ঢাকা, 8 নভেম্বর : ফের ক্রিকেটে কোরোনার প্রকোপ ৷ এবার কোরোনায় আক্রান্ত হলেন বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াধ ৷ চলতি সপ্তাহের শেষদিকে সতীর্থ তামিম ইকবালের সঙ্গে পাকিস্তান যাওয়ার কথা ছিল মাহমুদুল্লাহের ৷ কিন্তু তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷
পাকিস্তান সুপার লিগে "মুলতান সুলতান" টিমের হয়ে খেলার জন্য পাকিস্তান যাওয়ার কথা ছিল মাহমুদুল্লাহের ৷ নিয়ম অনুযায়ী তার আগে কোরোনা পরীক্ষা করা হয় ৷ 6 নভেম্বর সেই রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপর আরও একবার টেস্ট করা হয় তাঁর ৷ মাহমুদুল্লাহের দ্বিতীয় কোরোনা পরীক্ষার রিপোর্টও পজ়িটিভ এসেছে ৷ বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি ৷ তবে এই রিপোর্টে বেশ অবাক হয়েছেন বাংলাদেশের কুড়ি-বিশের অধিনায়ক ৷ তিনি বলেছেন, "কোরোনা টেস্টের রেজাল্ট পজ়িটিভ আসায় আমি খুব অবাক হয়েছিলাম ৷ একটু ঠান্ডা লেগেছে কিন্তু আমার জ্বর বা অন্য কোনও উপসর্গ নেই ৷ আমার দ্বিতীয় রিপোর্টও পজ়িটিভ ৷" পাশাপাশি PSL-এ খেলার সুযোগ মিস হওয়াতে হতাশ তিনি ৷
পাকিস্তান সুপার লিগের প্রথম প্লে অফ ম্যাচে মুখোমুখি হচ্ছে মুলতান সুলতান ও করাচি কিংস ৷ প্লে অফের জন্য ইংলিশ অলরাউন্ডার মইন আলির পরিবর্তে মাহমুদুল্লাহ রিয়াধকে দলে নেয় মুলতান সুলতান ৷ কিন্তু তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসায় জোর ধাক্কা খেল ফ্র্যাঞ্চাইজ়িটি ৷ এদিকে সুযোগ পেয়েও PSL-এ খেলতে পারবেন না ভেবে আফসোস হচ্ছে মাহমুদুল্লাহের ৷
কোরোনার কারণে চলতি বছরের মার্চে মাঝপথেই বন্ধ হয়ে যায় পাকিস্তান সুপার লিগ ৷ যদিও ততদিনে গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেছিল ৷ ঠিক হয় বছরের শেষদিকে প্লে অফের খেলা হবে ৷ সেই অনুযায়ী 15 নভেম্বর থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের প্লে অফ ৷