মুম্বই, 1 ডিসেম্বর : BCCI সভাপতি হিসেবে মেয়াদ বাড়তে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের । বর্তমান নিয়মে 2020 সালের জুলাই পর্যন্ত মেয়াদ রয়েছে মহারাজের ৷ সেই নিয়ম বদলানোর প্রস্তাব পাশ হল BCCI -র বার্ষিক সাধারণ সভায় ৷ এই প্রস্তাবে অনুমোদন নিতে শীর্ষ আদালতে দরবার করবেন BCCI কর্তারা ৷
সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি (COA) BCCI-র দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু নিয়ম প্রণয়ন করেছিল ৷ তাঁর মধ্যে অন্যতম ছিল ক্রিকেট প্রশাসকদের পদের মেয়াদ নিয়ন্ত্রণ ৷ এই নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তি তিন বছর করে সর্বোচ্চ দুই বার রাজ্য অথবা সর্বভারতীয় ক্রিকেট সংস্থার কোনও পদে থাকতে পারববেন ৷ অর্থাৎ 6 বছর পর তাদের বাধ্যতামূলক তিন বছরের কুলিং অফ পিরিয়ডে চলে যেতে হবে ৷ তিন বছর পর তাঁরা আবার রাজ্য অথবা সর্বভারতীয় ক্রিকেট সংস্থার কোনও পদে আসীন হতে পারবেন ৷
চলতি বছরের অক্টোবরে সর্বসম্মতিক্রমে BCCI-র সভাপতি নির্বাচিত হন সৌরভ গঙ্গোপাধ্যায় । সেই সময় CAB সভাপতি ছিলেন তিনি । এদিকে 2014 সালের জুলাইতে CAB-র যুগ্ম সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি ৷ COA প্রণিত নিয়ম অনুযায়ী ক্রিকেট প্রশাসনে পাদাধিকারী হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যের মেয়াদ রয়েছে 2020 সালের জুলাই পর্যন্ত ৷ এর পর তাঁর বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডে যাওয়ার কথা ৷
মহারাজ BCCI সভাপতি হয়েই এই নিয়ম বদলানোর ইঙ্গিত দিয়েছিলেন । সেই মত বোর্ডের 88তম বার্ষিক সাধারণ সভায় অফিস বেয়ারারদের মেয়াদ নিয়ে বর্তমান নিয়ম বদলানোর প্রস্তাব পাশ হল । সেই সঙ্গে আরও বেশ কিছু নিয়ম পাশ হয়েছে বোর্ডের 88তম বার্ষিক সাধারণ সভায় ।