ETV Bharat / sports

ফের প্রমাণিত, ভারতীয় দলের পয়া মাঠ এমসিজি

author img

By

Published : Dec 29, 2020, 6:50 PM IST

অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র আটটি টেস্ট ম্যাচে জয় পেয়েছে ভারত । তার মধ্যে মেলবোর্নে এসেছে চারটি জয় ।

Mcg
Mcg

মেলবোর্ন, 29 ডিসেম্বর : অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের পয়া মাঠ হল এমসিজি । আজ তা ফের একবার প্রমাণিত । এই মাঠেই অজিদের 8 উইকেটে হারিয়ে বক্সিং ডে টেস্ট জিতেছে অজিঙ্ক রাহানের দল । অতীতেও যতবার অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়েছে ভারত তার বেশিরভাগটাই এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ।

অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র আটটি টেস্ট ম্যাচে জয় পেয়েছে ভারত । তার মধ্যে মেলবোর্নে এসেছে চারটি জয় । বাকি চারটির মধ্যে একটি পার্থে (2008), একটি সিডনিতে (1978) এবং অ্যাডিলেডে দুটি টেস্ট জিতেছে (2003 এবং 2018) ।

মেলবোর্নে ভারতের টেস্ট জয়

1978

লেগ স্পিনার ভগবৎ চন্দ্রশেখর দুই ইনিংসে 104 রানের বিনিময়ে 12টি উইকেট নিয়েছিলেন । প্রতি ইনিংসে 6টি করে । এই ঐতিহাসিক মাঠে প্রথমবার 222 রানের জয়ের রেকর্ড করতে সহায়তা করেছিলেন । অধিনায়ক ছিলেন বিষেণ সিং বেদি । ভারত প্রথম ইনিংসে 256 রান তোলে তবে অজিদের 213 রানে আউট করে । সুনীল গাভাসকরের 118 রানের সুবাদে 343 রান তোলে ভারত এবং অজিদের মাত্র 164 রানে আউট করে দেয় ।

1981

কপিল দেবের দ্রুতগতির বোলিংয়ের সুবাদে অস্ট্রেলিয়াকে 59 রানে পরাজিত করেছিল ভারত । অস্ট্রেলিয়া 143 রানের ছোট লক্ষ্যমাত্রা দিলেও এমসিজি উইকেটে সেই রান টুকু যথেষ্ট বড় মনে হচ্ছিল । কারণ ছিল মেলবোর্নের উইকেট । গুণ্ডাপ্পা বিশ্বনাথ 114 রান করেন । ভারত প্রথম ইনিংসে 237 রান করেছিল । অজিরা জবাবে 419 রান তোলেন । ভারত তখন 324 রান করে । 28 রানের বিনিময়ে কপিল দেব 5 উইকেট নিয়ে অজিদের 83 রানে অল আউট করে ।

2018

প্রথমবারের মতো ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন পেস বোলার জসপ্রীত বুমরা । সেবারই 86 রানে 9টি উইকেট তুলে নিয়েছিলেন । তার মধ্যে প্রথম ইনিংসে নিয়েছিলেন 6 উইকেট । সেই টেস্টে অস্ট্রেলিয়াকে 137 রানে পরাজিত করে ভারত ।

মেলবোর্ন, 29 ডিসেম্বর : অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের পয়া মাঠ হল এমসিজি । আজ তা ফের একবার প্রমাণিত । এই মাঠেই অজিদের 8 উইকেটে হারিয়ে বক্সিং ডে টেস্ট জিতেছে অজিঙ্ক রাহানের দল । অতীতেও যতবার অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়েছে ভারত তার বেশিরভাগটাই এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ।

অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র আটটি টেস্ট ম্যাচে জয় পেয়েছে ভারত । তার মধ্যে মেলবোর্নে এসেছে চারটি জয় । বাকি চারটির মধ্যে একটি পার্থে (2008), একটি সিডনিতে (1978) এবং অ্যাডিলেডে দুটি টেস্ট জিতেছে (2003 এবং 2018) ।

মেলবোর্নে ভারতের টেস্ট জয়

1978

লেগ স্পিনার ভগবৎ চন্দ্রশেখর দুই ইনিংসে 104 রানের বিনিময়ে 12টি উইকেট নিয়েছিলেন । প্রতি ইনিংসে 6টি করে । এই ঐতিহাসিক মাঠে প্রথমবার 222 রানের জয়ের রেকর্ড করতে সহায়তা করেছিলেন । অধিনায়ক ছিলেন বিষেণ সিং বেদি । ভারত প্রথম ইনিংসে 256 রান তোলে তবে অজিদের 213 রানে আউট করে । সুনীল গাভাসকরের 118 রানের সুবাদে 343 রান তোলে ভারত এবং অজিদের মাত্র 164 রানে আউট করে দেয় ।

1981

কপিল দেবের দ্রুতগতির বোলিংয়ের সুবাদে অস্ট্রেলিয়াকে 59 রানে পরাজিত করেছিল ভারত । অস্ট্রেলিয়া 143 রানের ছোট লক্ষ্যমাত্রা দিলেও এমসিজি উইকেটে সেই রান টুকু যথেষ্ট বড় মনে হচ্ছিল । কারণ ছিল মেলবোর্নের উইকেট । গুণ্ডাপ্পা বিশ্বনাথ 114 রান করেন । ভারত প্রথম ইনিংসে 237 রান করেছিল । অজিরা জবাবে 419 রান তোলেন । ভারত তখন 324 রান করে । 28 রানের বিনিময়ে কপিল দেব 5 উইকেট নিয়ে অজিদের 83 রানে অল আউট করে ।

2018

প্রথমবারের মতো ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন পেস বোলার জসপ্রীত বুমরা । সেবারই 86 রানে 9টি উইকেট তুলে নিয়েছিলেন । তার মধ্যে প্রথম ইনিংসে নিয়েছিলেন 6 উইকেট । সেই টেস্টে অস্ট্রেলিয়াকে 137 রানে পরাজিত করে ভারত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.