ETV Bharat / sports

প্রকৃতি আর প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া - টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 5 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠল অস্ট্রেলিয়া ৷ আগামী রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের প্রতিপক্ষ ছয়বারের বিশ্বকাপ জয়ী দল ৷

Australia
অস্ট্রেলিয়া
author img

By

Published : Mar 5, 2020, 6:23 PM IST

সিডনি, ৫ মার্চ : ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত ৷ আগামী রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মহিলা টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ অজ়িরা ৷ এই প্রথমবার টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলবেন দেশের মেয়েরা ৷ অন্যদিকে ক্যাঙারুর দেশের মেয়েরা এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ৷ বৃহস্পিতবার সেমিফাইনালের টানটান উত্তেজনার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 5 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া ৷

বৃহস্পতিবার সিডনির মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল ম্য়াচ খেলতে নেমেছিল আয়োজক দেশ অস্ট্রেলিয়া ৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে 134 রান তোলেন অজ়িরা ৷ এরপরই সিডনির আকাশ ভেঙে নামে বৃষ্টি ৷ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ফাইনালে ওঠার জন্য প্রোটিয়াদের টার্গেট দাঁড়ায় 13 ওভারে 98 রান ৷ বৃষ্টি ভেজা সিডনিতে টার্গেট কমে যাওয়ায় উত্তেজক হয়ে উঠেছিল বিশ্বকাপ সেমিফাইনাল ৷ দ্রুত চারটি উইকেট হারালেও জয়ের জন্য শেষ ওভারে 19 রানের প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার ৷ শেষ ওভারের প্রথম বলে ব্যক্তিগত 34 রানে থাকা লঁরা উলভারডার্টকে ফিরিয়ে দেন কোলে টিরয়ন ৷ শেষ ওভারে দু'টি চারের সাহায্যে 13 রান তুলতে সক্ষম হন দক্ষিণ আফ্রিকার মেয়েরা ৷

বৃষ্টির কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বকাপ ফাইনালে উঠে গেছে ভারত ৷ মনে হচ্ছিল, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্নেও বাধা হয়ে দাঁড়াবে প্রকৃতি ৷ সেমির টানটান ম্যাচে দক্ষিণ আফ্রিকার মেয়েদের 92 রানে আটকে রেখে বাজিমাত করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ রেকর্ড সপ্তমবার টি-20 বিশ্বকাপ জিততে হলে রবিবার ওমেন ইন ব্লু-র মোকাবিলা করতে হবে ৷

সিডনি, ৫ মার্চ : ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত ৷ আগামী রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মহিলা টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ অজ়িরা ৷ এই প্রথমবার টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলবেন দেশের মেয়েরা ৷ অন্যদিকে ক্যাঙারুর দেশের মেয়েরা এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ৷ বৃহস্পিতবার সেমিফাইনালের টানটান উত্তেজনার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 5 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া ৷

বৃহস্পতিবার সিডনির মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল ম্য়াচ খেলতে নেমেছিল আয়োজক দেশ অস্ট্রেলিয়া ৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে 134 রান তোলেন অজ়িরা ৷ এরপরই সিডনির আকাশ ভেঙে নামে বৃষ্টি ৷ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ফাইনালে ওঠার জন্য প্রোটিয়াদের টার্গেট দাঁড়ায় 13 ওভারে 98 রান ৷ বৃষ্টি ভেজা সিডনিতে টার্গেট কমে যাওয়ায় উত্তেজক হয়ে উঠেছিল বিশ্বকাপ সেমিফাইনাল ৷ দ্রুত চারটি উইকেট হারালেও জয়ের জন্য শেষ ওভারে 19 রানের প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার ৷ শেষ ওভারের প্রথম বলে ব্যক্তিগত 34 রানে থাকা লঁরা উলভারডার্টকে ফিরিয়ে দেন কোলে টিরয়ন ৷ শেষ ওভারে দু'টি চারের সাহায্যে 13 রান তুলতে সক্ষম হন দক্ষিণ আফ্রিকার মেয়েরা ৷

বৃষ্টির কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বকাপ ফাইনালে উঠে গেছে ভারত ৷ মনে হচ্ছিল, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্নেও বাধা হয়ে দাঁড়াবে প্রকৃতি ৷ সেমির টানটান ম্যাচে দক্ষিণ আফ্রিকার মেয়েদের 92 রানে আটকে রেখে বাজিমাত করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ রেকর্ড সপ্তমবার টি-20 বিশ্বকাপ জিততে হলে রবিবার ওমেন ইন ব্লু-র মোকাবিলা করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.