ETV Bharat / sports

COVID-19, এশিয়া কাপে অনিশ্চিয়তার কালো মেঘ

author img

By

Published : Mar 27, 2020, 10:20 PM IST

আগামী সেপ্টম্বরে পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়ার ফ্ল্যাগশিপ এই টুর্নামেন্টের ৷ কিন্তু পাকিস্তানে খেলতে রাজী নয় ভারত ৷ প্রথমে রাজী না হলেও পরে চাপে পড়ে বিকল্প ভেন্যুতে এশিয়া করতে রাজী হয় পাকিস্তান ৷ সেক্ষেত্রে দুবাইয়ের কথা ভাবে আয়োজকরা ৷

image
এশিয়া কাপ

দিল্লি, 27 মার্চ : কোরোনার জেরে এবার অনিশ্চিত হয়ে পড়ল এশিয়া কাপ ৷ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কোরোনা ভাইরাস ৷ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 20 হাজারের বেশি মানুষ ৷ তাই এই মুহূর্তে এশিয়া কাপ নিয়ে বৈঠক বাতিল করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ তাই গভীর অনিশ্চয়তায় এশিয়া কাপ ৷

আগামী সেপ্টম্বরে পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়ার ফ্ল্যাগশিপ এই টুর্নামেন্টের ৷ কিন্তু পাকিস্তানে খেলতে রাজী নয় ভারত ৷ প্রথমে রাজী না হলেও পরে চাপে পড়ে বিকল্প ভেন্যুতে এশিয়া করতে রাজী হয় পাকিস্তান ৷ সেক্ষেত্রে দুবাইয়ের কথা ভাবে আয়োজকরা ৷

অন্য প্রস্তাব দেয় পাকিস্তানও ৷ যেহেতু ভারত বাদে বাকি সমস্ত দেশগুলির পাকিস্তানে খেলতে কোনও অসুবিধা নেই তাই, তাদের ম্যাচগুলি পাকিস্তানে করার কথা বলে PCB ৷ কিন্তু সেক্ষেত্রে দুই দেশে টুর্নামেন্ট আয়োজন করা যথেষ্ট সমস্যা দেখা যেত ৷ তাই এই বিষয়ে সিদ্ধান্তে আসার জন্য বৈঠকের আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বৈঠক বাতিল করতে হয় ৷ যদিও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যেমে বৈঠকে বসতে চাইছে দেশগুলি ৷

অক্টোবরে টি -20 বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল টি-20 ফর্ম্যাটে ৷ কিন্তু এখন সেই এশিয়া কাপের মাথায় অনিশ্চিয়তার কালো মেঘ ৷

দিল্লি, 27 মার্চ : কোরোনার জেরে এবার অনিশ্চিত হয়ে পড়ল এশিয়া কাপ ৷ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কোরোনা ভাইরাস ৷ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 20 হাজারের বেশি মানুষ ৷ তাই এই মুহূর্তে এশিয়া কাপ নিয়ে বৈঠক বাতিল করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ তাই গভীর অনিশ্চয়তায় এশিয়া কাপ ৷

আগামী সেপ্টম্বরে পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়ার ফ্ল্যাগশিপ এই টুর্নামেন্টের ৷ কিন্তু পাকিস্তানে খেলতে রাজী নয় ভারত ৷ প্রথমে রাজী না হলেও পরে চাপে পড়ে বিকল্প ভেন্যুতে এশিয়া করতে রাজী হয় পাকিস্তান ৷ সেক্ষেত্রে দুবাইয়ের কথা ভাবে আয়োজকরা ৷

অন্য প্রস্তাব দেয় পাকিস্তানও ৷ যেহেতু ভারত বাদে বাকি সমস্ত দেশগুলির পাকিস্তানে খেলতে কোনও অসুবিধা নেই তাই, তাদের ম্যাচগুলি পাকিস্তানে করার কথা বলে PCB ৷ কিন্তু সেক্ষেত্রে দুই দেশে টুর্নামেন্ট আয়োজন করা যথেষ্ট সমস্যা দেখা যেত ৷ তাই এই বিষয়ে সিদ্ধান্তে আসার জন্য বৈঠকের আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বৈঠক বাতিল করতে হয় ৷ যদিও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যেমে বৈঠকে বসতে চাইছে দেশগুলি ৷

অক্টোবরে টি -20 বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল টি-20 ফর্ম্যাটে ৷ কিন্তু এখন সেই এশিয়া কাপের মাথায় অনিশ্চিয়তার কালো মেঘ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.