ETV Bharat / sports

ব্যর্থতা ঝেড়ে সাফল্য পেতে বাংলার দায়িত্ব এবার অভিমন্যুর কাঁধে - মনোজ তিওয়ারি

মনোজ তিওয়ারিকে সরিয়ে বাংলা ক্রিকেট দলের নেতৃত্বে আনা হল অভিমন্যু ঈশ্বরনকে ৷

অভিমন্যু ঈশ্বরন
author img

By

Published : Aug 30, 2019, 2:16 AM IST

Updated : Aug 30, 2019, 5:52 AM IST

কলকাতা, 30 অগাস্ট : সরানো হল মনোজ তিওয়ারিকে ৷ বাংলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন অভিমন্যু ঈশ্বরন। অধিনায়কের পদ থেকে মনোজকে সরানো হলেও সহ অধিনায়কের পদে থাকছেন সুদীপ চট্টোপাধ্যায় ৷

গতকাল সন্ধ্যায় নতুন মরশুমের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য দল গঠন করতে বসেছিলেন CAB প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সচিব অভিষেক ডালমিয়া ও কোচ অরুণলাল । সেখানে 3 সেপ্টেম্বর থেকে জয়পুরে প্র্যাকটিস ম্যাচ খেলতে যাওয়ার জন্য দল নির্বাচন করা হয় । 21 সদস্যের দল বাছার পাশাপাশি নতুন অধিনায়কও নির্বাচন করা হয় । দীর্ঘ আলোচনার পর মনোজ তিওয়ারিকে নেতৃত্ব থেকে সরিয়ে নতুন মুখ নিয়ে আসার ব্যাপারে একমত হন প্রত্যেকেই । গত মরশুম থেকেই CAB কর্তাদের নজরে ছিলেন মনোজ । গত মরশুমের শেষে কোচ সাইরাজ বাহুতুলেকে সরানোর পর এবার নেতৃত্বেও বদল আনা হল ৷ তবে সহ অধিনায়ক থাকছেন সুদীপ চট্টোপাধ্যায়ই ৷

একটা সময় দায়িত্ব ভাগ করে দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছিল। সেক্ষেত্রে চারদিনের ম্যাচের নেতৃত্বে থাকতেন অভিমন্যু ও ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের নেতৃত্বে থাকতেন মনোজ তিওয়ারি । কিন্তু, শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি ।

CAB সচিব বলছেন, নেতৃত্ব বদলের আগে তাঁরা মনোজ তিওয়ারির সঙ্গে কথা বলেছিলেন । ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন মনোজ । তবে তিনি অভিমন্যুকে গাইড করবেন বলে জানিয়েছেন ।

কলকাতা, 30 অগাস্ট : সরানো হল মনোজ তিওয়ারিকে ৷ বাংলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন অভিমন্যু ঈশ্বরন। অধিনায়কের পদ থেকে মনোজকে সরানো হলেও সহ অধিনায়কের পদে থাকছেন সুদীপ চট্টোপাধ্যায় ৷

গতকাল সন্ধ্যায় নতুন মরশুমের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য দল গঠন করতে বসেছিলেন CAB প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সচিব অভিষেক ডালমিয়া ও কোচ অরুণলাল । সেখানে 3 সেপ্টেম্বর থেকে জয়পুরে প্র্যাকটিস ম্যাচ খেলতে যাওয়ার জন্য দল নির্বাচন করা হয় । 21 সদস্যের দল বাছার পাশাপাশি নতুন অধিনায়কও নির্বাচন করা হয় । দীর্ঘ আলোচনার পর মনোজ তিওয়ারিকে নেতৃত্ব থেকে সরিয়ে নতুন মুখ নিয়ে আসার ব্যাপারে একমত হন প্রত্যেকেই । গত মরশুম থেকেই CAB কর্তাদের নজরে ছিলেন মনোজ । গত মরশুমের শেষে কোচ সাইরাজ বাহুতুলেকে সরানোর পর এবার নেতৃত্বেও বদল আনা হল ৷ তবে সহ অধিনায়ক থাকছেন সুদীপ চট্টোপাধ্যায়ই ৷

একটা সময় দায়িত্ব ভাগ করে দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছিল। সেক্ষেত্রে চারদিনের ম্যাচের নেতৃত্বে থাকতেন অভিমন্যু ও ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের নেতৃত্বে থাকতেন মনোজ তিওয়ারি । কিন্তু, শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি ।

CAB সচিব বলছেন, নেতৃত্ব বদলের আগে তাঁরা মনোজ তিওয়ারির সঙ্গে কথা বলেছিলেন । ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন মনোজ । তবে তিনি অভিমন্যুকে গাইড করবেন বলে জানিয়েছেন ।

Intro:ব্যর্থতার চক্রব্যুহ থেকে বাংলার ক্রিকেট কে বের করে আনার দায়িত্ব এবার বর্তাল অভিমন্যু ইশ্বরনের হাতে‌। বৃহষ্পতিবার সন্ধ্যায় নতুন মরসুমের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য দলগঠন করতে বসেছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, সচিব অভিষেক ডালমিয়া ও কোচ অরুনলাল। সেখানে তিন সেপ্টেম্বর থেকে জয়পুরে প্র্যাকটিস ম্যাচ খেলতে যাওয়ার জন্যে দল নির্বাচন করা হয়। একুশ সদস্যের দল বাছার বৈঠকে উপস্থিত ব্যক্তি রা অধিনায়ক নির্বাচন করেন। বিষয়টি নিয়ে বিস্তর আলোচনার পরে মনোজ তিওয়ারিকে নেতৃত্ব থেকে সরিয়ে নতুন মুখ নিয়ে আসার ব্যাপারে সকলে একমত হন।।গত মরসুম থেকেই নেতা মনোজ তিওয়ারি সিএবি কর্তাদের আতস কাচের তলায় ছিলেন। শুধু তিনি নন, কোচ সাইরাজ বাহুতুলেও নজরে ছিলেন। গতমরসুমের শেষে কোচ সাইরাজ বাহুতুলেকে বিদায় দেওয়ার পরে এবার নেতৃত্ব থেকে মনোজ তিওয়ারিকে ছেটে ফেলা হল ।
নেতৃত্বের চেয়ারে বদল হলেও সহঅধিনায়ক কের চেয়ারে বদল নেই। সুদীস চ্যাটার্জি ডেপুটি র দায়িত্ব সামলাবেন।
একটা সময় নেতৃত্বের দায়িত্ব ভাগ করে দেওয়ার ভাবনা চিন্তা করা হয়েছিল। সেক্ষেত্রে চারদিনের ম্যাচে দায়িত্ব সামলাতেন অভিমন্যু ও ওয়ান ও টি টোয়েন্টি ম্যাচে ব্যাটন থাকত মনোজ তিওয়ারির হাতে। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
সিএবি সচিব বলেছেন, নেতৃত্ব বদলের আগে তারা মনোজ তিওয়ারির সঙ্গে কথা বলে ছিলেন। মনোজ তার ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্যে নেতৃত্ব ছাড়তে চেয়ে ছিল। তবে তিনি অভিমন্যু কে গাইড করবেন বলে জানিয়েছে ন।


Body:বাংলা


Conclusion:
Last Updated : Aug 30, 2019, 5:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.