ETV Bharat / sports

BCCI সভাপতি হিসেবে মেয়াদ বাড়তে পারে সৌরভের - BCCI decided to water down the administrative reforms

মহারাজ BCCI সভাপতি হয়েই লোধা কমিশনের নিয়ম বদলানোর ইঙ্গিত দিয়েছিলেন । সেই মত বোর্ডের 88 তম বার্ষিক সাধারণ সভায় অফিস বেয়ারারদের মেয়াদ নিয়ে বর্তমান নিয়ম বদলানোর প্রস্তাব পাশ হল ।

বোর্ডের সভা
BCCI AGM
author img

By

Published : Dec 1, 2019, 6:13 PM IST

মুম্বই, 1 ডিসেম্বর : BCCI সভাপতি হিসেবে মেয়াদ বাড়তে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের । বর্তমান নিয়মে 2020 সালের জুলাই পর্যন্ত মেয়াদ রয়েছে মহারাজের ৷ সেই নিয়ম বদলানোর প্রস্তাব পাশ হল BCCI -র বার্ষিক সাধারণ সভায় ৷ এই প্রস্তাবে অনুমোদন নিতে শীর্ষ আদালতে দরবার করবেন BCCI কর্তারা ৷

সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি (COA) BCCI-র দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু নিয়ম প্রণয়ন করেছিল ৷ তাঁর মধ্যে অন্যতম ছিল ক্রিকেট প্রশাসকদের পদের মেয়াদ নিয়ন্ত্রণ ৷ এই নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তি তিন বছর করে সর্বোচ্চ দুই বার রাজ্য অথবা সর্বভারতীয় ক্রিকেট সংস্থার কোনও পদে থাকতে পারববেন ৷ অর্থাৎ 6 বছর পর তাদের বাধ্যতামূলক তিন বছরের কুলিং অফ পিরিয়ডে চলে যেতে হবে ৷ তিন বছর পর তাঁরা আবার রাজ্য অথবা সর্বভারতীয় ক্রিকেট সংস্থার কোনও পদে আসীন হতে পারবেন ৷

চলতি বছরের অক্টোবরে সর্বসম্মতিক্রমে BCCI-র সভাপতি নির্বাচিত হন সৌরভ গঙ্গোপাধ্যায় । সেই সময় CAB সভাপতি ছিলেন তিনি । এদিকে 2014 সালের জুলাইতে CAB-র যুগ্ম সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি ৷ COA প্রণিত নিয়ম অনুযায়ী ক্রিকেট প্রশাসনে পাদাধিকারী হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যের মেয়াদ রয়েছে 2020 সালের জুলাই পর্যন্ত ৷ এর পর তাঁর বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডে যাওয়ার কথা ৷

মহারাজ BCCI সভাপতি হয়েই এই নিয়ম বদলানোর ইঙ্গিত দিয়েছিলেন । সেই মত বোর্ডের 88তম বার্ষিক সাধারণ সভায় অফিস বেয়ারারদের মেয়াদ নিয়ে বর্তমান নিয়ম বদলানোর প্রস্তাব পাশ হল । সেই সঙ্গে আরও বেশ কিছু নিয়ম পাশ হয়েছে বোর্ডের 88তম বার্ষিক সাধারণ সভায় ।

মুম্বই, 1 ডিসেম্বর : BCCI সভাপতি হিসেবে মেয়াদ বাড়তে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের । বর্তমান নিয়মে 2020 সালের জুলাই পর্যন্ত মেয়াদ রয়েছে মহারাজের ৷ সেই নিয়ম বদলানোর প্রস্তাব পাশ হল BCCI -র বার্ষিক সাধারণ সভায় ৷ এই প্রস্তাবে অনুমোদন নিতে শীর্ষ আদালতে দরবার করবেন BCCI কর্তারা ৷

সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি (COA) BCCI-র দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু নিয়ম প্রণয়ন করেছিল ৷ তাঁর মধ্যে অন্যতম ছিল ক্রিকেট প্রশাসকদের পদের মেয়াদ নিয়ন্ত্রণ ৷ এই নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তি তিন বছর করে সর্বোচ্চ দুই বার রাজ্য অথবা সর্বভারতীয় ক্রিকেট সংস্থার কোনও পদে থাকতে পারববেন ৷ অর্থাৎ 6 বছর পর তাদের বাধ্যতামূলক তিন বছরের কুলিং অফ পিরিয়ডে চলে যেতে হবে ৷ তিন বছর পর তাঁরা আবার রাজ্য অথবা সর্বভারতীয় ক্রিকেট সংস্থার কোনও পদে আসীন হতে পারবেন ৷

চলতি বছরের অক্টোবরে সর্বসম্মতিক্রমে BCCI-র সভাপতি নির্বাচিত হন সৌরভ গঙ্গোপাধ্যায় । সেই সময় CAB সভাপতি ছিলেন তিনি । এদিকে 2014 সালের জুলাইতে CAB-র যুগ্ম সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি ৷ COA প্রণিত নিয়ম অনুযায়ী ক্রিকেট প্রশাসনে পাদাধিকারী হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যের মেয়াদ রয়েছে 2020 সালের জুলাই পর্যন্ত ৷ এর পর তাঁর বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডে যাওয়ার কথা ৷

মহারাজ BCCI সভাপতি হয়েই এই নিয়ম বদলানোর ইঙ্গিত দিয়েছিলেন । সেই মত বোর্ডের 88তম বার্ষিক সাধারণ সভায় অফিস বেয়ারারদের মেয়াদ নিয়ে বর্তমান নিয়ম বদলানোর প্রস্তাব পাশ হল । সেই সঙ্গে আরও বেশ কিছু নিয়ম পাশ হয়েছে বোর্ডের 88তম বার্ষিক সাধারণ সভায় ।

Mumbai, Dec 01 (ANI): The 'Dheeme Dheeme Challenge' has taken the internet by storm ever since the launch of the song from the upcoming Kartik Aaryan, Ananya Panday and Bhumi Pednekar film 'Pati Patni Aur Woh'. Bollywood actress Deepika Padukone shaked legs with Kartik Aaryan outside Mumbai Airport on November 30. The 'Dheeme Dheeme' song challenge was started by Kartik Aaryan on social media. Deepika was wearing red hoodie paired with ice blue denim, while Kartik was looking cool in white tees paired with black trousers. Deepika earlier took to her Instagram story and tagged Aaryan and wrote, "@Kartikaaryan will you please teach me the Dheeme Dheeme step!? I want to take part in the #dheemedheemechallenge !!!"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.