ETV Bharat / sports

স্মিথের জোড়া সেঞ্চুরি, বার্মিংহাম টেস্ট জিতল অস্ট্রেলিয়া - Patt Cummins

দুই ইনিংসে শতরান করে প্রত্যাবর্তন রাঙিয়ে রাখলেন স্টিভ স্মিথ ৷ অ্যাশেজ়ের প্রথম টেস্টে ইংল্যান্ডকে 251 রানে গুঁড়িয়ে দিল অজ়িরা ৷ লায়ন নিলেন 6 উইকেট ৷

অস্ট্রেলিয়া
author img

By

Published : Aug 5, 2019, 11:44 PM IST

বার্মিংহাম, 5 অগাস্ট : অ্যাশেজ় সিরিজ়ের প্রথম টেস্টে ইংল্যান্ডকে 251 রানে হারিয়ে দিল অষ্ট্রেলিয়া ৷ প্রত্যাবর্তনের ম্যাচে দুই ইনিংসে শতরান করে নায়ক স্টিভ স্মিথ ৷ 5 ম্যাচের সিরিজ়ে 1-0 তে এগিয়ে গেল ক্যাঙারু বাহিনী ৷ শেষ দিনে একা হাতে ইংল্যান্ডের দর্পচূর্ণ করলেন নাথান লায়ন ৷ 49 রান দিয়ে 6 উইকেট নেন লায়ন ৷ 28 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন প্যাট কামিন্স ৷

প্রথম ইনিংসে 90 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্যাগি গ্রিন শিবির ৷ স্টিভ স্মিথের 142 ও ম্যাথু ওয়েডের 110 রানের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে 7 উইকেট হারিয়ে 487 রানে শেষ করে অজ়িরা ৷ ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় 398 রান ৷ হাতে একটা গোটা দিন ৷

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেও বোঝা যায়নি তাঁদের জন্য লায়ন ঝড় অপেক্ষা করছে ৷ চতুর্থ দিনের শেষে উইকেট না খুইয়ে 13 রান তোলে থ্রি লায়নসরা ৷ পঞ্চম দিনের শুরু থেকেই লায়নের 'গর্জন' শুরু হয় ৷ একদিকে লয়ান আরেক দিকে কামিন্স ৷ একদিকে বিষাক্ত স্পিন আরেক দিকে আগুনে পেস ৷

নিয়মিত ব্যবধানে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সাজঘরে পাঠাতে থাকে লায়ন-কামিন্স জুটি ৷ 85 রানে 4 উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ইংল্যান্ড ৷ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই তিন উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড ৷ সেই সময়ই ম্যাচের ভাগ্য চলে যায় অজ়িদের দখলে৷ শেষ পর্যন্ত 146 রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস ৷ 251 রানে বার্মিংহ্যাম টেস্ট জিতে ক্যাঙারু শিবির ৷ জোড়া সেঞ্চুরি করে ম্যাচের সেরা স্মিথ ৷

বার্মিংহাম, 5 অগাস্ট : অ্যাশেজ় সিরিজ়ের প্রথম টেস্টে ইংল্যান্ডকে 251 রানে হারিয়ে দিল অষ্ট্রেলিয়া ৷ প্রত্যাবর্তনের ম্যাচে দুই ইনিংসে শতরান করে নায়ক স্টিভ স্মিথ ৷ 5 ম্যাচের সিরিজ়ে 1-0 তে এগিয়ে গেল ক্যাঙারু বাহিনী ৷ শেষ দিনে একা হাতে ইংল্যান্ডের দর্পচূর্ণ করলেন নাথান লায়ন ৷ 49 রান দিয়ে 6 উইকেট নেন লায়ন ৷ 28 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন প্যাট কামিন্স ৷

প্রথম ইনিংসে 90 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্যাগি গ্রিন শিবির ৷ স্টিভ স্মিথের 142 ও ম্যাথু ওয়েডের 110 রানের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে 7 উইকেট হারিয়ে 487 রানে শেষ করে অজ়িরা ৷ ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় 398 রান ৷ হাতে একটা গোটা দিন ৷

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেও বোঝা যায়নি তাঁদের জন্য লায়ন ঝড় অপেক্ষা করছে ৷ চতুর্থ দিনের শেষে উইকেট না খুইয়ে 13 রান তোলে থ্রি লায়নসরা ৷ পঞ্চম দিনের শুরু থেকেই লায়নের 'গর্জন' শুরু হয় ৷ একদিকে লয়ান আরেক দিকে কামিন্স ৷ একদিকে বিষাক্ত স্পিন আরেক দিকে আগুনে পেস ৷

নিয়মিত ব্যবধানে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সাজঘরে পাঠাতে থাকে লায়ন-কামিন্স জুটি ৷ 85 রানে 4 উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ইংল্যান্ড ৷ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই তিন উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড ৷ সেই সময়ই ম্যাচের ভাগ্য চলে যায় অজ়িদের দখলে৷ শেষ পর্যন্ত 146 রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস ৷ 251 রানে বার্মিংহ্যাম টেস্ট জিতে ক্যাঙারু শিবির ৷ জোড়া সেঞ্চুরি করে ম্যাচের সেরা স্মিথ ৷

New Delhi, Aug 05 (ANI): In a major announcement made on Jammu and Kashmir, Union Home Minister Amit Shah today announced the Indian government's proposal to revoke Article 370 of the Indian Constitution, which provided 'special status' to the state. As per the announcement, now the state has been bifurcated into two Union Territories with Ladakh being a Union Territory without Legislature and remaining part of the state as Union Territory of JandK with Legislature. Kashmiri Pandits celebrated in the national capital after this proposal was moved in the Rajya Sabha. They congratulated the BJP government led by Prime Minister Narendra Modi.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.