ETV Bharat / sports

তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি গঠন করল BCCI - ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি গঠন করল BCCI

তিন সদস্য়ের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি গঠন করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ কমিটিতে এলেন মদন লাল, রুদ্রপ্রতাপ সিং ও সুলক্ষণা নায়েক ৷

image
ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি
author img

By

Published : Jan 31, 2020, 11:13 PM IST

মুম্বই, 31 জানুয়ারি : তিন জনের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি গঠন করল BCCI ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে আজ একথা জানিয়ে দেওয়া হয় ৷ তিন জনের কমিটিতে আছেন মদন লাল, রুদ্রপ্রতাপ সিং ও সুলক্ষণা নায়েক ৷

এর আগে এই কমিটিতে ছিলেন তিন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব, অংশুমান গাইকোয়াড ও শান্থা রাঙ্গাস্বামী ৷ ভারতীয় দলের কোচ হিসাবে রবি শাস্ত্রীকে এই কমিটিই নিয়োগ করার প্রস্তাব দেয় ৷ এরপর যদিও স্বার্থের সংঘাতে 2019 সালের অক্টোবর মাসে তিন জনই পদত্যাগ করেন ৷ তারপর নতুন তিন জনের নাম ঘোষণা করল BCCI ৷

মদন লাল ভারতের হয়ে 39টি টেস্ট ও 67টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৷ তিনি 1983 সালে বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন ৷ পরে তিনি ভারতীয় দলের কোচের ভূমিকায় কাজ করেছেন ৷ এছাড়া জাতীয় নির্বাচক হিসাবেও কাজ করেছেন তিনি ৷ রুদ্রপ্রতাপ সিং ভারতের হয়ে 14টি টেস্ট, 58টি ওয়ানডে, ও 10টি টি-20 ম্যাচ খেলেছেন ৷ 2007 সালে টি-20 বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি ৷ অন্যদিকে সুলক্ষণা নায়েক ভারতীয় মহিলা দলের হয়ে 2টি টেস্ট, 46টি ওয়ানডে ও 31টি টি-20 ম্যাচ খেলেছেন ৷

মুম্বই, 31 জানুয়ারি : তিন জনের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি গঠন করল BCCI ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে আজ একথা জানিয়ে দেওয়া হয় ৷ তিন জনের কমিটিতে আছেন মদন লাল, রুদ্রপ্রতাপ সিং ও সুলক্ষণা নায়েক ৷

এর আগে এই কমিটিতে ছিলেন তিন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব, অংশুমান গাইকোয়াড ও শান্থা রাঙ্গাস্বামী ৷ ভারতীয় দলের কোচ হিসাবে রবি শাস্ত্রীকে এই কমিটিই নিয়োগ করার প্রস্তাব দেয় ৷ এরপর যদিও স্বার্থের সংঘাতে 2019 সালের অক্টোবর মাসে তিন জনই পদত্যাগ করেন ৷ তারপর নতুন তিন জনের নাম ঘোষণা করল BCCI ৷

মদন লাল ভারতের হয়ে 39টি টেস্ট ও 67টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৷ তিনি 1983 সালে বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন ৷ পরে তিনি ভারতীয় দলের কোচের ভূমিকায় কাজ করেছেন ৷ এছাড়া জাতীয় নির্বাচক হিসাবেও কাজ করেছেন তিনি ৷ রুদ্রপ্রতাপ সিং ভারতের হয়ে 14টি টেস্ট, 58টি ওয়ানডে, ও 10টি টি-20 ম্যাচ খেলেছেন ৷ 2007 সালে টি-20 বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি ৷ অন্যদিকে সুলক্ষণা নায়েক ভারতীয় মহিলা দলের হয়ে 2টি টেস্ট, 46টি ওয়ানডে ও 31টি টি-20 ম্যাচ খেলেছেন ৷

New Delhi, Jan 31 (ANI): Bharatiya Janata Party released its election manifesto for upcoming Delhi elections on Jan 31. The document was released in the presence of Union Ministers Nitin Gadkari, Prakash Javadekar, Harsh Vardhan and Delhi BJP chief Manoj Tiwari. Addressing media persons Union Minister of Road Transport and Highways Nitin Gadkari said that main issues in Delhi are air and water pollution. It will be BJP's priority to tackle water and air pollution.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.