ETV Bharat / sports

ক্যারিবিয়ান সফরে নেতৃত্বে কোহলিই , টেস্ট দলে ফিরলেন ঋদ্ধিমান

প্রাথমিকভাবে সংক্ষিপ্ত ফর্ম্যাটে অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রামে পাঠানোর কথা ছিল ৷ কিন্তু, ওয়েস্ট ইন্ডিজ় সফরে তিনটি ফর্ম্যাটেই খেলবেন বলে দেশে ফিরে বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি । তারপরেই বোর্ডের সিদ্ধান্ত, রোহিত নন, কোহলির নেতৃত্বেই ক্যারিবিয়ান সফরে যাবে দল ৷

ক্যারিবিয়ান সফরে নেতৃত্বে কোহলিই , টেস্টে ফিরলেন ঋদ্ধিমান
author img

By

Published : Jul 21, 2019, 4:43 PM IST

Updated : Jul 21, 2019, 8:04 PM IST

মুম্বই, 21 জুলাই : ক্যারিবিয়ান সফরের জন্য ঘোষণা করা হল ভারতীয় দল । এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তিনটি ফর্ম্যাটের জন্যই দল ঘোষণা করল আজ । রোহিত নন, কোহলির নেতৃত্বেই ক্যারিবিয়ান সফরে পাঠানো হচ্ছে দল ৷

3 অগাস্ট থেকে ফ্লোরিডায় শুরু হবে T-20 সিরিজ় । প্রাথমিকভাবে সংক্ষিপ্ত ফর্ম্যাটে অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রামে পাঠানোর কথা ছিল ৷ কিন্তু, ওয়েস্ট ইন্ডিজ় সফরে তিনটি ফর্ম্যাটেই খেলবেন বলে দেশে ফিরে বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি । তবে সীমিত ওভারের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে । অবশ্য টেস্ট সিরিজ়ে মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবের পাশে দেখা যাবে তাঁকে । বুমরার অনুপস্থিতিতে সীমিত ওভারের জন্য দলে ডাক পেয়েছেন নভদীপ সাইনি ও খলিল আহমেদ । ওয়ান ডে ও T-20-তে বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকেও ।

এদিকে টেস্ট দলে ফিরেছেন রোহিত শর্মা । ওয়ান ডে এবং T-20-তে দলের সহ-অধিনায়ক রোহিত হলেও টেস্টে সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন অজিঙ্কা রাহানেই ৷ পাশাাপশি, চোটের জন্য দলের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা টেস্ট দলে ফিরছেন। পাশাপাশি, উইকেটরক্ষক হিসেবে তিনটি ফর্ম্যাটেই দলের সঙ্গে যাচ্ছেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে পাওয়া চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজ় সফরে ওয়ান ডে ও T-20 সিরিজ়ে দেখা যাবে শিখর ধাওয়ানকে ।

  • টেস্ট সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা ও উমেশ যাদব
  • ওয়ান ডে সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও নভদীপ সাইনি
  • T-20 সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার ও নভদীপ সাইনি

মুম্বই, 21 জুলাই : ক্যারিবিয়ান সফরের জন্য ঘোষণা করা হল ভারতীয় দল । এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তিনটি ফর্ম্যাটের জন্যই দল ঘোষণা করল আজ । রোহিত নন, কোহলির নেতৃত্বেই ক্যারিবিয়ান সফরে পাঠানো হচ্ছে দল ৷

3 অগাস্ট থেকে ফ্লোরিডায় শুরু হবে T-20 সিরিজ় । প্রাথমিকভাবে সংক্ষিপ্ত ফর্ম্যাটে অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রামে পাঠানোর কথা ছিল ৷ কিন্তু, ওয়েস্ট ইন্ডিজ় সফরে তিনটি ফর্ম্যাটেই খেলবেন বলে দেশে ফিরে বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি । তবে সীমিত ওভারের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে । অবশ্য টেস্ট সিরিজ়ে মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবের পাশে দেখা যাবে তাঁকে । বুমরার অনুপস্থিতিতে সীমিত ওভারের জন্য দলে ডাক পেয়েছেন নভদীপ সাইনি ও খলিল আহমেদ । ওয়ান ডে ও T-20-তে বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকেও ।

এদিকে টেস্ট দলে ফিরেছেন রোহিত শর্মা । ওয়ান ডে এবং T-20-তে দলের সহ-অধিনায়ক রোহিত হলেও টেস্টে সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন অজিঙ্কা রাহানেই ৷ পাশাাপশি, চোটের জন্য দলের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা টেস্ট দলে ফিরছেন। পাশাপাশি, উইকেটরক্ষক হিসেবে তিনটি ফর্ম্যাটেই দলের সঙ্গে যাচ্ছেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে পাওয়া চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজ় সফরে ওয়ান ডে ও T-20 সিরিজ়ে দেখা যাবে শিখর ধাওয়ানকে ।

  • টেস্ট সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা ও উমেশ যাদব
  • ওয়ান ডে সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও নভদীপ সাইনি
  • T-20 সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার ও নভদীপ সাইনি
Mumbai, July 21 (ANI): The squad for India's tour of West Indies announced on Sunday. While addressing the press conference, BCCI chief selector MSK Prasad said, "We have three T-20 and 3 ODI and couple of test matches." India will start their West Indies tour from August 03 and will play three T20s, as many ODIs and two Test matches. This will be India's first assignment post ICC World Cup. In the recently concluded World Cup, India was defeated by New Zealand in the semi-final by 18 runs.
Last Updated : Jul 21, 2019, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.