ETV Bharat / sports

বর্ষসেরা অভিমন্যু, লাইফটাইম অ্যাচিভমেন্টের দৌড়ে এগিয়ে রাজু

বাংলার বর্ষসেরা ক্রিকেটার হলেন অভিমন্যু ঈশ্বরণ । সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন দীপ্তি শর্মা ।

author img

By

Published : Jul 19, 2019, 12:05 PM IST

অভিমন্যু ঈশ্বরণ

কলকাতা, 19 জুলাই : বাংলার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অভিমন্যু ঈশ্বরণ । জেন্টলম্যান ক্রিকেটারের পুরস্কার পেলেন তিনি । বাংলার জার্সিতে গত মরশুমে নিয়মিত রান করা ছাড়াও ভারতীয় এ দলের হয়েও নজর কেড়েছেন । তাই সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছে তাঁকে ।

সেরা বোলারের সম্মান পাচ্ছেন মুকেশ কুমার । বছরের সেরা মহিলা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন দীপ্তি শর্মা । অনূর্ধ্ব 23 মহিলা ক্রিকেটারদের মধ্যে সেরার সম্মান যুগ্মভাবে পাচ্ছেন দীপ্তি শর্মা ও তনুশ্রী সরকার । ছেলেদের অনূর্ধ্ব তেইশ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ঋত্বিক রায়চৌধুরি । এই বিভাগে স্পেশাল পুরস্কার পাচ্ছেন অনন্ত সাহা । ছেলেদের অনূর্ধ্ব 19 ক্রিকেটারের সম্মান পাচ্ছেন করণ লাল । এই বিভাগের সেরা বোলার হয়েছেন প্রভাত মৌর্য ।

বর্ষসেরা ক্রিকেটারদের বেছে নেওয়ার দিনে লাইফটাইম অ্যাচিভমেন্ট (জীবনকৃতি) অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা হয় । আপাতত প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জি ও সম্বরণ ব্যানার্জির নাম নিয়ে আলোচনা হয়েছে । রাজু মুখার্জি দৌড়ে এগিয়ে বলে শোনা যাচ্ছে । আগামী কয়েকদিনের মধ্যেই এব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে । 3 অগাস্ট CAB-র বর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ।

কলকাতা, 19 জুলাই : বাংলার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অভিমন্যু ঈশ্বরণ । জেন্টলম্যান ক্রিকেটারের পুরস্কার পেলেন তিনি । বাংলার জার্সিতে গত মরশুমে নিয়মিত রান করা ছাড়াও ভারতীয় এ দলের হয়েও নজর কেড়েছেন । তাই সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছে তাঁকে ।

সেরা বোলারের সম্মান পাচ্ছেন মুকেশ কুমার । বছরের সেরা মহিলা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন দীপ্তি শর্মা । অনূর্ধ্ব 23 মহিলা ক্রিকেটারদের মধ্যে সেরার সম্মান যুগ্মভাবে পাচ্ছেন দীপ্তি শর্মা ও তনুশ্রী সরকার । ছেলেদের অনূর্ধ্ব তেইশ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ঋত্বিক রায়চৌধুরি । এই বিভাগে স্পেশাল পুরস্কার পাচ্ছেন অনন্ত সাহা । ছেলেদের অনূর্ধ্ব 19 ক্রিকেটারের সম্মান পাচ্ছেন করণ লাল । এই বিভাগের সেরা বোলার হয়েছেন প্রভাত মৌর্য ।

বর্ষসেরা ক্রিকেটারদের বেছে নেওয়ার দিনে লাইফটাইম অ্যাচিভমেন্ট (জীবনকৃতি) অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা হয় । আপাতত প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জি ও সম্বরণ ব্যানার্জির নাম নিয়ে আলোচনা হয়েছে । রাজু মুখার্জি দৌড়ে এগিয়ে বলে শোনা যাচ্ছে । আগামী কয়েকদিনের মধ্যেই এব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে । 3 অগাস্ট CAB-র বর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.