ETV Bharat / sports

দুশ্চিন্তা ভারতীয় শিবিরে, চোট পেয়ে মাঠ ছাড়লেন উমেশ

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের অস্টম ওভারে চোট পান উমেশ ।

Umesh
Umesh
author img

By

Published : Dec 28, 2020, 1:52 PM IST

মেলবোর্ন, 28 ডিসেম্বর : অ্যাডিলেড টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি । এদিকে চোটের কারণে বর্ডার-গাভাসকর ট্রফিতে নেই ইশান্ত শর্মা । এই অবস্থায় ফের চোটের কবলে ভারতীয় শিবির । আজ বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে চোট পেয়ে মাঠ ছাড়লেন পেসার উমেশ যাদব । অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করার সময় পায়ে চোট পান তিনি ।

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে ছন্দে ছিলেন উমেশ । দ্বিতীয় ইনিংসে জো বার্নসের উইকেটও নেন তিনি । তাল কাটে নিজের চতুর্থ ওভারের তৃতীয় বলে । বল ডেলিভারির সময় পায়ে অস্বস্তি অনুভব করেন তিনি । মাঠে দৌড়ে আসেন ফিজ়িও । এরপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি । জানা গিয়েছে, বাম পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন । তাঁর ওভার সম্পূর্ণ করেন মহম্মদ সিরাজ় ।

চোটের কারণে দলে নেই দুই পেসার ইশান্ত শর্মা ও মহম্মদ শামি । এই পরিস্থতিতে উমেশ যাদব ছিটকে গেলে ডনের দেশে সমস্যায় পড়তে পারে দল । 33 বছরের পেসারের চোট নিয়ে এখনও বোর্ডের তরফে কোনও আপডেট পাওয়া যায়নি । উমেশের চোট গুরুতর যেন না হয় সেই প্রার্থনা করছেন সমর্থকরা ।

উমেশ মাঠ ছাড়লেও জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন-এর মতো বোলারদের দাপট বজায় ছিল । দিনের শেষে 6 উইকেট হারিয়ে 133 রান তুলেছে তারা । জাদেজা দু'টি এবং অশ্বিন, বুমরা, সিরাজ় একটি করে উইকেট পেয়েছেন ।

মেলবোর্ন, 28 ডিসেম্বর : অ্যাডিলেড টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি । এদিকে চোটের কারণে বর্ডার-গাভাসকর ট্রফিতে নেই ইশান্ত শর্মা । এই অবস্থায় ফের চোটের কবলে ভারতীয় শিবির । আজ বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে চোট পেয়ে মাঠ ছাড়লেন পেসার উমেশ যাদব । অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করার সময় পায়ে চোট পান তিনি ।

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে ছন্দে ছিলেন উমেশ । দ্বিতীয় ইনিংসে জো বার্নসের উইকেটও নেন তিনি । তাল কাটে নিজের চতুর্থ ওভারের তৃতীয় বলে । বল ডেলিভারির সময় পায়ে অস্বস্তি অনুভব করেন তিনি । মাঠে দৌড়ে আসেন ফিজ়িও । এরপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি । জানা গিয়েছে, বাম পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন । তাঁর ওভার সম্পূর্ণ করেন মহম্মদ সিরাজ় ।

চোটের কারণে দলে নেই দুই পেসার ইশান্ত শর্মা ও মহম্মদ শামি । এই পরিস্থতিতে উমেশ যাদব ছিটকে গেলে ডনের দেশে সমস্যায় পড়তে পারে দল । 33 বছরের পেসারের চোট নিয়ে এখনও বোর্ডের তরফে কোনও আপডেট পাওয়া যায়নি । উমেশের চোট গুরুতর যেন না হয় সেই প্রার্থনা করছেন সমর্থকরা ।

উমেশ মাঠ ছাড়লেও জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন-এর মতো বোলারদের দাপট বজায় ছিল । দিনের শেষে 6 উইকেট হারিয়ে 133 রান তুলেছে তারা । জাদেজা দু'টি এবং অশ্বিন, বুমরা, সিরাজ় একটি করে উইকেট পেয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.