ETV Bharat / sports

কোরোনা আক্রান্ত চেন্নাই সুপার কিংসের 13 জন, শুরুর আগেই IPL-এ ধাক্কা - কোরোনা আক্রান্ত চেন্নাই সুপার কিংসের 13 জন

যদিও এই খবরের সত্যতা এখনও স্বীকার করেনি CSK বা BCCI ৷ সূত্রের খবর, চেন্নাই সুপার কিংসের গোটা দলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ জানা গেছে ওই 12 সদস্য CSK-র মিডিয়া টিম ও সাপোর্ট স্টাফের সদস্য ৷

চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংস
author img

By

Published : Aug 28, 2020, 6:03 PM IST

Updated : Aug 28, 2020, 8:36 PM IST

দুবাই, 28 অগাস্ট : দুবাইয়ে কোরোনা আক্রান্ত চেন্নাই সুপার কিংসের এক জন বোলার ও 12 জন সাপোর্ট স্টাফ ৷ আরব আমিরশাহিতে 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ ইতিমধ্যে সমস্ত দলই আবর আমিরশাহিতে পৌঁছে গেছে ৷ সেখানেই বাধ্যতামূলক টেস্টের সময় চেন্নাই সুপার কিংসের 12 জন সাপোর্ট স্টাফ ও এক বোলার কোরোনায় আক্রান্ত বলে জানা গেছে ৷

যদিও এই খবরের সত্যতা এখনও স্বীকার করেনি CSK বা BCCI ৷ তবে সমস্ত সূত্রের খবর অনুযায়ী চেন্নাই সুপার কিংসের গোটা দলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ জানা গেছে, ওই 12 সদস্য CSK-র মিডিয়া টিম ও সাপোর্ট স্টাফের সদস্য ৷

BCCI এর গাইড লাইন অনুযায়ী সমস্ত সদস্যকে তিনটি করে কোভিড টেস্টের মধ্য দিয়ে যেতে হবে ৷ সেই মতো প্রথম দিনে একটি টেস্ট, তৃতীয় দিনে একটি টেস্ট ও ষষ্ঠ দিনে একটি টেস্ট হবে ৷ জানা গেছে দ্বিতীয় টেস্টের সময় ওই 13 জনের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ৷ তিনটি টেস্টের ফলাফল নেগেটিভ আসার পরই ক্রিকেটার থেকে সদস্য সবাইকে বায়ো সিকিয়র বাবলে ঢুকতে দেওয়া হবে ৷

বায়ো সিকিয়র বাবলেও প্রত্যেকের পাঁচদিন অন্তর একটি করে টেস্ট করা হবে ৷ দুবাই পৌঁছানোর পর বাধ্যতামূলকভাবে 6দিনের কোয়ারানটিনে ছিল পুরো চেন্নাই সুপার কিংস দল ৷ কিন্তু অনান্য দলগুলির মতো ট্রেনিং শুরু করেনি তারা ৷

তবে CSK বা BCCI এই ব্যাপারে মুখ খোলেনি ৷ তবে জানা যাচ্ছে চেন্নাইয়ে কন্ডিশনিং ক্যাম্পের সময় তাঁরা কোরোনায় আক্রান্ত হতে পারেন ৷ ওই ট্রেনিং ক্যাম্পে ধোনি, রায়না, পীযূষ চাওলা যোগ দিয়েছিলেন ক্যাম্পে ৷

দুবাই, 28 অগাস্ট : দুবাইয়ে কোরোনা আক্রান্ত চেন্নাই সুপার কিংসের এক জন বোলার ও 12 জন সাপোর্ট স্টাফ ৷ আরব আমিরশাহিতে 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ ইতিমধ্যে সমস্ত দলই আবর আমিরশাহিতে পৌঁছে গেছে ৷ সেখানেই বাধ্যতামূলক টেস্টের সময় চেন্নাই সুপার কিংসের 12 জন সাপোর্ট স্টাফ ও এক বোলার কোরোনায় আক্রান্ত বলে জানা গেছে ৷

যদিও এই খবরের সত্যতা এখনও স্বীকার করেনি CSK বা BCCI ৷ তবে সমস্ত সূত্রের খবর অনুযায়ী চেন্নাই সুপার কিংসের গোটা দলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ জানা গেছে, ওই 12 সদস্য CSK-র মিডিয়া টিম ও সাপোর্ট স্টাফের সদস্য ৷

BCCI এর গাইড লাইন অনুযায়ী সমস্ত সদস্যকে তিনটি করে কোভিড টেস্টের মধ্য দিয়ে যেতে হবে ৷ সেই মতো প্রথম দিনে একটি টেস্ট, তৃতীয় দিনে একটি টেস্ট ও ষষ্ঠ দিনে একটি টেস্ট হবে ৷ জানা গেছে দ্বিতীয় টেস্টের সময় ওই 13 জনের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ৷ তিনটি টেস্টের ফলাফল নেগেটিভ আসার পরই ক্রিকেটার থেকে সদস্য সবাইকে বায়ো সিকিয়র বাবলে ঢুকতে দেওয়া হবে ৷

বায়ো সিকিয়র বাবলেও প্রত্যেকের পাঁচদিন অন্তর একটি করে টেস্ট করা হবে ৷ দুবাই পৌঁছানোর পর বাধ্যতামূলকভাবে 6দিনের কোয়ারানটিনে ছিল পুরো চেন্নাই সুপার কিংস দল ৷ কিন্তু অনান্য দলগুলির মতো ট্রেনিং শুরু করেনি তারা ৷

তবে CSK বা BCCI এই ব্যাপারে মুখ খোলেনি ৷ তবে জানা যাচ্ছে চেন্নাইয়ে কন্ডিশনিং ক্যাম্পের সময় তাঁরা কোরোনায় আক্রান্ত হতে পারেন ৷ ওই ট্রেনিং ক্যাম্পে ধোনি, রায়না, পীযূষ চাওলা যোগ দিয়েছিলেন ক্যাম্পে ৷

Last Updated : Aug 28, 2020, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.