দেওয়া হতে পারে তাঁকে ।

বেন স্টোকস
author img

By

Published : Jul 16, 2019, 5:45 PM IST

Updated : Jul 16, 2019, 11:58 PM IST

লন্ডন, 16 জুলাই : স্যার হতে চলেছেন বেন স্টোকস ? বিশ্বকাপের ফাইনালে তাঁর ব্যাট স্বপ্ন স্বার্থক করেছে ইংল্যান্ডবাসী । এবার স্বপ্নের সেই ফেরিওয়ালাকে 'মুকুটহীন' সম্রাটের মর্যাদা দিতে চায় ব্রিটিশ সরকার । ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বরিস জনসন ও জেরেমি হান্ট অত্যন্ত সেই সম্ভবনার কথাই জানালেন । তাঁদের কথায় বিশ্বকাপের ফাইনালের অবিসংবাদিত নায়ক বেন স্টোকসকে নাইটহুড দিতে চান তাঁরা । সম্ভবত এ মাসের শেষেই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে টেরিসা মের স্থলাভিষিক্ত হবেন বরিস জনসন অথবা জেরেমি হান্ট ।

বির্তক এখনও পিছু ছাড়েনি ইংল্যান্ডের । বিশ্বকাপের ফাইনালে তাদের জয় নিয়ে ভ্রূ কুঁচকাতে দেখা গেছে অনেককে । এমনকী ফাইনালে ম্যাচ পরিচালনা নিয়েও প্রশ্ন রয়েছে । কিন্তু বির্তক থাকলেও একটা বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবারের বিশ্বকাপ তামাম ব্রিটিশবাসীর স্বপ্নপূরণের রূপকথা । এর আগে তিনবার ফাইনালে উঠলেও ফিরতে হয়েছিল খালি হাতে । এবার তাই দেশের মাঠে নিজেদের উজার করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছিলেন স্টোকসরা । আর এই বাঁ হাতি ব্যাটসম্যানটির হাতেই যেন জিয়নকাঠি দেখেছিল সেখানকার মানুষ । কিউয়ি আক্রমণের সামনে বাফার জো়ন হয়ে দাঁড়ানো বেন স্টোকসের ব্যাটই স্বপ্ন দেখাতে শুরু করেছিল ব্রিটিশদের । এবার তাই হয়ত পুরষ্কারের পালা তাঁর ।

28 বছরের স্টোকসের পথ চলা কিন্তু মোটেই মসৃণ ছিল না । ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্রিকেটমাঠ । বির্তক যেন এক সময় যেন নিত্য সঙ্গী হয়ে উঠেছিল বেনের । 2017-18 সালে অ্যাসেজ় সিরিজ়েও দলে থাকতে পারেননি । অজ়িদের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ় ঘিরে রূপকথার স্বপ্ন দেখেন ইংরেজরা সেই অ্যাসেজ় সিরিজ় থেকে বাদ পড়ার দুঃখ বহুদিন তাড়া করে বেরিয়েছিল এই বাঁ হাতিকে । সবকিছুকে ভুল প্রমাণ করার তাগিদ নিয়েই এবার লর্ডসে নেমেছিলেন স্টোকস । সেই লড়াই সার্থক হয়েছে ।

এবার স্যার হয়ে ওঠার স্বপ্ন-সফর শুরু ।

লন্ডন, 16 জুলাই : স্যার হতে চলেছেন বেন স্টোকস ? বিশ্বকাপের ফাইনালে তাঁর ব্যাট স্বপ্ন স্বার্থক করেছে ইংল্যান্ডবাসী । এবার স্বপ্নের সেই ফেরিওয়ালাকে 'মুকুটহীন' সম্রাটের মর্যাদা দিতে চায় ব্রিটিশ সরকার । ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বরিস জনসন ও জেরেমি হান্ট অত্যন্ত সেই সম্ভবনার কথাই জানালেন । তাঁদের কথায় বিশ্বকাপের ফাইনালের অবিসংবাদিত নায়ক বেন স্টোকসকে নাইটহুড দিতে চান তাঁরা । সম্ভবত এ মাসের শেষেই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে টেরিসা মের স্থলাভিষিক্ত হবেন বরিস জনসন অথবা জেরেমি হান্ট ।

বির্তক এখনও পিছু ছাড়েনি ইংল্যান্ডের । বিশ্বকাপের ফাইনালে তাদের জয় নিয়ে ভ্রূ কুঁচকাতে দেখা গেছে অনেককে । এমনকী ফাইনালে ম্যাচ পরিচালনা নিয়েও প্রশ্ন রয়েছে । কিন্তু বির্তক থাকলেও একটা বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবারের বিশ্বকাপ তামাম ব্রিটিশবাসীর স্বপ্নপূরণের রূপকথা । এর আগে তিনবার ফাইনালে উঠলেও ফিরতে হয়েছিল খালি হাতে । এবার তাই দেশের মাঠে নিজেদের উজার করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছিলেন স্টোকসরা । আর এই বাঁ হাতি ব্যাটসম্যানটির হাতেই যেন জিয়নকাঠি দেখেছিল সেখানকার মানুষ । কিউয়ি আক্রমণের সামনে বাফার জো়ন হয়ে দাঁড়ানো বেন স্টোকসের ব্যাটই স্বপ্ন দেখাতে শুরু করেছিল ব্রিটিশদের । এবার তাই হয়ত পুরষ্কারের পালা তাঁর ।

28 বছরের স্টোকসের পথ চলা কিন্তু মোটেই মসৃণ ছিল না । ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্রিকেটমাঠ । বির্তক যেন এক সময় যেন নিত্য সঙ্গী হয়ে উঠেছিল বেনের । 2017-18 সালে অ্যাসেজ় সিরিজ়েও দলে থাকতে পারেননি । অজ়িদের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ় ঘিরে রূপকথার স্বপ্ন দেখেন ইংরেজরা সেই অ্যাসেজ় সিরিজ় থেকে বাদ পড়ার দুঃখ বহুদিন তাড়া করে বেরিয়েছিল এই বাঁ হাতিকে । সবকিছুকে ভুল প্রমাণ করার তাগিদ নিয়েই এবার লর্ডসে নেমেছিলেন স্টোকস । সেই লড়াই সার্থক হয়েছে ।

এবার স্যার হয়ে ওঠার স্বপ্ন-সফর শুরু ।

Ranchi (Jharkhand), July 16 (ANI): Jharkhand Chief Minister Raghubar Das has urged devotees from all over the country to visit the state for the 'Shravani Mela' for which the government has made 'available' all the facilities in Deoghar. Das added that although the government has done all the preparations for the smooth conduct of 'Shravani Mela' for the incoming devotees, the administration will also solve people's problems through social media.
Last Updated : Jul 16, 2019, 11:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.