ETV Bharat / sports

"জনতা কারফিউ"-এর মাঝে ক্রিকেট খেলে আটক 8 যুবক - 8 arrested for playing cricket in maharastra i

"জনতা কারফিউ" পালনের মাঝেই মহারাষ্ট্রের আট যুবককে দেখা গিয়েছিল ক্রিকেট মাঠে । আর সেই অপরাধে আটক করা হল তাদের ।

8-arrested-for-playing-cricket-in-maharastra
কোরোনা আতঙ্কের মধ্যে ক্রিকেট
author img

By

Published : Mar 23, 2020, 9:03 PM IST

Updated : Mar 23, 2020, 10:09 PM IST

মুম্বই, 23 মার্চ: ছুটি বা বনধের দিনে ক্রিকেট খেলতে দেখা যায় অনেককে । তেমনই "জনতা কারফিউ"-এর দিনও মহারাষ্ট্রের আট যুবককে ক্রিকেট খেলতে দেখা যায় ৷ ফলস্বরূপ কারফিউ না মানার অপরাধে আটক করা হল তাদের ৷

কোরোনা আতঙ্কে একাধিক প্রতিযোগিতা বাতিল হয়ে গেছে ৷ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে প্রতিটি দেশের ফুটবল লিগ ৷ বন্ধ ঘরে বাধ্য হয়েই থাকতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ কোরোনার প্রকোপ ঠেকাতে রবিবার জনতা কারফিউয়ের দিন দেশের প্রায় প্রত্যেক নাগরিকই নিজেদের ঘরে বন্দী করে রেখেছিলেন ৷ আর সেদিনই ক্রিকেট খেলতে গিয়েছিল মহারাষ্ট্রের আট যুবক ৷ দেশের মধ্যে যে রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৷ তবে পুলিশও ছেড়ে কথা বলেনি ৷ ক্রিকেট মাঠ থেকেই ওই আটজনকে পাকড়াও করে থানায় নিয়ে যায় তারা ৷

ঘটনাটি মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ এলাকার ৷ কারফিউয়ের দিন দুপুরে এলাকার কালা তালাও ময়দানে ক্রিকেট খেলছিল জনা আটেক যুবক ৷ সরকারি নির্দেশ অমান্য করায় আটক করা হয় তাদের ৷ মাহাত্মা ফুলে চওক পুলিশ স্টেশনে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188, 299 এবং 290 ধারায় অভিযোগ দায়ের হয় ৷ একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয় ৷ বাকি সাতজন পরে জামিনে ছাড়া পায় ৷

মুম্বই, 23 মার্চ: ছুটি বা বনধের দিনে ক্রিকেট খেলতে দেখা যায় অনেককে । তেমনই "জনতা কারফিউ"-এর দিনও মহারাষ্ট্রের আট যুবককে ক্রিকেট খেলতে দেখা যায় ৷ ফলস্বরূপ কারফিউ না মানার অপরাধে আটক করা হল তাদের ৷

কোরোনা আতঙ্কে একাধিক প্রতিযোগিতা বাতিল হয়ে গেছে ৷ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে প্রতিটি দেশের ফুটবল লিগ ৷ বন্ধ ঘরে বাধ্য হয়েই থাকতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ কোরোনার প্রকোপ ঠেকাতে রবিবার জনতা কারফিউয়ের দিন দেশের প্রায় প্রত্যেক নাগরিকই নিজেদের ঘরে বন্দী করে রেখেছিলেন ৷ আর সেদিনই ক্রিকেট খেলতে গিয়েছিল মহারাষ্ট্রের আট যুবক ৷ দেশের মধ্যে যে রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৷ তবে পুলিশও ছেড়ে কথা বলেনি ৷ ক্রিকেট মাঠ থেকেই ওই আটজনকে পাকড়াও করে থানায় নিয়ে যায় তারা ৷

ঘটনাটি মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ এলাকার ৷ কারফিউয়ের দিন দুপুরে এলাকার কালা তালাও ময়দানে ক্রিকেট খেলছিল জনা আটেক যুবক ৷ সরকারি নির্দেশ অমান্য করায় আটক করা হয় তাদের ৷ মাহাত্মা ফুলে চওক পুলিশ স্টেশনে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188, 299 এবং 290 ধারায় অভিযোগ দায়ের হয় ৷ একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয় ৷ বাকি সাতজন পরে জামিনে ছাড়া পায় ৷

Last Updated : Mar 23, 2020, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.