ETV Bharat / sports

20 অগাস্টের আগে আমিরশাহী যেতে পারবেন না ধোনি-রোহিতরা - BCCI

আজ থেকেই ভিসার তোড়জোড় শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজ়িগুলি ৷ আমিরশাহী যাওয়ার আগে ভারতীয় বোর্ডের তরফে টিমগুলির জন্য SOP দেওয়া হবে ৷

20 অগাস্টের আগে মরুদেশে যাচ্ছেন না ধোনি-রোহিতরা
20 অগাস্টের আগে মরুদেশে যাচ্ছেন না ধোনি-রোহিতরা
author img

By

Published : Aug 3, 2020, 1:51 PM IST

মুম্বই, 3 অগাস্ট : হাতে আর মাস দেড়েক সময় ৷ তারপরই মরুদেশে বসবে IPL-এর জমজমাট আসর ৷ কিন্তু, পরিস্থিতি ঠিক আগের মতো নেই ৷ তাই হাতে কিছুটা সময় নিয়েই দলবলসহ আরব আমিরশাহীর উদ্দেশে রওনা দিতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজ়িগুলি ৷ কিন্তু গভর্নিং কাউন্সিলের নির্দেশ অনুযায়ী 20 অগাস্টের আগে যেতে পারবে না কোনও দলই ৷

এবারের IPL যে 19 সেপ্টেম্বর থেকে হচ্ছে তা আগেই জানিয়েছিলেন গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট ব্রিজেশ প্যাটেল ৷ গতকাল গভর্নিং কাউন্সিলের বৈঠকে টুর্নামেন্টের সময় ও সূচি নিয়ে সিলমোহর পড়েছে ৷ আনুষ্ঠানিক ঘোষণার আগেই টুর্নামেন্টের সূচি নিয়ে মোটামুটি অবগত থাকায় তোড়জোড় শুরু করে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজ়িগুলি ৷ আনুষ্ঠানিক ঘোষণার সপ্তাহ খানেকের মধ্যেই ক্রিকেটার ও স্টাফদের নিয়ে মরুদেশে উড়ে যাওয়ার ইচ্ছে ছিল দলগুলির ৷ 10-12 অগাস্টের মধ্যে আমিরশাহী যাওয়ার পরিকল্পনাও করে ফেলেছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ৷ কিন্তু এই বিষয়ে মেইল মারফত IPL গভর্নিং কাউন্সিলের নির্দেশ পাওয়ার পর সেই পরিকল্পনা স্থগিত রাখতে হচ্ছে ৷ বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, 20 অগাস্টের পরই IPL টিমগুলি UAE যেতে পারবে ৷ তার আগে নয় ৷

এই বিষয়ে এক ফ্র্যাঞ্চাইজ়ির কর্তা বলেছেন, "আমরা IPL গভর্নিং কাউন্সিলের মেইল পেয়েছি ৷ আমাদের 20 অগাস্টের পর যাওয়ার কথা বলা হয়েছে ৷ তাই 20 তারিখের আগে যাওয়ার কোনও প্রশ্নই নেই ৷" বোর্ডের তরফে SOP না পেলেও ফ্র্যাঞ্চাইজ়িগুলিকে প্রস্তুতি চালিয়ে যেতে বলা হয়েছে ৷ ওই কর্তা আরও বলেছেন, "বোর্ডের তরফে এখনও SOP দেওয়া হয়নি ৷ তবে আমরা প্রস্তুতি জারি রেখেছি ৷ আজ থেকে ভিসার প্রক্রিয়া শুরু হচ্ছে ৷ হোটেল ইতিমধ্যেই বুক করা হয়ে গেছে ৷ তাই চিন্তা নেই ৷ আমাদের ব্লু প্রিন্ট তৈরি ৷"

মুম্বই, 3 অগাস্ট : হাতে আর মাস দেড়েক সময় ৷ তারপরই মরুদেশে বসবে IPL-এর জমজমাট আসর ৷ কিন্তু, পরিস্থিতি ঠিক আগের মতো নেই ৷ তাই হাতে কিছুটা সময় নিয়েই দলবলসহ আরব আমিরশাহীর উদ্দেশে রওনা দিতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজ়িগুলি ৷ কিন্তু গভর্নিং কাউন্সিলের নির্দেশ অনুযায়ী 20 অগাস্টের আগে যেতে পারবে না কোনও দলই ৷

এবারের IPL যে 19 সেপ্টেম্বর থেকে হচ্ছে তা আগেই জানিয়েছিলেন গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট ব্রিজেশ প্যাটেল ৷ গতকাল গভর্নিং কাউন্সিলের বৈঠকে টুর্নামেন্টের সময় ও সূচি নিয়ে সিলমোহর পড়েছে ৷ আনুষ্ঠানিক ঘোষণার আগেই টুর্নামেন্টের সূচি নিয়ে মোটামুটি অবগত থাকায় তোড়জোড় শুরু করে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজ়িগুলি ৷ আনুষ্ঠানিক ঘোষণার সপ্তাহ খানেকের মধ্যেই ক্রিকেটার ও স্টাফদের নিয়ে মরুদেশে উড়ে যাওয়ার ইচ্ছে ছিল দলগুলির ৷ 10-12 অগাস্টের মধ্যে আমিরশাহী যাওয়ার পরিকল্পনাও করে ফেলেছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ৷ কিন্তু এই বিষয়ে মেইল মারফত IPL গভর্নিং কাউন্সিলের নির্দেশ পাওয়ার পর সেই পরিকল্পনা স্থগিত রাখতে হচ্ছে ৷ বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, 20 অগাস্টের পরই IPL টিমগুলি UAE যেতে পারবে ৷ তার আগে নয় ৷

এই বিষয়ে এক ফ্র্যাঞ্চাইজ়ির কর্তা বলেছেন, "আমরা IPL গভর্নিং কাউন্সিলের মেইল পেয়েছি ৷ আমাদের 20 অগাস্টের পর যাওয়ার কথা বলা হয়েছে ৷ তাই 20 তারিখের আগে যাওয়ার কোনও প্রশ্নই নেই ৷" বোর্ডের তরফে SOP না পেলেও ফ্র্যাঞ্চাইজ়িগুলিকে প্রস্তুতি চালিয়ে যেতে বলা হয়েছে ৷ ওই কর্তা আরও বলেছেন, "বোর্ডের তরফে এখনও SOP দেওয়া হয়নি ৷ তবে আমরা প্রস্তুতি জারি রেখেছি ৷ আজ থেকে ভিসার প্রক্রিয়া শুরু হচ্ছে ৷ হোটেল ইতিমধ্যেই বুক করা হয়ে গেছে ৷ তাই চিন্তা নেই ৷ আমাদের ব্লু প্রিন্ট তৈরি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.