ETV Bharat / sports

সেঞ্চুরির সেঞ্চুরি: সচিনের বিরল রেকর্ড ভাঙবেন বিরাট, দাবি ব্রেট লি-র - ব্রেট লি-র মতে সচিনের 100তম আন্তর্জাতিক শতরানের রেকর্ড ভাঙবে বিরাট কোহলি

এই মনোভাবের কারণও ব্যাখ্যা করেছেন অজ়ি ক্রিকেটার । তাঁর মতে, সচিনের সেঞ্চুরির রেকর্ড ভাঙতে প্রয়োজন প্রতিভা, চূড়ান্ত ফিটনেস এবং মানসিক শক্তির । আর ভারত অধিনায়কের মধ্যে এই সমস্ত গুণগুলিই বর্তমান ।

Kohli
Kohli
author img

By

Published : Apr 25, 2020, 6:50 PM IST

মুম্বই, 25 এপ্রিল: সচিন তেন্ডুলকরের 100তম আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট কোহলি ? এই প্রশ্নের জবাব দিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি । ব্যাট হাতে বিশ্ব ক্রিকেট শাসন করা ভারত অধিনায়কের মধ্যে সচিনকে টপকে যাওয়ার সমস্ত গুণ দেখতে পাচ্ছেন লি । আর তাই তাঁর দৃঢ় বিশ্বাস যে একদিন মাস্টার ব্লাস্টারের সেঞ্চুরির সেঞ্চুরি করার রেকর্ড পার করে ফেলবেন বিরাট কোহলি ।

সদ্য 47 বছরে পা দেওয়া সচিন ওয়ান ডে এবং টেস্ট মিলিয়ে 100টি শতরানের রেকর্ড গড়েছেন । ওয়ান ডে এবং টেস্টে ভারতের ব্যাটিং কিংবদন্তির শতরানের সংখ্যা যথাক্রমে 49 এবং 51টি । অন্যদিকে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ইতিমধ্যেই ওয়ান ডে ফরম্যাটে 43টি শতরান হাঁকিয়ে ফেলেছেন । লাল বলে তাঁর সেঞ্চুরির সংখ্যা 27টি । রানমেশিন হিসেবে পরিচিত বিরাট যেভাবে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন তাতে সচিনের 100তম শতরান কতদিন অক্ষত থাকবে সন্দেহ রয়েছে । আর প্রাক্তন কিংবদন্তি অজ়ি ফাস্ট বোলার ব্রেট লি তো মনেপ্রাণে বিশ্বাস করেন যে একমাত্র বিরাট কোহলিই এই রেকর্ড ভাঙার উপযুক্ত মানুষ ।

শুধুমাত্র মুখে বলেই নয়, এই মনোভাবের কারণও ব্যাখ্যা করেছেন অজ়ি ক্রিকেটার । তাঁর মতে, সচিনের সেঞ্চুরির রেকর্ড ভাঙতে প্রয়োজন প্রতিভা, চূড়ান্ত ফিটনেস এবং মানসিক শক্তির । আর ভারত অধিনায়কের মধ্যে এই সমস্ত গুণগুলিই বর্তমান । আরও ব্যাখ্যা দিয়ে ব্রেট লি বলেছেন, "এই তিনটি গুণের মধ্যে প্রথমেই ব্যাটসম্যান হিসেবে বিরাটের প্রতিভাকে বাদ দেব । কারণ স্বাভাবিকভাবেই ওর মধ্যে ব্যাটিং প্রতিভা রয়েছে । দ্বিতীয় হল ফিটনেস । সেটাও ওর মধ্যে রয়েছে । একদম শেষে আসছে মানসিক দৃঢ়তা এবং বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতির মধ্যেও হার না মানার দক্ষতা । আমি বিশ্বাস করি ওর মধ্যে এই তিনটি গুণই রয়েছে । যা বিরাটকে সচিনের রেকর্ড ভাঙতে সাহায্য করবে । কিন্ত এটাও মাথায় রাখতে হবে যে আমরা সচিনের কথা বলছি । ঈশ্বরকে কেউ কীভাবে টপকাতে পারে ? তাই একটু অপেক্ষা করুন আর দেখতে থাকুন কী হয় ।"

মুম্বই, 25 এপ্রিল: সচিন তেন্ডুলকরের 100তম আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট কোহলি ? এই প্রশ্নের জবাব দিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি । ব্যাট হাতে বিশ্ব ক্রিকেট শাসন করা ভারত অধিনায়কের মধ্যে সচিনকে টপকে যাওয়ার সমস্ত গুণ দেখতে পাচ্ছেন লি । আর তাই তাঁর দৃঢ় বিশ্বাস যে একদিন মাস্টার ব্লাস্টারের সেঞ্চুরির সেঞ্চুরি করার রেকর্ড পার করে ফেলবেন বিরাট কোহলি ।

সদ্য 47 বছরে পা দেওয়া সচিন ওয়ান ডে এবং টেস্ট মিলিয়ে 100টি শতরানের রেকর্ড গড়েছেন । ওয়ান ডে এবং টেস্টে ভারতের ব্যাটিং কিংবদন্তির শতরানের সংখ্যা যথাক্রমে 49 এবং 51টি । অন্যদিকে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ইতিমধ্যেই ওয়ান ডে ফরম্যাটে 43টি শতরান হাঁকিয়ে ফেলেছেন । লাল বলে তাঁর সেঞ্চুরির সংখ্যা 27টি । রানমেশিন হিসেবে পরিচিত বিরাট যেভাবে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন তাতে সচিনের 100তম শতরান কতদিন অক্ষত থাকবে সন্দেহ রয়েছে । আর প্রাক্তন কিংবদন্তি অজ়ি ফাস্ট বোলার ব্রেট লি তো মনেপ্রাণে বিশ্বাস করেন যে একমাত্র বিরাট কোহলিই এই রেকর্ড ভাঙার উপযুক্ত মানুষ ।

শুধুমাত্র মুখে বলেই নয়, এই মনোভাবের কারণও ব্যাখ্যা করেছেন অজ়ি ক্রিকেটার । তাঁর মতে, সচিনের সেঞ্চুরির রেকর্ড ভাঙতে প্রয়োজন প্রতিভা, চূড়ান্ত ফিটনেস এবং মানসিক শক্তির । আর ভারত অধিনায়কের মধ্যে এই সমস্ত গুণগুলিই বর্তমান । আরও ব্যাখ্যা দিয়ে ব্রেট লি বলেছেন, "এই তিনটি গুণের মধ্যে প্রথমেই ব্যাটসম্যান হিসেবে বিরাটের প্রতিভাকে বাদ দেব । কারণ স্বাভাবিকভাবেই ওর মধ্যে ব্যাটিং প্রতিভা রয়েছে । দ্বিতীয় হল ফিটনেস । সেটাও ওর মধ্যে রয়েছে । একদম শেষে আসছে মানসিক দৃঢ়তা এবং বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতির মধ্যেও হার না মানার দক্ষতা । আমি বিশ্বাস করি ওর মধ্যে এই তিনটি গুণই রয়েছে । যা বিরাটকে সচিনের রেকর্ড ভাঙতে সাহায্য করবে । কিন্ত এটাও মাথায় রাখতে হবে যে আমরা সচিনের কথা বলছি । ঈশ্বরকে কেউ কীভাবে টপকাতে পারে ? তাই একটু অপেক্ষা করুন আর দেখতে থাকুন কী হয় ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.