ETV Bharat / sports

প্রাতঃরাশ সারছিলাম, হঠাৎ আছড়ে পড়ল ঢেউ; সুনামির স্মৃতিচারণ কুম্বলের - প্রাতঃরাশ সারছিলাম, হঠাৎ আছড়ে পড়ল ঢেউ; সুনামির স্মৃতিচারণ কুম্বলের

2004 সালের সুনামিতে মারা গেছিলেন 2 লাখের কাছাকাছি মানুষ ৷ সেদিন চেন্নাইতে ছিলেন দেশের কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলে ৷

প্রাতঃরাশ সারছিলাম, হঠাৎ আছড়ে পড়ল ঢেউ; সুনামির স্মৃতিচারণ কুম্বলের
প্রাতঃরাশ সারছিলাম, হঠাৎ আছড়ে পড়ল ঢেউ; সুনামির স্মৃতিচারণ কুম্বলের
author img

By

Published : Aug 4, 2020, 5:07 PM IST

বেঙ্গালুরু, 4 অগাস্ট: 2004 সালের ভয়াবহ সুনামির পর কেটে গিয়েছে ষোলোটা বছর ৷ কিন্তু ভারত মহাসাগরের সেই ভয়াবহ জলোচ্ছ্বাসের তাণ্ডব আর মৃত্যু মিছিলের কথা ভুলতে পারেনি দেশবাসী ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকা ৷ সেদিন চেন্নাইতেই ছিলেন দেশের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে ৷ সেদিন পরিবার-সহ কোনওক্রমে সুনামি থেকে বেঁচে ফিরেছিলেন তিনি ৷ সেই গল্পই শুনিয়েছেন জাম্বো ৷

"DRS উইথ অশ্বিন" নামে রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে সেদিনের স্মৃতি হাতড়ে কুম্বলে বলেছেন, "সেদিন চেন্নাইতেই ছিলাম ৷ ওখানকার ফিশারম্যান রিসর্টে উঠেছিলাম ৷ আমার সঙ্গে স্ত্রী ও মেয়ে ছিল ৷ ওর বয়স তখন 10 মাস ৷ সেদিন সকাল 11:30টা নাগাদ আমাদের বেঙ্গালুরুর ফ্লাইট ধরার কথা ছিল ৷ তাই 9:30 টার সময় চেকআউট করতে হবে বলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সারছিলাম ৷ চুপচাপ সমুদ্র দেখতে দেখতে কফি খাচ্ছিলাম ৷ চারিদিক শান্ত ছিল তবে আকাশে ছিল ঘন মেঘ ৷"

49 বছর বয়সী এই প্রাক্তন কোচ আরও বলেন, "সাড়ে আটটার সময় যখন ব্রেকফাস্ট করতে গেলাম তখন সুনামি চলে এসেছিল ৷ এক যুগলকে দেখলাম জলে ভিজে কাঁপছে ৷ তখনও বুঝিনি সুনামি এসেছে ৷ এয়ারপোর্ট যাওয়ার পথে একটা পুল ছিল ৷ সেই পুলের জল উপরে উঠে এসেছিল ৷ চারিদিকে শুধু জলের ফেনা ৷ মনে হচ্ছিল সিনেমা দেখছি ৷ তখনও সুনামি শব্দটার সঙ্গে পরিচিত হইনি ৷ পরে বাড়ি ফিরে টিভি খুলে বুঝতে পেরেছিলাম কী ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে ৷"

বেঙ্গালুরু, 4 অগাস্ট: 2004 সালের ভয়াবহ সুনামির পর কেটে গিয়েছে ষোলোটা বছর ৷ কিন্তু ভারত মহাসাগরের সেই ভয়াবহ জলোচ্ছ্বাসের তাণ্ডব আর মৃত্যু মিছিলের কথা ভুলতে পারেনি দেশবাসী ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকা ৷ সেদিন চেন্নাইতেই ছিলেন দেশের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে ৷ সেদিন পরিবার-সহ কোনওক্রমে সুনামি থেকে বেঁচে ফিরেছিলেন তিনি ৷ সেই গল্পই শুনিয়েছেন জাম্বো ৷

"DRS উইথ অশ্বিন" নামে রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে সেদিনের স্মৃতি হাতড়ে কুম্বলে বলেছেন, "সেদিন চেন্নাইতেই ছিলাম ৷ ওখানকার ফিশারম্যান রিসর্টে উঠেছিলাম ৷ আমার সঙ্গে স্ত্রী ও মেয়ে ছিল ৷ ওর বয়স তখন 10 মাস ৷ সেদিন সকাল 11:30টা নাগাদ আমাদের বেঙ্গালুরুর ফ্লাইট ধরার কথা ছিল ৷ তাই 9:30 টার সময় চেকআউট করতে হবে বলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সারছিলাম ৷ চুপচাপ সমুদ্র দেখতে দেখতে কফি খাচ্ছিলাম ৷ চারিদিক শান্ত ছিল তবে আকাশে ছিল ঘন মেঘ ৷"

49 বছর বয়সী এই প্রাক্তন কোচ আরও বলেন, "সাড়ে আটটার সময় যখন ব্রেকফাস্ট করতে গেলাম তখন সুনামি চলে এসেছিল ৷ এক যুগলকে দেখলাম জলে ভিজে কাঁপছে ৷ তখনও বুঝিনি সুনামি এসেছে ৷ এয়ারপোর্ট যাওয়ার পথে একটা পুল ছিল ৷ সেই পুলের জল উপরে উঠে এসেছিল ৷ চারিদিকে শুধু জলের ফেনা ৷ মনে হচ্ছিল সিনেমা দেখছি ৷ তখনও সুনামি শব্দটার সঙ্গে পরিচিত হইনি ৷ পরে বাড়ি ফিরে টিভি খুলে বুঝতে পেরেছিলাম কী ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.