দিল্লি, 2 মে: কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটের সংখ্যা বাড়বে বলে আশা ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের । যদিও এইমুহূর্তে কোনওভাবেই যে ক্রিকেট শুরু সম্ভব নয় তাও স্পষ্ট করেছেন তামিলনাড়ুর এই অফস্পিনার । শনিবার একটি স্পোর্টস ওয়েবসাইটে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের সঙ্গে ভিডিয়ো কাস্টে বর্তমান ক্রিকেট পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানিয়েছেন অশ্বিন ।
ভারতের দ্রুততম সাড়ে তিনশোর উইকেটের মালিক বলেছেন, "আমার আশা এই প্যানমেডিকের ফলে এমন কিছু হবে না যাতে আন্তর্জাতিক ক্রিকেটের সংখ্যা কমে যায় । আন্তর্জাতিক সীমান্তগুলি বন্ধ থাকলেও এই পরিস্থিতির পর বেশি সংখ্যায় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হবে । তবে ক্রিকেট শুরু হতে এখনও বেশ দেরি । যেখানে গোটা বিশ্বের স্বাস্থ্য জড়িয়ে রয়েছে, সেখানে যতটা ভাবা হচ্ছে ক্রিকেট শুরু হতে তার থেকেও বেশি সময় লাগবে ।"
টেস্ট ক্রিকেটকে পাঁচদিনের পরিবর্তে চারদিনে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে ICC-র । যদিও এই পরিকল্পনায় বিন্দুমাত্র সায় নেই দেশের এই অভিজ্ঞ অফস্পিনারের । তাঁর কথায়, "চারদিনের ক্রিকেট আমাকে মোটেও প্রলুব্ধ করে না । আমি একজন স্পিনার । পাঁচদিনের মধ্যে একদিন বাদ দিলে সেটা টেস্ট ক্রিকেটের জন্য স্বাস্থ্যকর হবে বলে মনে হয় না ।"