ETV Bharat / sports

মুস্তাক আলি টুর্নামেন্টের প্রস্তুতি দেখতে ইডেনে আজ়হারউদ্দিন - সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট দিয়ে ফিরছে ঘরোয়া ক্রিকেট

ইডেন আজ়হারের অন্যতম প্রিয় মাঠ । আন্তর্জাতিক সেঞ্চুরির মধ্যে সবচেয়ে বেশি তিনি এখানেই করেছেন । কোরোনা পরিস্থিতি সত্ত্বেও নিজের প্রিয় মাঠে আসতে পেরে খুশি । তবে পরিস্থিতি কঠিন সত্ত্বেও ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে 22 গজে বল গড়ানোর ব্যবস্থা করেছে, তার সমর্থক আজ়হার ।

ইডেনে আজ়হারউদ্দিন
ইডেনে আজ়হারউদ্দিন
author img

By

Published : Dec 20, 2020, 8:43 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন খতিয়ে দেখতে আজ দুপুরে ইডেন ঘুরে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজ়হারউদ্দিন । বর্তমানে তিনি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট । সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে আসন্ন টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে যাবতীয় খবর নেন । বিশেষ করে বায়ো বাবলের ব্যবস্থাপনার খবর নেন তিনি ।

ইডেন আজ়হারের অন্যতম প্রিয় মাঠ । আন্তর্জাতিক সেঞ্চুরির মধ্যে সবচেয়ে বেশি তিনি এখানেই করেছেন । কোরোনা পরিস্থিতি সত্ত্বেও নিজের প্রিয় মাঠে আসতে পেরে খুশি । তবে পরিস্থিতি কঠিন সত্ত্বেও ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে 22 গজে বল গড়ানোর ব্যবস্থা করেছে, তার সমর্থক আজ়হার । একইভাবে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়েরও প্রশংসা করেছেন তিনি ।

নতুন বছরের শুরুতেই নতুন মরশুমে ঘরোয়া ক্রিকেটে বল গড়ানোর কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । সচিব জয় শাহ বোর্ড অনুমোদিত রাজ্য সংস্থাগুলোকে নতুন মরশুমে ক্রিকেট শুরুর কথা জানিয়ে দিয়েছেন । মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্ট হতে চলেছে মরশুমের প্রথম ক্রিকেট প্রতিযোগিতা । 10 জানুয়ারি থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে । এলিট গ্রুপকে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে । এছাড়াও রয়েছে প্লেট গ্রুপে থাকা দল ।

একটি শহরে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয় । তাই বেঙ্গালুরু, কলকাতা, ভদোদরা, ইন্দোর, মুম্বইয়ে খেলা হবে । প্লেট গ্রুপের খেলা হবে চেন্নাইতে । গত কয়েক বছরের তুলনায় এবছর গ্রুপ সংখ্যা বাড়ানো হয়েছে । আগে প্রিকোয়ার্টার ফাইনাল থেকে মূলপর্ব শুরু হত । কিন্তু নতুন পরিস্থিতিতে এলিট গ্রুপকে পাঁচটি গ্রুপে ভাগ করা ছাড়াও প্লেট গ্রুপ করা হয়েছে । প্রতিটি গ্রুপে ছয়টি করে দল রাখা হয়েছে । প্লেট গ্রুপে রয়েছে আটটি দল । নতুন নিয়মে মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার আভাস রয়েছে ।

আরও পড়ুন :- সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট দিয়ে ফিরছে ঘরোয়া ক্রিকেট

কলকাতায় বাংলা দল খেলবে । অভিমন্যু ঈশ্বরনদের বাকি পাঁচ প্রতিপক্ষ ওড়িশা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অসম, হায়দরাবাদ । খেলাগুলো হবে ইডেন এবং যাদবপুর ইউনিভার্সিটি মাঠে । অংশগ্রহণকারী দলগুলোকে জানুয়ারি মাসের 2 তারিখের মধ্যে সংশ্লিষ্ট শহরে পৌঁছাতে বলা হয়েছে । তারপর কোভিড টেস্ট এবং সেই রাজ্যের কোভিড বিধিনিষেধ মেনে মাঠে নামার কথা বলা হয়েছে ।

মরশুম শুরু হওয়ার ইঙ্গিত মিলতেই বাংলা দল ইডেনে প্রস্তুতি শুরু করে দিয়েছে । এবার হায়দরাবাদ কলকাতায় আসার প্রস্তুতি শুরু করল । যার ব্যবস্থা দেখতে রবিবাসরীয় কলকাতায় আজ়হারউদ্দিন ।

কলকাতা, 20 ডিসেম্বর : মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন খতিয়ে দেখতে আজ দুপুরে ইডেন ঘুরে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজ়হারউদ্দিন । বর্তমানে তিনি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট । সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে আসন্ন টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে যাবতীয় খবর নেন । বিশেষ করে বায়ো বাবলের ব্যবস্থাপনার খবর নেন তিনি ।

ইডেন আজ়হারের অন্যতম প্রিয় মাঠ । আন্তর্জাতিক সেঞ্চুরির মধ্যে সবচেয়ে বেশি তিনি এখানেই করেছেন । কোরোনা পরিস্থিতি সত্ত্বেও নিজের প্রিয় মাঠে আসতে পেরে খুশি । তবে পরিস্থিতি কঠিন সত্ত্বেও ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে 22 গজে বল গড়ানোর ব্যবস্থা করেছে, তার সমর্থক আজ়হার । একইভাবে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়েরও প্রশংসা করেছেন তিনি ।

নতুন বছরের শুরুতেই নতুন মরশুমে ঘরোয়া ক্রিকেটে বল গড়ানোর কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । সচিব জয় শাহ বোর্ড অনুমোদিত রাজ্য সংস্থাগুলোকে নতুন মরশুমে ক্রিকেট শুরুর কথা জানিয়ে দিয়েছেন । মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্ট হতে চলেছে মরশুমের প্রথম ক্রিকেট প্রতিযোগিতা । 10 জানুয়ারি থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে । এলিট গ্রুপকে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে । এছাড়াও রয়েছে প্লেট গ্রুপে থাকা দল ।

একটি শহরে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয় । তাই বেঙ্গালুরু, কলকাতা, ভদোদরা, ইন্দোর, মুম্বইয়ে খেলা হবে । প্লেট গ্রুপের খেলা হবে চেন্নাইতে । গত কয়েক বছরের তুলনায় এবছর গ্রুপ সংখ্যা বাড়ানো হয়েছে । আগে প্রিকোয়ার্টার ফাইনাল থেকে মূলপর্ব শুরু হত । কিন্তু নতুন পরিস্থিতিতে এলিট গ্রুপকে পাঁচটি গ্রুপে ভাগ করা ছাড়াও প্লেট গ্রুপ করা হয়েছে । প্রতিটি গ্রুপে ছয়টি করে দল রাখা হয়েছে । প্লেট গ্রুপে রয়েছে আটটি দল । নতুন নিয়মে মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার আভাস রয়েছে ।

আরও পড়ুন :- সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট দিয়ে ফিরছে ঘরোয়া ক্রিকেট

কলকাতায় বাংলা দল খেলবে । অভিমন্যু ঈশ্বরনদের বাকি পাঁচ প্রতিপক্ষ ওড়িশা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অসম, হায়দরাবাদ । খেলাগুলো হবে ইডেন এবং যাদবপুর ইউনিভার্সিটি মাঠে । অংশগ্রহণকারী দলগুলোকে জানুয়ারি মাসের 2 তারিখের মধ্যে সংশ্লিষ্ট শহরে পৌঁছাতে বলা হয়েছে । তারপর কোভিড টেস্ট এবং সেই রাজ্যের কোভিড বিধিনিষেধ মেনে মাঠে নামার কথা বলা হয়েছে ।

মরশুম শুরু হওয়ার ইঙ্গিত মিলতেই বাংলা দল ইডেনে প্রস্তুতি শুরু করে দিয়েছে । এবার হায়দরাবাদ কলকাতায় আসার প্রস্তুতি শুরু করল । যার ব্যবস্থা দেখতে রবিবাসরীয় কলকাতায় আজ়হারউদ্দিন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.