ETV Bharat / sports

বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের ছবি প্রকাশ করল BCCI - 10 কোটি মার্কিন ডলার খরচ করা হয়েছে এই নতুন স্টেডিয়াম গড়তে

BCCI-এর তরফে প্রকাশ করা হল বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, সর্দার বল্লভভাই প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামের ছবি ৷ আজ একটি এরিয়াল ছবি পোস্ট করা হয় ভরতীয় ক্রিকেট বোর্ডের তরফে৷

image
সর্দার বল্লভভাই প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম
author img

By

Published : Feb 19, 2020, 10:49 PM IST

আমেদাবাদ, 19 ফেব্রুয়ারি : সবরমতীর তীরে সূর্যোদয় ! ‘‘দা সান ইজ় আউট’’- এটাই ছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ক্যাপশন ৷ নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের প্রথম ছবি প্রকাশ করল BCCI ৷ নতুন নাম সর্দার বল্লভভাই প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম ৷ আজ স্টেডিয়ামের একটি এরিয়াল ছবি পোস্ট করা হয় BCCI-এর টুইটার অ্যাকাউন্টে ৷

BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও টুইট করেন ৷ লেখেন, ‘‘ এই বিশাল ও সুন্দর স্টেডিয়াম দেখে আনন্দিত..আমেদাবাদ.. ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে দুরন্ত স্মৃতি আছে এই গ্রাউন্ডে ৷ ইডেন গার্ডেন্সে এক লাখ দর্শকের সামনে বড় হয়েছি (যদিও এখন আর নেই ) ৷ 24 তারিখ দেখার জন্য মুখিয়ে আছি ৷’’

কোচ রবি শাস্ত্রীও প্রকাশিত ছবি দেখে আপ্লুত ৷ তিনি টুইটারে লেখেন, ‘‘অসাধারণ দেখতে লাগছে ৷ প্রতিটি ভারতীয় ক্রিকেট প্রেমীদের আনন্দ করার মতো মুহূর্ত ৷ বিশ্বমানের 1 লাখ 10 হাজারের বেশি দর্শকাসন ৷’’

আনুমানিক 10 কোটি মার্কিন ডলার খরচ করা হয়েছে এই নতুন স্টেডিয়াম গড়তে ৷ নতুন স্টেডিয়ামে শুধু ক্রিকেট নয়, একই স্টেডিয়ামে খেলা হবে ফুটবল, হকি, বাস্কেটবল, কবাডি, বক্সিং, লন টেনিস, বিলিয়ার্ড ও ব্যাডমিন্টন ৷ তৈরি করা হয়েছে সুইমিং পুলও ৷

আমেদাবাদ, 19 ফেব্রুয়ারি : সবরমতীর তীরে সূর্যোদয় ! ‘‘দা সান ইজ় আউট’’- এটাই ছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ক্যাপশন ৷ নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের প্রথম ছবি প্রকাশ করল BCCI ৷ নতুন নাম সর্দার বল্লভভাই প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম ৷ আজ স্টেডিয়ামের একটি এরিয়াল ছবি পোস্ট করা হয় BCCI-এর টুইটার অ্যাকাউন্টে ৷

BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও টুইট করেন ৷ লেখেন, ‘‘ এই বিশাল ও সুন্দর স্টেডিয়াম দেখে আনন্দিত..আমেদাবাদ.. ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে দুরন্ত স্মৃতি আছে এই গ্রাউন্ডে ৷ ইডেন গার্ডেন্সে এক লাখ দর্শকের সামনে বড় হয়েছি (যদিও এখন আর নেই ) ৷ 24 তারিখ দেখার জন্য মুখিয়ে আছি ৷’’

কোচ রবি শাস্ত্রীও প্রকাশিত ছবি দেখে আপ্লুত ৷ তিনি টুইটারে লেখেন, ‘‘অসাধারণ দেখতে লাগছে ৷ প্রতিটি ভারতীয় ক্রিকেট প্রেমীদের আনন্দ করার মতো মুহূর্ত ৷ বিশ্বমানের 1 লাখ 10 হাজারের বেশি দর্শকাসন ৷’’

আনুমানিক 10 কোটি মার্কিন ডলার খরচ করা হয়েছে এই নতুন স্টেডিয়াম গড়তে ৷ নতুন স্টেডিয়ামে শুধু ক্রিকেট নয়, একই স্টেডিয়ামে খেলা হবে ফুটবল, হকি, বাস্কেটবল, কবাডি, বক্সিং, লন টেনিস, বিলিয়ার্ড ও ব্যাডমিন্টন ৷ তৈরি করা হয়েছে সুইমিং পুলও ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.