ETV Bharat / sports

এবছর IPL-র টাইটেল স্পনসরের জন্য আবেদনপত্র চাইল বোর্ড

চলতি বছরের 19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর প্রর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর ৷

IPL
IPL
author img

By

Published : Aug 10, 2020, 9:42 PM IST

মুম্বই, 10 অগাস্ট : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-র টাইটেল স্পনসরের জন্য আবেদনপত্র চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ আজ একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানায় BCCI ৷ চলতি বছরের 18 অগাস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত টাইটেল স্পনসরের জন্য এই বিজ্ঞপ্তি ৷ কমপক্ষে 300 কোটি টাকার বিড করতে হবে আবেদনকারীকে ৷

চলতি বছরের 19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর প্রর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর ৷ একথা ঘোষণা করার সময় ভারতীয় বোর্ডে তরফে ঘোষণা করা হয় IPL-এর টাইটেল স্পনসর থাকছে চিনা সংস্থা ভিভো ৷ কিন্তু গালওয়ান উপত্যকায় ভারতীয় জওয়ানদের উপর হামলার পর ও চিনা সংস্থা বর্জন করার দাবি ওঠে ৷ ভিভোকে স্পনসর রাখায় সমালোচনার মুখে পড়ে BCCI-ও ৷ শেষ পর্যন্ত নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ভিভো ৷ তারপরই স্পনসর শূন্য হয়ে পড়়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 ৷

আরও পড়ুন :- জুভেন্তাস ছাড়তে চান রোনাল্ডো ?

সম্প্রতি BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, স্পনসর না পেলেও ভারতীয় বোর্ডের কিছু ক্ষতি হবে না ৷ তারপর আজ এই বিজ্ঞপ্তি জারি করল বোর্ড ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীকে কমপক্ষে ভারতীয় মুদ্রায় 300 কোটি টাকার বিড করতে হবে ৷ স্পনসরশিপের মেয়াদ থাকবে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত ৷

আরও পড়ুন :- আরতি সাহা : ইংলিশ চ্যানেল পেরোনো এশিয়ার প্রথম মহিলা

শোনা যাচ্ছে পেপসিকো, জিও রিলায়েন্স, অনলাইন শপিং সংস্থা অ্যামাজ়ন, ফ্যান্টাসি স্পোর্টস কম্পানি ড্রিম ইলেভেন এবং ভারতীয় দলের জার্সি স্পনসর অনলাইন লার্নিং কম্পানি বাইজুস চলতি বছরে IPL-এর টাইটেল স্পনসর হতে ইচ্ছুক ৷ চলতি বছরে কোনও দেশীয় কম্পানিকে টাইটেল স্পনসর হিসেবে চাইছে বোর্ড ৷ তাই বিভিন্ন মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে স্পনসরশিপের দৌড়ে শামিল হচ্ছে পতঞ্জলিও ৷

মুম্বই, 10 অগাস্ট : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-র টাইটেল স্পনসরের জন্য আবেদনপত্র চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ আজ একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানায় BCCI ৷ চলতি বছরের 18 অগাস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত টাইটেল স্পনসরের জন্য এই বিজ্ঞপ্তি ৷ কমপক্ষে 300 কোটি টাকার বিড করতে হবে আবেদনকারীকে ৷

চলতি বছরের 19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর প্রর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর ৷ একথা ঘোষণা করার সময় ভারতীয় বোর্ডে তরফে ঘোষণা করা হয় IPL-এর টাইটেল স্পনসর থাকছে চিনা সংস্থা ভিভো ৷ কিন্তু গালওয়ান উপত্যকায় ভারতীয় জওয়ানদের উপর হামলার পর ও চিনা সংস্থা বর্জন করার দাবি ওঠে ৷ ভিভোকে স্পনসর রাখায় সমালোচনার মুখে পড়ে BCCI-ও ৷ শেষ পর্যন্ত নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ভিভো ৷ তারপরই স্পনসর শূন্য হয়ে পড়়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 ৷

আরও পড়ুন :- জুভেন্তাস ছাড়তে চান রোনাল্ডো ?

সম্প্রতি BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, স্পনসর না পেলেও ভারতীয় বোর্ডের কিছু ক্ষতি হবে না ৷ তারপর আজ এই বিজ্ঞপ্তি জারি করল বোর্ড ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীকে কমপক্ষে ভারতীয় মুদ্রায় 300 কোটি টাকার বিড করতে হবে ৷ স্পনসরশিপের মেয়াদ থাকবে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত ৷

আরও পড়ুন :- আরতি সাহা : ইংলিশ চ্যানেল পেরোনো এশিয়ার প্রথম মহিলা

শোনা যাচ্ছে পেপসিকো, জিও রিলায়েন্স, অনলাইন শপিং সংস্থা অ্যামাজ়ন, ফ্যান্টাসি স্পোর্টস কম্পানি ড্রিম ইলেভেন এবং ভারতীয় দলের জার্সি স্পনসর অনলাইন লার্নিং কম্পানি বাইজুস চলতি বছরে IPL-এর টাইটেল স্পনসর হতে ইচ্ছুক ৷ চলতি বছরে কোনও দেশীয় কম্পানিকে টাইটেল স্পনসর হিসেবে চাইছে বোর্ড ৷ তাই বিভিন্ন মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে স্পনসরশিপের দৌড়ে শামিল হচ্ছে পতঞ্জলিও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.