ETV Bharat / sports

টি-টোয়েন্টিতে ধোনির রেকর্ড ভাঙলেন এই মহিলা ক্রিকেটার - cricket australia

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-20 তে তিনি এই রেকর্ড করেছেন । সীমিত ওভারের ফরম্যাটে তাঁর ঝুলিয়ে রয়েছে 92টি ক্যাচ ।

Healy
Healy
author img

By

Published : Sep 27, 2020, 2:19 PM IST

ব্রিসবেন, 27 সেপ্টেম্বর : সীমিত ওভারের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার মহিলা উইকেট কিপার অ্যালিসা হিলি । উইকেটের পিছনে দাঁড়িয়ে টি-20 তে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন তিনি ।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-20 তে তিনি এই রেকর্ড করেছেন । সীমিত ওভারের ফরম্যাটে তাঁর ঝুলিয়ে রয়েছে 92টি ক্যাচ । যেখানে ধোনির ঝুলিতে রয়েছে 91টি ক্যাচ । ধোনি 98টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন । অপরদিকে হিলি খেলেছেন 114টি ম্যাচ ।

টি-20ম্যাচের পরই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দলের হয়ে একদিনের ম্যাচে নামবেন হিলি ।

ব্রিসবেন, 27 সেপ্টেম্বর : সীমিত ওভারের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার মহিলা উইকেট কিপার অ্যালিসা হিলি । উইকেটের পিছনে দাঁড়িয়ে টি-20 তে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন তিনি ।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-20 তে তিনি এই রেকর্ড করেছেন । সীমিত ওভারের ফরম্যাটে তাঁর ঝুলিয়ে রয়েছে 92টি ক্যাচ । যেখানে ধোনির ঝুলিতে রয়েছে 91টি ক্যাচ । ধোনি 98টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন । অপরদিকে হিলি খেলেছেন 114টি ম্যাচ ।

টি-20ম্যাচের পরই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দলের হয়ে একদিনের ম্যাচে নামবেন হিলি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.