দিল্লি, 26 অক্টোবর : কোরোনা সংক্রমণ পরবর্তী সময়ে ক্রিকেট ফিরেছে মাঠে ৷ চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ তবে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হচ্ছে ৷ কিন্তু, এবার হয়ত মাঠে দর্শক প্রবেশ করতে পারবে ৷ ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে বক্সিং ডে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দর্শক প্রবেশ করার অনুমতি দেওয়ার কথা চিন্তাভাবনা করছে প্রশাসন ৷
অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন ৷ কোরোনা সংক্রমণের জেরে সেখানে একমাস লকডাউন ছিল ৷ কিন্তু দৈনিক নতুন করে কোনও সংক্রমণ ও মৃত্যুর খবর না থাকায় আগামী সপ্তাহে মেলবোর্ন কাপ ঘোড়দৌড়ে দর্শক প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে ৷ আর এই নিয়েই আশাবাদী সমর্থকরা ৷
ভিক্টোরিয়া স্টেট প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু আজ বলেন, ‘‘বক্সিং ডে টেস্ট অন্য সবকিছুর থেকে আলাদা ৷ আমি আশাবাদী ওই টেস্টে MCG-তে দর্শক প্রবেশ করতে পারবে ৷ তবে আমি জানি না কত লোক প্রবেশ করতে পারবে ৷ হয়ত কিছু দর্শককে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে ৷ এবং আমরা এই বিষয়েই কাজ করছি ৷’’
গত বছর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে 80 হাজার দর্শক MCG-তে খেলা দেখেছিল ৷ আগামী মাস থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ় খেলবে ভারত ৷ যদিও একদিনের ম্যাচের দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি ৷