ETV Bharat / sports

একজন দেরি করলেই প্রত্যেকের 10 হাজার করে জরিমানা, অভিনব শাস্তি দিতেন ধোনি - captain cool

ধোনির নতুন একটি দিকের হদিশ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন মেন্টাল কন্ডিশনাল কোচ প্যাডি আপটন । ধোনির শাস্তি-নিদান, কেউ একজন দেরি করলে দলের প্রত্যেকের 10 হাজার টাকা করে জরিমানা হবে ।

author img

By

Published : May 16, 2019, 9:28 AM IST

দিল্লি, 16 মে : এমনিতে তিনি ক্যাপ্টেন কুল । চলতি IPL-এও তার প্রমাণ পেয়েছে ক্রিকেট দুনিয়া । ফিল্ড প্লেসমেন্ট থেকে বোলার রিপ্লেসমেন্ট সবেতেই ধোনির মাথা খাটে । চটপট সিদ্ধান্ত নিতে তিনি ওস্তাদ । তবে, ধোনির একটি অভিনব ভাবনার কথা অনেকেই জানতেন না । যা সামনে এসেছে প্যাডি আপটনের দৌলতে ।

টিম ইন্ডিয়ার প্রাক্তন মেন্টাল কন্ডিশনাল কোচ প্যাডি আপটন নিজের বইয়ে ধোনির নতুন একটি দিকের হদিশ দিলেন । জানালেন, সতীর্থদের দেরিতে অনুশীলন বা টিম মিটিংয়ে আসা আটকাতে দলের মধ্যে একটি অভিনব শাস্তি-নিদান তৈরি করেছিলেন মাহি ।

সদ্য প্রকাশিত বইয়ে আপটন লেখেন, তিনি যখন টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ তখন ভারতীয় দলের টেস্ট ক্যাপ্টেন অনিল কুম্বলে । সেই সময় কুম্বলে ঠিক করেছিলেন যে, কেউ দেরি করলে তাঁর 10 হাজার টাকা জরিমানা হবে । সীমিত ওভারের ক্যাপ্টেন ধোনি সেই সঙ্গে জুড়ে দেন আরও একটি শর্ত ।

ধোনি জানান, কোনও ক্রিকেটার দেরি করলে তাঁর যথারীতি জরিমানা হবে । সঙ্গে দলের বাকি ক্রিকেটারদেরও 10 হাজার টাকা করে জরিমানা দিতে হবে । অর্থাৎ কেউ একজন দেরি করলে দলের প্রত্যেকের জরিমানা হবে । ধোনির এমন শাস্তির ভয়ে কোনও ক্রিকেটার অকারণে দেরিতে অনুশীলনে আসতেন না । সতীর্থরাই তৎপর থেকে বাকিদের সঠিক সময়ে প্র্যাকটিসে নিয়ে আসতেন ।

দিল্লি, 16 মে : এমনিতে তিনি ক্যাপ্টেন কুল । চলতি IPL-এও তার প্রমাণ পেয়েছে ক্রিকেট দুনিয়া । ফিল্ড প্লেসমেন্ট থেকে বোলার রিপ্লেসমেন্ট সবেতেই ধোনির মাথা খাটে । চটপট সিদ্ধান্ত নিতে তিনি ওস্তাদ । তবে, ধোনির একটি অভিনব ভাবনার কথা অনেকেই জানতেন না । যা সামনে এসেছে প্যাডি আপটনের দৌলতে ।

টিম ইন্ডিয়ার প্রাক্তন মেন্টাল কন্ডিশনাল কোচ প্যাডি আপটন নিজের বইয়ে ধোনির নতুন একটি দিকের হদিশ দিলেন । জানালেন, সতীর্থদের দেরিতে অনুশীলন বা টিম মিটিংয়ে আসা আটকাতে দলের মধ্যে একটি অভিনব শাস্তি-নিদান তৈরি করেছিলেন মাহি ।

সদ্য প্রকাশিত বইয়ে আপটন লেখেন, তিনি যখন টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ তখন ভারতীয় দলের টেস্ট ক্যাপ্টেন অনিল কুম্বলে । সেই সময় কুম্বলে ঠিক করেছিলেন যে, কেউ দেরি করলে তাঁর 10 হাজার টাকা জরিমানা হবে । সীমিত ওভারের ক্যাপ্টেন ধোনি সেই সঙ্গে জুড়ে দেন আরও একটি শর্ত ।

ধোনি জানান, কোনও ক্রিকেটার দেরি করলে তাঁর যথারীতি জরিমানা হবে । সঙ্গে দলের বাকি ক্রিকেটারদেরও 10 হাজার টাকা করে জরিমানা দিতে হবে । অর্থাৎ কেউ একজন দেরি করলে দলের প্রত্যেকের জরিমানা হবে । ধোনির এমন শাস্তির ভয়ে কোনও ক্রিকেটার অকারণে দেরিতে অনুশীলনে আসতেন না । সতীর্থরাই তৎপর থেকে বাকিদের সঠিক সময়ে প্র্যাকটিসে নিয়ে আসতেন ।

Guwahati (Assam), May 16 (ANI): The number of injured persons has risen to 12 in a grenade explosion outside a mall in Guwahati. All the injured are in stable condition. The area has been cordoned off and the police is present at the spot. The injured persons have been referred to Guwahati Medical College Hospital for treatment.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.