ETV Bharat / sports

অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে চান কোচ অরুণলাল - বাংলা দলের প্রস্তুতি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে বিজয় হাজারে ট্রফির প্রস্তুতি শুরু করেছে বাংলা দল । টিম এ এবং বি এই দুই দলে ভাগ করে প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়েছিল ।

bengal practice
bengal practice
author img

By

Published : Feb 7, 2021, 5:18 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি : মুস্তাক আলি ট্রফির ব্যর্থতা শুধরে সামনে তাকাতে চাইছে বাংলা দল । নতুন মরশুমে রঞ্জি ট্রফি হবে না । বিজয় হাজারে ট্রফি আয়োজন করে মরশুমের বল গড়ানো জারি রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড ।

বিজয় হাজারে ট্রফির প্রস্তুতি শুরু করেছে বাংলা দল । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে কোচ অরুণলাল দল নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন । অনুষ্টুপদের হেডস্যারের কথায়, "মুস্তাক আলির ব্যর্থতা নিয়ে আমরা বসে থাকতে পারি না । আগে কী হয়েছিল তা নিয়ে হতাশ বা আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই । ক্রিকেটের মতো খেলায় থেমে থাকার কোনও জায়গা নেই । বরং অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে তাকানোই দস্তুর । তাই আমরাও মুস্তাক আলির ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাড়াতে চাইছি ।" ইতিমধ্যেই কড়া অনুশীলনে দলকে তৈরি করতে চাইছেন তিনি । গত বছর রঞ্জি ট্রফিতে রানার্স হয়েছিল বাংলা । ফলে প্রত্যাশার পারদ চড়ছে । অরুণলাল পরিস্থিতি জানেন । প্রত্যাশার চাপ সম্বন্ধে ধারণা রয়েছে তাঁর । তাই অনুশীলন ম্যাচের আয়োজন করে দলকে গড়ে তুলতে চাইছেন তিনি ।

টিম এ এবং বি এই দুই দলে ভাগ করে প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়েছিল । প্রথমে ব্যাট করে, বিবেক সিংয়ের 123, সুদীপ চ্যাটার্জীর 93, অর্ণব নন্দীর অপরাজিত 59 রানের দৌলতে 7উইকেটের বিনিময়ে 329 রান তোলে টিম বি । জবাবে অনুষ্টুপ মজুমদারের 101, শাহবাজ আহমেদের 98 এবং কৌশিক ঘোষের 46 রানের উপর ভর দিয়ে টিম এ পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় ।

আরও পড়ুন : কোটিপতি লিগের নিলামে এবার সচিনপুত্র অর্জুন

অরুণলাল বলেন, "দলের প্রস্তুতি সঠিক পথেই চলছে । ছেলেরা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছে । তাই যেভাবে চলছে, তাতে ভালো কিছুর আশা করা যেতে পারে ।"

কলকাতা, 7 ফেব্রুয়ারি : মুস্তাক আলি ট্রফির ব্যর্থতা শুধরে সামনে তাকাতে চাইছে বাংলা দল । নতুন মরশুমে রঞ্জি ট্রফি হবে না । বিজয় হাজারে ট্রফি আয়োজন করে মরশুমের বল গড়ানো জারি রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড ।

বিজয় হাজারে ট্রফির প্রস্তুতি শুরু করেছে বাংলা দল । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে কোচ অরুণলাল দল নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন । অনুষ্টুপদের হেডস্যারের কথায়, "মুস্তাক আলির ব্যর্থতা নিয়ে আমরা বসে থাকতে পারি না । আগে কী হয়েছিল তা নিয়ে হতাশ বা আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই । ক্রিকেটের মতো খেলায় থেমে থাকার কোনও জায়গা নেই । বরং অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে তাকানোই দস্তুর । তাই আমরাও মুস্তাক আলির ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাড়াতে চাইছি ।" ইতিমধ্যেই কড়া অনুশীলনে দলকে তৈরি করতে চাইছেন তিনি । গত বছর রঞ্জি ট্রফিতে রানার্স হয়েছিল বাংলা । ফলে প্রত্যাশার পারদ চড়ছে । অরুণলাল পরিস্থিতি জানেন । প্রত্যাশার চাপ সম্বন্ধে ধারণা রয়েছে তাঁর । তাই অনুশীলন ম্যাচের আয়োজন করে দলকে গড়ে তুলতে চাইছেন তিনি ।

টিম এ এবং বি এই দুই দলে ভাগ করে প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়েছিল । প্রথমে ব্যাট করে, বিবেক সিংয়ের 123, সুদীপ চ্যাটার্জীর 93, অর্ণব নন্দীর অপরাজিত 59 রানের দৌলতে 7উইকেটের বিনিময়ে 329 রান তোলে টিম বি । জবাবে অনুষ্টুপ মজুমদারের 101, শাহবাজ আহমেদের 98 এবং কৌশিক ঘোষের 46 রানের উপর ভর দিয়ে টিম এ পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় ।

আরও পড়ুন : কোটিপতি লিগের নিলামে এবার সচিনপুত্র অর্জুন

অরুণলাল বলেন, "দলের প্রস্তুতি সঠিক পথেই চলছে । ছেলেরা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছে । তাই যেভাবে চলছে, তাতে ভালো কিছুর আশা করা যেতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.