ETV Bharat / sports

অস্ট্রেলিয়া সফরে ক্রিকেটারদের সঙ্গী হোক পরিবার, চাইছেন সৌরভ

author img

By

Published : Oct 27, 2020, 2:30 PM IST

কিছুদিন আগেই শোনা গেছিল, অস্ট্রেলিয়ায় ক্রিকেটারদের সঙ্গে পরিবারকে পাঠাতে চাইছে না ভারতীয় বোর্ড ।

অস্ট্রেলিয়া সফরে ক্রিকেটারদের সঙ্গী হোক পরিবার, চাইছেন সৌরভ
অস্ট্রেলিয়া সফরে ক্রিকেটারদের সঙ্গী হোক পরিবার, চাইছেন সৌরভ

কলকাতা, 27 অক্টোবর : কোরোনার কারণে হাজারো নিয়মের বেড়াজালে রয়েছে ক্রিকেট । জৈব সুরক্ষায় রাখা হচ্ছে ক্রিকেটারদের । কোয়ারানটিন পর্ব, দফায় দফায় কোরোনা টেস্ট রয়েছে । মাঠে মানতে হচ্ছে একাধিক নিয়ম । ক্রিকেটারদের সুরক্ষা দিতেই এত ঝক্কি । সেখানে ক্রিকেটারদের পরিবার থাকা মানে আরও ঝামেলা । IPL-এর শেষ হওয়ার পর আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল । তিন ফরম্যাটেই সিরিজ় খেলবে তারা । সেই সফরে ক্রিকেটাররা কী পরিবারকে পাশে পাবে ? BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য ক্রিকেটারদের সঙ্গে পরিবার না থাকার কোনও কারণ দেখছেন না ।

অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, "ক্রিকেটাররা প্রায় 80 দিন ধরে জৈব সুরক্ষার মধ্যে রয়েছেন । তাই ক্রিকেটারদের সঙ্গে পরিবার না থাকার কোনও কারণ দেখছি না । অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডও ক্রিকেটারদের সঙ্গে পরিবারকে রাখার চেষ্টা করছে । দেখা যাক কী হয় ।" IPL শেষ হওয়ার পরপরই সিডনি উড়ে যাবে গোটা দল । সৌরভ বলেছেন, "যা দেখছি তাতে সফরের প্রথম অংশ হবে সিডনিতে । জৈব সুরক্ষা ও মেডিকেল সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কথাবার্তা চালাচ্ছি । কারণ এটা একটা দীর্ঘ সফর ।"

কিছুদিন আগেই শোনা গেছিল, অস্ট্রেলিয়ায় ক্রিকেটারদের সঙ্গে পরিবারকে পাঠাতে চাইছে না ভারতীয় বোর্ড । বিরাট কোহলি, লোকেশ রাহুলরা আরব আমিরশাহী থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দিলেও অনুষ্কা শর্মাদের ফিরতে হবে ভারতে । কিন্তু সৌরভের মন্তব্যের পর বোঝা যাচ্ছে ভারতীয় বোর্ডও চাইছে ক্রিকেটারদের সঙ্গে থাকুক তাঁদের পরিবার ।

কলকাতা, 27 অক্টোবর : কোরোনার কারণে হাজারো নিয়মের বেড়াজালে রয়েছে ক্রিকেট । জৈব সুরক্ষায় রাখা হচ্ছে ক্রিকেটারদের । কোয়ারানটিন পর্ব, দফায় দফায় কোরোনা টেস্ট রয়েছে । মাঠে মানতে হচ্ছে একাধিক নিয়ম । ক্রিকেটারদের সুরক্ষা দিতেই এত ঝক্কি । সেখানে ক্রিকেটারদের পরিবার থাকা মানে আরও ঝামেলা । IPL-এর শেষ হওয়ার পর আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল । তিন ফরম্যাটেই সিরিজ় খেলবে তারা । সেই সফরে ক্রিকেটাররা কী পরিবারকে পাশে পাবে ? BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য ক্রিকেটারদের সঙ্গে পরিবার না থাকার কোনও কারণ দেখছেন না ।

অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, "ক্রিকেটাররা প্রায় 80 দিন ধরে জৈব সুরক্ষার মধ্যে রয়েছেন । তাই ক্রিকেটারদের সঙ্গে পরিবার না থাকার কোনও কারণ দেখছি না । অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডও ক্রিকেটারদের সঙ্গে পরিবারকে রাখার চেষ্টা করছে । দেখা যাক কী হয় ।" IPL শেষ হওয়ার পরপরই সিডনি উড়ে যাবে গোটা দল । সৌরভ বলেছেন, "যা দেখছি তাতে সফরের প্রথম অংশ হবে সিডনিতে । জৈব সুরক্ষা ও মেডিকেল সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কথাবার্তা চালাচ্ছি । কারণ এটা একটা দীর্ঘ সফর ।"

কিছুদিন আগেই শোনা গেছিল, অস্ট্রেলিয়ায় ক্রিকেটারদের সঙ্গে পরিবারকে পাঠাতে চাইছে না ভারতীয় বোর্ড । বিরাট কোহলি, লোকেশ রাহুলরা আরব আমিরশাহী থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দিলেও অনুষ্কা শর্মাদের ফিরতে হবে ভারতে । কিন্তু সৌরভের মন্তব্যের পর বোঝা যাচ্ছে ভারতীয় বোর্ডও চাইছে ক্রিকেটারদের সঙ্গে থাকুক তাঁদের পরিবার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.