ETV Bharat / sports

মুস্তাক আলির সাফল্যের পর ঘরোয়া ক্রিকেটে আরও প্রতিযোগিতা আয়োজনে আগ্রহী বোর্ড

রাজ্যের ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি লিখেছেন বিসিসিআই সচিব জয় শাহ চিঠি লিখেছেন৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফি আয়োজনে সাফল্য মেলার পর আরও তিনটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ সেই নিয়ে মতামত চাওয়া হয়েছে ওই চিঠিতে৷

মুস্তাক আলির সাফল্যের পর ঘরোয়া ক্রিকেটে আরও প্রতিযোগিতা আয়োজনে আগ্রহী বোর্ড
মুস্তাক আলির সাফল্যের পর ঘরোয়া ক্রিকেটে আরও প্রতিযোগিতা আয়োজনে আগ্রহী বোর্ড
author img

By

Published : Jan 30, 2021, 5:30 PM IST

কলকাতা, 30 জানুয়ারি : সৈয়দ মুস্তাক আলি ট্রফি আয়োজনে সাফল্য মেলার পর আরও তিনটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ এবার ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা 50 ওভারের বিজয় হাজারে ট্রফি, মেয়েদের একদিনের ক্রিকেট প্রতিযোগিতা ও বিনু মাঁকড় ট্রফি আয়োজন করতে চলেছে৷ বিনু মাঁকড় ট্রফি হবে অনূর্ধ্ব-19 পর্যায়ে হবে৷

এই নিয়ে রাজ্যের ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি লিখেছেন বিসিসিআই সচিব জয় শাহ চিঠি লিখেছেন৷ করোনা প্যানডেমিকের পরিস্থিতিতে এই প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে রাজ্যের ক্রিকেট সংস্থাগুলি কী ভাবছে, তা জানতেই বোর্ড সচিব এই চিঠি দিয়েছেন৷

চিঠিতে লিখেছেন যে করোনা সংক্রান্ত নিয়মের জেরে ঘরোয়া ক্রিকেট আয়োজনে সুরক্ষার দিকটিতে বেশি করে খেয়াল রাখতে হচ্ছে৷ তার মধ্যেও ঘরোয়া ক্রিকেট চালু হয়েছে৷ আর আন্তর্জাতিক ক্রিকেটও চালু হওয়ার পথে৷ সেই কারণেই বিজয় হাজারে ও ভিনু মাঁকড় ট্রফি বোর্ড চালু করতে চাইছে বলে ওই চিঠিতে জয় শাহ জানিয়েছেন৷

একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে মহিলাদের ক্রিকেটও শুরু করা উচিত৷ তাই মহিলাদের ক্রিকেটে একদিনের প্রতিযোগিতা চালু করতে চায় বোর্ড৷ বোর্ডের এই মনোভাবের প্রশংসা করেছেন মহিলা ক্রিকেটাররা৷ এর জন্য তাঁরা বোর্ডকে ধন্যবাদও দিয়েছেন৷

আরও পড়ুন : 86 বছর পর বাতিল রণজি ট্রফি

বোর্ডের এই সিদ্ধান্তে খুশি পুরুষ ক্রিকেটাররাও৷ কারণ, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ক্যালেন্ডার মেনে এই বছর আইপিএল হতে পারে৷ তাতে অনেকেই আইপিএলের প্রস্তুতি সেরে ফেলতে পারবেন৷

কলকাতা, 30 জানুয়ারি : সৈয়দ মুস্তাক আলি ট্রফি আয়োজনে সাফল্য মেলার পর আরও তিনটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ এবার ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা 50 ওভারের বিজয় হাজারে ট্রফি, মেয়েদের একদিনের ক্রিকেট প্রতিযোগিতা ও বিনু মাঁকড় ট্রফি আয়োজন করতে চলেছে৷ বিনু মাঁকড় ট্রফি হবে অনূর্ধ্ব-19 পর্যায়ে হবে৷

এই নিয়ে রাজ্যের ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি লিখেছেন বিসিসিআই সচিব জয় শাহ চিঠি লিখেছেন৷ করোনা প্যানডেমিকের পরিস্থিতিতে এই প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে রাজ্যের ক্রিকেট সংস্থাগুলি কী ভাবছে, তা জানতেই বোর্ড সচিব এই চিঠি দিয়েছেন৷

চিঠিতে লিখেছেন যে করোনা সংক্রান্ত নিয়মের জেরে ঘরোয়া ক্রিকেট আয়োজনে সুরক্ষার দিকটিতে বেশি করে খেয়াল রাখতে হচ্ছে৷ তার মধ্যেও ঘরোয়া ক্রিকেট চালু হয়েছে৷ আর আন্তর্জাতিক ক্রিকেটও চালু হওয়ার পথে৷ সেই কারণেই বিজয় হাজারে ও ভিনু মাঁকড় ট্রফি বোর্ড চালু করতে চাইছে বলে ওই চিঠিতে জয় শাহ জানিয়েছেন৷

একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে মহিলাদের ক্রিকেটও শুরু করা উচিত৷ তাই মহিলাদের ক্রিকেটে একদিনের প্রতিযোগিতা চালু করতে চায় বোর্ড৷ বোর্ডের এই মনোভাবের প্রশংসা করেছেন মহিলা ক্রিকেটাররা৷ এর জন্য তাঁরা বোর্ডকে ধন্যবাদও দিয়েছেন৷

আরও পড়ুন : 86 বছর পর বাতিল রণজি ট্রফি

বোর্ডের এই সিদ্ধান্তে খুশি পুরুষ ক্রিকেটাররাও৷ কারণ, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ক্যালেন্ডার মেনে এই বছর আইপিএল হতে পারে৷ তাতে অনেকেই আইপিএলের প্রস্তুতি সেরে ফেলতে পারবেন৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.