ETV Bharat / sports

পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত, সিদ্ধান্তে অনড় BCCI - পাকিস্তানে খেলতে যাবে না ভারত

আসন্ন টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হতে চলেছে টি-20 ফরম্যাটে ৷ তবে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলা নিয়ে আগের অবস্থানে অনড় BCCI ৷

image
এশিয়া কাপ
author img

By

Published : Jan 17, 2020, 2:42 PM IST

Updated : Jan 17, 2020, 7:15 PM IST

দিল্লি, 17 জানুয়ারি : পাকিস্তানে মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত ৷ নিজেদের আগের অবস্থানে থেকে সরতে রাজি নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ ফলে ভারতের রাজি না হওয়ায় এশিয়া কাপ সম্ভবত হতে চলেছে আবর-আমিরশাহীতে ৷

আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপ হতে পারে টি-20 ফর্ম্যাটে ৷ ফলে অংশগ্রহনকারী সমস্ত দলই বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে পারবে ৷ 2019 বিশ্বকাপের পর ফের ক্রিকেট ফেরে পাকিস্তানে ৷ শ্রীলঙ্কা পাকিস্তানে গিয়েছিল ওয়ানডে সিরিজ খেলতে ৷

2007 সালের পর ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ়ে খেলেনি ৷ 2007 সালে পাকিস্তান ভারতে এসেছিল তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলতে ৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ মনু সোহনি আগামী 23 জানুয়ারি পাকিস্তানে আসছেন এই বিষয়ে কথা বলতে ৷ সূত্রের খবর নিরাপত্তা নিয়ে পাকিস্তানের সরকারের সঙ্গে কথা বলবেন তিনি ৷

দিল্লি, 17 জানুয়ারি : পাকিস্তানে মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত ৷ নিজেদের আগের অবস্থানে থেকে সরতে রাজি নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ ফলে ভারতের রাজি না হওয়ায় এশিয়া কাপ সম্ভবত হতে চলেছে আবর-আমিরশাহীতে ৷

আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপ হতে পারে টি-20 ফর্ম্যাটে ৷ ফলে অংশগ্রহনকারী সমস্ত দলই বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে পারবে ৷ 2019 বিশ্বকাপের পর ফের ক্রিকেট ফেরে পাকিস্তানে ৷ শ্রীলঙ্কা পাকিস্তানে গিয়েছিল ওয়ানডে সিরিজ খেলতে ৷

2007 সালের পর ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ়ে খেলেনি ৷ 2007 সালে পাকিস্তান ভারতে এসেছিল তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলতে ৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ মনু সোহনি আগামী 23 জানুয়ারি পাকিস্তানে আসছেন এই বিষয়ে কথা বলতে ৷ সূত্রের খবর নিরাপত্তা নিয়ে পাকিস্তানের সরকারের সঙ্গে কথা বলবেন তিনি ৷

Rajkot (Gujarat), Jan 16 (ANI): Indian batsman Shreyas Iyer on January 16 held a press conference and shared his views on the 1st ODI against Australia. He said that the team is not prepared and importantly the country is not prepared to taste defeat but it is part of the game. He also said that the team's performance was not disappointing but there's a lot of learning from it. "That means you are not prepared, basically I would say the country is not prepared to see us collapsing in such situation but it is part of the game," said Iyer. Australia beat India by 10 wickets in the first ODI in which India put on a mediocre 255 runs. Aussie openers David Warner and Aaron Finch scored 128 runs and 110 runs respectively.
Last Updated : Jan 17, 2020, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.