ETV Bharat / sports

আইপিএল হবে 10 দলের, বোর্ডের বার্ষিক সভায় সিদ্ধান্ত - Two new IPL teams from 2022

বোর্ডের এক সদস্য বলেন, সচিব ও কোষাধ্যক্ষ সরকারের সঙ্গে কথা বলে নির্দিষ্ট রাস্তা বের করবে বলে ঠিক হয়েছে ৷ কারণ আইসিসি-র এই দুই ইভেন্টের জন্য ট্যাক্সে ছাড় দিতে হবে কেন্দ্রীয় সরকারকে ৷

বোর্ডের বার্ষিক সভা
বোর্ডের বার্ষিক সভা
author img

By

Published : Dec 24, 2020, 6:31 PM IST

দিল্লি, 24 ডিসেম্বর : আট দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হতে চলেছে দশ দলের ৷ বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের 89 তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ আহমেদাবাদের এই সভায় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট পদে এলেন রাজীব শুক্লা ৷

এছাড়া ট্যাক্সের বিষয়টি নিয়েও কথা হয়েছে এজিএমে ৷ কারণ 2021 সালের টি-20 বিশ্বকাপ ও 2023 সালে 50 ওভারের বিশ্বকাপের আয়োজনের কথা ভারতের ৷ মিটিংয়ে যোগ দেওয়া বোর্ডের এক সদস্য বলেন, সচিব ও কোষাধ্যক্ষ সরকারের সঙ্গে কথা বলে নির্দিষ্ট রাস্তা বের করবে বলে ঠিক হয়েছে ৷ কারণ আইসিসি-র এই দুই ইভেন্টের জন্য ট্যাক্সে ছাড় দিতে হবে কেন্দ্রীয় সরকারকে ৷

নামপ্রকাশে অনিচ্ছুক ওই সদস্য বলেন, ‘‘আমরা 2021 সালের টি-20 বিশ্বকাপ ও 2023 সালের 50 ওভার বিশ্বকাপ আয়োজন করতে চলেছি ৷ ট্যাক্সে ছাড় দেওয়ার বিষয়ে আমাদের সরকারের সঙ্গে কথা বলতে হবে ৷ সেই জন্য আমরা ঠিক করেছি সচিব জয় শাহ ও কোষাধ্যক্ষ অরুণ ধুমাল সরকারের সঙ্গে আলোচনা করবে ৷ যদি সরকার রাজি না হয়, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব ৷ এছাড়া 2016 সালের বিষয়টিও ঝুলে আছে ৷ তাই আমাদের দ্রুত সমাধান করতে হবে ৷’’

ঘরোয়া ক্রিকেটারদের কথা ওঠায় ওই বোর্ড সদস্য বলেন, ‘‘হ্যাঁ, ঘরোয়া খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পারিশ্রমিক প্যাকেজ কে কী পায় তা দেখার জন্য কাজ করা হবে । তবে কোনও সন্দেহ নেই কোরোনা প্যানডেমিকের কারণে ক্রিকেটাররা কোনওভাবে ক্ষতিগ্রস্ত হবে না ৷ এবং এটা নিশ্চিত ৷’’

আরও পড়ুন :- 14 তম আইপিএলে নতুন দু’টি ফ্রাঞ্চাইজ়ি, 24 ডিসেম্বর বোর্ডের 89 তম এজিএমে সিদ্ধান্ত


এছাড়া ওই সদস্যকে বোর্ডের স্বার্থের সংঘাতের বিষয়ে জিজ্ঞাসা করা হয় ৷ তবে সেই বিষয়ে বোর্ডের মার্কেটিং কমিটি নজর রাখবে বলে জানান তিনি ৷ বলেন, ‘‘স্বার্থের সংঘাতের বিষয়ে আলোচনার সময় ঠিক হয়েছে । একটি মার্কেটিং কমিটি তৈরি করা হয়েছে এবং তারাই বিষয়টি দেখবে, যাতে কোনও স্বার্থের সংঘাতের বিষয় সামনে আসে ৷’’

দিল্লি, 24 ডিসেম্বর : আট দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হতে চলেছে দশ দলের ৷ বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের 89 তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ আহমেদাবাদের এই সভায় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট পদে এলেন রাজীব শুক্লা ৷

এছাড়া ট্যাক্সের বিষয়টি নিয়েও কথা হয়েছে এজিএমে ৷ কারণ 2021 সালের টি-20 বিশ্বকাপ ও 2023 সালে 50 ওভারের বিশ্বকাপের আয়োজনের কথা ভারতের ৷ মিটিংয়ে যোগ দেওয়া বোর্ডের এক সদস্য বলেন, সচিব ও কোষাধ্যক্ষ সরকারের সঙ্গে কথা বলে নির্দিষ্ট রাস্তা বের করবে বলে ঠিক হয়েছে ৷ কারণ আইসিসি-র এই দুই ইভেন্টের জন্য ট্যাক্সে ছাড় দিতে হবে কেন্দ্রীয় সরকারকে ৷

নামপ্রকাশে অনিচ্ছুক ওই সদস্য বলেন, ‘‘আমরা 2021 সালের টি-20 বিশ্বকাপ ও 2023 সালের 50 ওভার বিশ্বকাপ আয়োজন করতে চলেছি ৷ ট্যাক্সে ছাড় দেওয়ার বিষয়ে আমাদের সরকারের সঙ্গে কথা বলতে হবে ৷ সেই জন্য আমরা ঠিক করেছি সচিব জয় শাহ ও কোষাধ্যক্ষ অরুণ ধুমাল সরকারের সঙ্গে আলোচনা করবে ৷ যদি সরকার রাজি না হয়, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব ৷ এছাড়া 2016 সালের বিষয়টিও ঝুলে আছে ৷ তাই আমাদের দ্রুত সমাধান করতে হবে ৷’’

ঘরোয়া ক্রিকেটারদের কথা ওঠায় ওই বোর্ড সদস্য বলেন, ‘‘হ্যাঁ, ঘরোয়া খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পারিশ্রমিক প্যাকেজ কে কী পায় তা দেখার জন্য কাজ করা হবে । তবে কোনও সন্দেহ নেই কোরোনা প্যানডেমিকের কারণে ক্রিকেটাররা কোনওভাবে ক্ষতিগ্রস্ত হবে না ৷ এবং এটা নিশ্চিত ৷’’

আরও পড়ুন :- 14 তম আইপিএলে নতুন দু’টি ফ্রাঞ্চাইজ়ি, 24 ডিসেম্বর বোর্ডের 89 তম এজিএমে সিদ্ধান্ত


এছাড়া ওই সদস্যকে বোর্ডের স্বার্থের সংঘাতের বিষয়ে জিজ্ঞাসা করা হয় ৷ তবে সেই বিষয়ে বোর্ডের মার্কেটিং কমিটি নজর রাখবে বলে জানান তিনি ৷ বলেন, ‘‘স্বার্থের সংঘাতের বিষয়ে আলোচনার সময় ঠিক হয়েছে । একটি মার্কেটিং কমিটি তৈরি করা হয়েছে এবং তারাই বিষয়টি দেখবে, যাতে কোনও স্বার্থের সংঘাতের বিষয় সামনে আসে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.