সিডনি, 10 জানুয়ারি : সিডনি টেস্টে চতুর্থ দিনের শেষে কিছুটা ব্যাকফুটে ভারত। চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার 407 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের উইকেট হারিয়েছে অজিঙ্ক রাহানের দল। দিনের শেষে 2 উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ 98 রান । ওপেনার রোহিত শর্মা 52 রান করে আউট হন। অন্যদিকে প্রথম ইনিংসে অর্ধ শতরান করা শুভমান গিল 31 রানে আউট হয়েছেন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (9) এবং অজিঙ্ক রাহানে (4)।
আজ চতুর্থ দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন স্টিভ স্মিথ এবং মার্নস লাবুশেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে 81 রানে অশ্বিনের বলে আউট হন স্মিথ। লাবুশেন করেন 73 রান। এরপর অজি ইনিংসকে টেনে নিয়ে যান অলরাউন্ডার ক্যামরন গ্রিন (74)। 312 রানে 6 উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করেন টিম পেইন। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সাইনি ও অশ্বিন 2টি করে এবং বুমরা ও সিরাজ একটি করে উইকেট নিয়েছেন।
শেষদিনে জেতার জন্য ভারতের প্রয়োজন 309 রান। হাতে 8 উইকেট রয়েছে রাহানেদের। ব্যাটিংয়ের জন্য উইকেট এখনও যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। ফলে অস্ট্রেলিয়ান পেসারদের গতি সামলে এখনও ম্যাচে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে ভারতের।