ETV Bharat / sports

শ্রীলঙ্কার ক্রিকেটে ফের ধাক্কা; গড়াপেটায় জড়িত তিন ক্রিকেটার, তদন্তে ICC

author img

By

Published : Jun 4, 2020, 1:27 PM IST

ম্যাচ গড়াপেটায় যুক্ত শ্রীলঙ্কার তিন প্রাক্তন ক্রিকেটার ৷ জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী দুলাস অলাহাপেরুমা ৷ যদিও ওই তিন ক্রিকেটারের পরিচয় উল্লেখ করেননি তিনি ৷

গড়াপেটায় জড়িত তিন ক্রিকেটার, তদন্তে ICC
গড়াপেটায় জড়িত তিন ক্রিকেটার, তদন্তে ICC

কলম্বো, 4 জুন: কিছুদিন আগেই হেরোইন সহ ধরা পড়েছেন দলের ক্রিকেটার শেহান মধুশনকা ৷ জাতীয় দলের সদস্যের এই কাজে মাথা হেঁট হয়ে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ৷ মধুশনকাকে বহিষ্কার করে ভাবমূর্তি কিছুটা উদ্ধার করেছে SLC ৷ কিন্তু তার মধ্যেই আরও এক বিপত্তি ৷ ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগ উঠল দ্বীপরাষ্ট্রের তিন ক্রিকেটাররের বিরুদ্ধে ৷ অবশ্য ওই তিনজনই শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ৷ এই নিয়ে তদন্ত শুরু করেছে ICC-র অ্যান্টি করাপশন ইউনিট ৷

ম্যাচ গড়াপেটায় তিন প্রাক্তন ক্রিকেটারের জড়িত থাকার সত্যতা স্বীকার করেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দুলাস অলাহাপেরুমা ৷ যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি ৷ তিনি বলেছেন, "ম্যাচ ফিক্সিংয়ে জড়িত সন্দেহে তিন শ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করছে ICC ৷" বিষয়টি নিয়ে হতাশ ক্রীড়া মন্ত্রী বলেছেন, "ক্রিকেটের নিয়মকানুন রসাতলে গেছে ৷ এতে আমার খুব খারাপ লাগছে ৷ পাশাপাশি ড্রাগস সহ মধুশনকার ধরা পড়ার ঘটনাও তাঁকে অবাক করেছে ৷ কারণ মধুশনকার উপরে দেশবাসীর খুব ভরসা ছিল ৷" এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও ৷ একটি বিবৃতিতে তারা জানিয়েছে, "ক্রীড়ামন্ত্রী যে তিন ক্রিকেটারের কথা বলেছেন তাঁরা সকলেই প্রাক্তন ক্রিকেটার ৷ এতে বর্তমান জাতীয় দলের খেলোয়াড়রা জড়িত নয় ৷"

শ্রীলঙ্কান ক্রিকেটে দুর্নীতি কোনও নতুন বিষয় নয় ৷ একসময় ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশের পারফরমেন্স এখন আর বলা মতো নয় ৷ মুথাইয়া মুরলিধরন, সনৎ জয়সূর্য, কুমার সঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনের মতো ক্রিকেটাররা অবসর নেওয়ার পর থেকেই দুর্নীতির গহ্বরে ঢুকে পড়েছে ৷

কলম্বো, 4 জুন: কিছুদিন আগেই হেরোইন সহ ধরা পড়েছেন দলের ক্রিকেটার শেহান মধুশনকা ৷ জাতীয় দলের সদস্যের এই কাজে মাথা হেঁট হয়ে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ৷ মধুশনকাকে বহিষ্কার করে ভাবমূর্তি কিছুটা উদ্ধার করেছে SLC ৷ কিন্তু তার মধ্যেই আরও এক বিপত্তি ৷ ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগ উঠল দ্বীপরাষ্ট্রের তিন ক্রিকেটাররের বিরুদ্ধে ৷ অবশ্য ওই তিনজনই শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ৷ এই নিয়ে তদন্ত শুরু করেছে ICC-র অ্যান্টি করাপশন ইউনিট ৷

ম্যাচ গড়াপেটায় তিন প্রাক্তন ক্রিকেটারের জড়িত থাকার সত্যতা স্বীকার করেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দুলাস অলাহাপেরুমা ৷ যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি ৷ তিনি বলেছেন, "ম্যাচ ফিক্সিংয়ে জড়িত সন্দেহে তিন শ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করছে ICC ৷" বিষয়টি নিয়ে হতাশ ক্রীড়া মন্ত্রী বলেছেন, "ক্রিকেটের নিয়মকানুন রসাতলে গেছে ৷ এতে আমার খুব খারাপ লাগছে ৷ পাশাপাশি ড্রাগস সহ মধুশনকার ধরা পড়ার ঘটনাও তাঁকে অবাক করেছে ৷ কারণ মধুশনকার উপরে দেশবাসীর খুব ভরসা ছিল ৷" এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও ৷ একটি বিবৃতিতে তারা জানিয়েছে, "ক্রীড়ামন্ত্রী যে তিন ক্রিকেটারের কথা বলেছেন তাঁরা সকলেই প্রাক্তন ক্রিকেটার ৷ এতে বর্তমান জাতীয় দলের খেলোয়াড়রা জড়িত নয় ৷"

শ্রীলঙ্কান ক্রিকেটে দুর্নীতি কোনও নতুন বিষয় নয় ৷ একসময় ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশের পারফরমেন্স এখন আর বলা মতো নয় ৷ মুথাইয়া মুরলিধরন, সনৎ জয়সূর্য, কুমার সঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনের মতো ক্রিকেটাররা অবসর নেওয়ার পর থেকেই দুর্নীতির গহ্বরে ঢুকে পড়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.