ETV Bharat / sports

আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে থাকছেন সৌরভ

ইতিমধ্য়ে সৌরভ গঙ্গোপাধ্য়ায়, জয় শাহ এবং জয়েশ জর্জের পদের মেয়াদ ফুরিয়ে গিয়েছে ৷ বিসিসিআইয়ের তরফে আদালতে তাদের সংবিধান সংশোধনের আবেদনে বলা হয়েছে, রাজ্য় ও বোর্ড মিলিয়ে আধিকারিকদের মাত্র 6 বছর পদে থাকার পর 3 বছর কুলিং অফ পিরিয়ডে চলে যাওয়া বোর্ডের কাজে ক্ষতি করবে ৷ কারণ এতে ভালো দক্ষ প্রশাসক পাওয়া সম্ভব নয় ৷

author img

By

Published : Dec 9, 2020, 6:57 PM IST

আপাতত ভারতীয় ক্রিকেটের সভাপতি পদে থাকছেন সৌরভ
আপাতত ভারতীয় ক্রিকেটের সভাপতি পদে থাকছেন সৌরভ

দিল্লি, 9 ডিসেম্বর : আপাতত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ তাঁরই সঙ্গে সচিব পদে থাকবেন জয় শাহ ৷ আজ সুপ্রিম কোর্টে বিসিসিআইয়ের সংবিধান সংশোধন সহ রাজ্য় ক্রিকেট সংস্থার করা মামলার শুনানি ছিল ৷ সেই শুনানিতে বিসিসিআইয়ের সংবিধান সংশোধনের বিষয়টি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মুলতুবি করে দিয়েছে শীর্ষ আদালত ৷

তবে, রাজ্য় ক্রিকেট সংস্থাগুলির অধিকাংশ বিষয়ে এদিন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ যেখানে আর্থিক লেনদেনের বিষয়গুলি ছিল ৷ এদিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বোর্ডের মামলায় জানায়, বেশির ভাগ মামলার সমাধান ইতিমধ্য়ে হয়ে গিয়েছে ৷ যে কটি মামলা বাকি রয়েছে সেগুলি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুনানির দিন ধার্য করা হবে ৷ পাশাপাশি বিসিসিআইয়ে সংবিধান সংশোধনের মামলাটিও আজকে শোনা হবে না ৷ এর অর্থ বিসিসিআই সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্য়ায়, সচিব পদে জয় শাহ এবং যুগ্ম সচিব পদে জয়েশ জর্জ 2021-র জানুয়ারি পর্যন্ত বহাল থাকছেন ৷

আরও পড়ুন : আহমেদাবাদে হবে ভারতের দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট

প্রসঙ্গত, ইতিমধ্য়ে সৌরভ গঙ্গোপাধ্য়ায়, জয় শাহ এবং জয়েশ জর্জের পদের মেয়াদ ফুরিয়ে গিয়েছে ৷ বিসিসিআইয়ের তরফে আদালতে তাদের সংবিধান সংশোধনের আবেদনে বলা হয়েছে, রাজ্য় ও বোর্ড মিলিয়ে আধিকারিকদের মাত্র 6 বছর পদে থাকার পর 3 বছর কুলিং অফ পিরিয়ডে চলে যাওয়া বোর্ডের কাজে ক্ষতি করবে ৷ কারণ এতে ভালো দক্ষ প্রশাসক পাওয়া সম্ভব নয় ৷ এমনকী ভারতীয় ক্রিকেটের উন্নতিতে কাজ করার ক্ষেত্রেও সমস্য়া দেখা দিতে পারে ৷ আগামী 24 ডিসেম্বর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাধারণ বার্ষিক সভা রয়েছে ৷ সেখানে সভাপতিত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ যে সভায় পরবর্তী আইপিএলে আরও দু’টি ফ্রাঞ্চাইজ়িকে যুক্ত করা নিয়ে সিদ্ধান্ত হবে ৷ পাশাপাশি আগামী বছর ভারতে আয়োজিত হতে চলা টি-20 বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে ৷

দিল্লি, 9 ডিসেম্বর : আপাতত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ তাঁরই সঙ্গে সচিব পদে থাকবেন জয় শাহ ৷ আজ সুপ্রিম কোর্টে বিসিসিআইয়ের সংবিধান সংশোধন সহ রাজ্য় ক্রিকেট সংস্থার করা মামলার শুনানি ছিল ৷ সেই শুনানিতে বিসিসিআইয়ের সংবিধান সংশোধনের বিষয়টি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মুলতুবি করে দিয়েছে শীর্ষ আদালত ৷

তবে, রাজ্য় ক্রিকেট সংস্থাগুলির অধিকাংশ বিষয়ে এদিন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ যেখানে আর্থিক লেনদেনের বিষয়গুলি ছিল ৷ এদিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বোর্ডের মামলায় জানায়, বেশির ভাগ মামলার সমাধান ইতিমধ্য়ে হয়ে গিয়েছে ৷ যে কটি মামলা বাকি রয়েছে সেগুলি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুনানির দিন ধার্য করা হবে ৷ পাশাপাশি বিসিসিআইয়ে সংবিধান সংশোধনের মামলাটিও আজকে শোনা হবে না ৷ এর অর্থ বিসিসিআই সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্য়ায়, সচিব পদে জয় শাহ এবং যুগ্ম সচিব পদে জয়েশ জর্জ 2021-র জানুয়ারি পর্যন্ত বহাল থাকছেন ৷

আরও পড়ুন : আহমেদাবাদে হবে ভারতের দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট

প্রসঙ্গত, ইতিমধ্য়ে সৌরভ গঙ্গোপাধ্য়ায়, জয় শাহ এবং জয়েশ জর্জের পদের মেয়াদ ফুরিয়ে গিয়েছে ৷ বিসিসিআইয়ের তরফে আদালতে তাদের সংবিধান সংশোধনের আবেদনে বলা হয়েছে, রাজ্য় ও বোর্ড মিলিয়ে আধিকারিকদের মাত্র 6 বছর পদে থাকার পর 3 বছর কুলিং অফ পিরিয়ডে চলে যাওয়া বোর্ডের কাজে ক্ষতি করবে ৷ কারণ এতে ভালো দক্ষ প্রশাসক পাওয়া সম্ভব নয় ৷ এমনকী ভারতীয় ক্রিকেটের উন্নতিতে কাজ করার ক্ষেত্রেও সমস্য়া দেখা দিতে পারে ৷ আগামী 24 ডিসেম্বর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাধারণ বার্ষিক সভা রয়েছে ৷ সেখানে সভাপতিত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ যে সভায় পরবর্তী আইপিএলে আরও দু’টি ফ্রাঞ্চাইজ়িকে যুক্ত করা নিয়ে সিদ্ধান্ত হবে ৷ পাশাপাশি আগামী বছর ভারতে আয়োজিত হতে চলা টি-20 বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.