ETV Bharat / sports

নজরে IPL, ক্রিকেটারদের কোয়ারানটিনে পাঠাল কয়েকটি ফ্র্যাঞ্চাইজ়ি - চেন্নাই সুপার কিংস

মার্চের 29 তারিখে শুরু হওয়ার কথা ছিল IPL-এর ৷ কিন্তু কোরোনা সংক্রমণের জেরে তা স্থগিত হয়ে যায় ৷ 19 সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে IPL ৷

IPL
IPL
author img

By

Published : Aug 7, 2020, 5:06 PM IST

দিল্লি, 7 অগাস্ট : 19 সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে IPL ৷ ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজ়িগুলি ৷

মার্চের 29 তারিখে শুরু হওয়ার কথা ছিল IPL-এর ৷ কিন্তু কোরোনা সংক্রমণের জেরে তা স্থগিত করে দেওয়া হয় ৷ কিন্তু IPL শুরুর জন্য কোনও উইন্ডো খোলা পাচ্ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ কিন্তু চলতি বছরে টি-20 বিশ্বকাপ স্থগিত করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ৷ তারপরই ওই উইন্ডোতে IPL করার সুযোগ পায় তারা ৷

এরপরই এমিরেটস ক্রিকেট বোর্ডের সম্মতি চেয়ে চিঠি পাঠায় BCCI ৷ আর আরব আমিরশাহিতে এই লিগ শুরুর আগে বুধবার স্ট্যান্ডার অপারেটিং প্রসিডিওর জারি করে তারা ৷ 16 পাতার সেই SOP-তে প্রতিটি ফ্র্যাঞ্চাইজ়িকে সমস্ত নিয়ম জানানো হয় ৷

আরও পড়ুন :- 10 দলের ISL এবছর সম্ভবত গোয়ায়

SOP-তে ক্রিকেটারদের পরিবারের, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা সহ প্রত্যেকের জন্য নির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে ৷ এই গাইডলাইনগুলি ম্যাচের দিন, হোটেলে, জিমে সর্বত্র অনুসরণ করতে হবে ৷ BCCI- এর পক্ষ থেকে বলা হয় আরব আমিরশাহিতে বায়ো সিকিয়র বাবলে ঢোকার আগে পাঁচবার করে কোরোনা পরীক্ষা করা হবে ৷

তবে সংবাদ সংস্থা PTI-এর রিপোর্ট অনুযায়ী দলগুলি নিজেদের থেকেই নিরাপত্তা বাড়ানোর জন্য কয়েকটি পদক্ষেপ করছে ৷ সেই অনুযায়ী ক্রিকেটারদের নিজ নিজ হোমটাউনে কোরোনা পরীক্ষা করানোর কথা বলা হয়েছে ৷ যদিও এই টেস্টটি আরব আমিরশাহিতে যাওয়ার আগে বাধ্যতামূলক দুটি টেস্টের অংশ নয় ৷

এক ফ্র্যাঞ্চাইজ়ির শীর্ষকর্তা PTI-কে বলেন, ‘‘ক্রিকেটাররা যদি নিজে থেকে PCR টেস্ট করান এবং রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে ভালো বিষয় ৷ তারপর তাদের BCCI-এর SOP অনুযায়ী UAE যাওয়ার আগে 24 ঘণ্টার ব্যবধানে দুটি করে টেস্ট করা হবে ৷ যখন দুটি টেস্ট বাধ্যতামূলক সেখানে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজ়ি 4টি করে টেস্ট করাবে ৷’’

আরও পড়ুন :- ভারত না অস্ট্রেলিয়া, 2021 সালে T20 বিশ্বকাপের আয়োজক ঠিক করতে ত্রিপাক্ষিক বৈঠক

আরব আমিরশাহির উদ্দেশে 22 অগাস্ট রওনা দেবে চেন্নাই সুপার কিংস ৷ ইতিমধ্যে মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের ক্রিকেটারদের কোয়ারানটিনে পাঠিয়েছে ৷ BCCI জানিয়েছে, প্রতিটি দল 24 জন করে ক্রিকেটার নিয়ে যেতে পারবে ৷ সাপোর্ট স্টাফের সংখ্যা নির্দিষ্ট করে বলেনি বোর্ড ৷ যদিও রিপোর্ট অনুযায়ী কয়েকটি ফ্র্যাঞ্চাইজ়ি 60 সদস্যের দল নিয়ে যাচ্ছে আরব আমিরশাহিতে ৷ তাদের মধ্যে একটি মেডিকেল টিমও আছে ৷

চেন্নাই সুপার কিংসের এক সিনিয়র ক্রিকেটার বলেন, ‘‘আমার পাঁচ বছরের বাচ্চা আছে ৷ তাই এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে যাওয়ার রিস্ক আমি নেব না ৷ স্বাস্থ্যের নিরপত্তা সবার উপরে ৷’’

দিল্লি, 7 অগাস্ট : 19 সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে IPL ৷ ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজ়িগুলি ৷

মার্চের 29 তারিখে শুরু হওয়ার কথা ছিল IPL-এর ৷ কিন্তু কোরোনা সংক্রমণের জেরে তা স্থগিত করে দেওয়া হয় ৷ কিন্তু IPL শুরুর জন্য কোনও উইন্ডো খোলা পাচ্ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ কিন্তু চলতি বছরে টি-20 বিশ্বকাপ স্থগিত করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ৷ তারপরই ওই উইন্ডোতে IPL করার সুযোগ পায় তারা ৷

এরপরই এমিরেটস ক্রিকেট বোর্ডের সম্মতি চেয়ে চিঠি পাঠায় BCCI ৷ আর আরব আমিরশাহিতে এই লিগ শুরুর আগে বুধবার স্ট্যান্ডার অপারেটিং প্রসিডিওর জারি করে তারা ৷ 16 পাতার সেই SOP-তে প্রতিটি ফ্র্যাঞ্চাইজ়িকে সমস্ত নিয়ম জানানো হয় ৷

আরও পড়ুন :- 10 দলের ISL এবছর সম্ভবত গোয়ায়

SOP-তে ক্রিকেটারদের পরিবারের, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা সহ প্রত্যেকের জন্য নির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে ৷ এই গাইডলাইনগুলি ম্যাচের দিন, হোটেলে, জিমে সর্বত্র অনুসরণ করতে হবে ৷ BCCI- এর পক্ষ থেকে বলা হয় আরব আমিরশাহিতে বায়ো সিকিয়র বাবলে ঢোকার আগে পাঁচবার করে কোরোনা পরীক্ষা করা হবে ৷

তবে সংবাদ সংস্থা PTI-এর রিপোর্ট অনুযায়ী দলগুলি নিজেদের থেকেই নিরাপত্তা বাড়ানোর জন্য কয়েকটি পদক্ষেপ করছে ৷ সেই অনুযায়ী ক্রিকেটারদের নিজ নিজ হোমটাউনে কোরোনা পরীক্ষা করানোর কথা বলা হয়েছে ৷ যদিও এই টেস্টটি আরব আমিরশাহিতে যাওয়ার আগে বাধ্যতামূলক দুটি টেস্টের অংশ নয় ৷

এক ফ্র্যাঞ্চাইজ়ির শীর্ষকর্তা PTI-কে বলেন, ‘‘ক্রিকেটাররা যদি নিজে থেকে PCR টেস্ট করান এবং রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে ভালো বিষয় ৷ তারপর তাদের BCCI-এর SOP অনুযায়ী UAE যাওয়ার আগে 24 ঘণ্টার ব্যবধানে দুটি করে টেস্ট করা হবে ৷ যখন দুটি টেস্ট বাধ্যতামূলক সেখানে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজ়ি 4টি করে টেস্ট করাবে ৷’’

আরও পড়ুন :- ভারত না অস্ট্রেলিয়া, 2021 সালে T20 বিশ্বকাপের আয়োজক ঠিক করতে ত্রিপাক্ষিক বৈঠক

আরব আমিরশাহির উদ্দেশে 22 অগাস্ট রওনা দেবে চেন্নাই সুপার কিংস ৷ ইতিমধ্যে মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের ক্রিকেটারদের কোয়ারানটিনে পাঠিয়েছে ৷ BCCI জানিয়েছে, প্রতিটি দল 24 জন করে ক্রিকেটার নিয়ে যেতে পারবে ৷ সাপোর্ট স্টাফের সংখ্যা নির্দিষ্ট করে বলেনি বোর্ড ৷ যদিও রিপোর্ট অনুযায়ী কয়েকটি ফ্র্যাঞ্চাইজ়ি 60 সদস্যের দল নিয়ে যাচ্ছে আরব আমিরশাহিতে ৷ তাদের মধ্যে একটি মেডিকেল টিমও আছে ৷

চেন্নাই সুপার কিংসের এক সিনিয়র ক্রিকেটার বলেন, ‘‘আমার পাঁচ বছরের বাচ্চা আছে ৷ তাই এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে যাওয়ার রিস্ক আমি নেব না ৷ স্বাস্থ্যের নিরপত্তা সবার উপরে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.