ETV Bharat / sports

Andrew Symonds Death : তারার দেশে ওয়ার্নি'র কাছে রয়, স্তম্ভিত ময়দানের 'দুশমন' হরভজন - Andrew Symonds died by car accident

শেন ওয়ার্নের 500তম টেস্ট শিকারের ক্যাচটি নিয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস ৷ তারার দেশে এবার 'ওয়ার্নি'-র সঙ্গে সেই গল্পেই মজবেন 'রয়' (Andrew Symonds died by car accident) ৷

Andrew Symonds Death
সাইমন্ডসের আকস্মিক প্রয়াণে বিধ্বস্ত সতীর্থ থেকে সমসাময়িকরা
author img

By

Published : May 15, 2022, 10:30 AM IST

কলকাতা, 15 মে : মাসদু'য়েক আগে এক বিকেলে থাইল্যান্ড থেকে বয়ে এসেছিল দুঃসংবাদ ৷ হৃদরোগ কেড়ে নিয়েছিল ঘূর্ণির জাদুকর শেন কিথ ওয়ার্নকে ৷ শনিবার গাড়ি দুর্ঘটনায় তারার দেশে প্রাক্তন সতীর্থের কাছে চললেন অ্যান্ড্রু সাইমন্ডস ৷ বন্ধুমহলে 'রয়' নামে পরিচিত অজি ক্রিকেটারের মৃত্যু খবরে হৃদয় ভেঙে খান-খান অনুরাগীদের ৷ গাড়ি দুর্ঘটনায় সাইমন্ডসের আকস্মিক প্রয়াণে বলার ভাষা হারিয়েছেন সতীর্থ এবং সমসাময়িক ক্রিকেটাররা (Andrew Symonds died by car accident) ৷

2008 সিডনিতে যে প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে 'মাঙ্কিগেট' বিতর্কে জড়িয়ে পড়ার পর কেরিয়ার শেষ হয়েছিল সাইমন্ডসের, সেই হরভজনও স্তব্ধ অজি ক্রিকেটারের মৃত্যুর খবরে ৷ লিখলেন, "অ্যান্ড্রু সাইমন্ডসের আকস্মিক প্রয়াণের খবরে স্তম্ভিত ৷ বড্ড তাড়াতাড়ি চলে গেলে ৷ ওঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা ৷ বিদেহী আত্মার শান্তি কামনা করি ৷" মুম্বই ইন্ডিয়ান্সে সতীর্থ হিসেবে প্রয়াত অজি ক্রিকেটারকে খুব কাছ থেকে দেখেছেন সচিন তেন্ডুলকর ৷ শোকবার্তায় সে কথাই বললেন মাস্টার-ব্লাস্টার ৷

  • Shocked to hear about the sudden demise of Andrew Symonds. Gone too soon. Heartfelt condolences to the family and friends. Prayers for the departed soul 🙏#RIPSymonds

    — Harbhajan Turbanator (@harbhajan_singh) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Think of your most loyal, fun, loving friend who would do anything for you. That’s Roy. 💔😞

    — Adam Gilchrist (@gilly381) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2003 এবং 2007 বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন সাইমন্ডস ৷ ওই বিশ্বজয়ী দলের অন্যতম তারকা অ্যাডাম গিলক্রিস্ট তাঁর শোকবার্তায় 'রয়'-এর বিশ্বস্ত, মজাদার চরিত্রের কথা স্মরণ করে লিখেছেন, বন্ধুর জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল রয় ৷ 2003 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রয়াত অজি ক্রিকেটারের অপরাজিত 143 রানের টুকরো ঝলক শেয়ার করে শোকজ্ঞাপন করেছে আইসিসি ৷ প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন শোকবার্তায় লিখেছেন, "সিম্মো, খবরটা এখনও হজম হচ্ছে না ৷ শান্তিতে ঘুমোও ৷"

  • As we mourn the loss of former Australian all-rounder Andrew Symonds, we take a look back to his tremendous 143* against Pakistan at the 2003 World Cup.#RIPRoy pic.twitter.com/oyoH7idzkb

    — ICC (@ICC) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রাগবির নেশায় চেয়েছিলেন ক্রিকেট ছাড়তে, 'ডাউন মেমরি লেন' অ্যান্ড্রু সাইমন্ডস

এনসিএ প্রধান তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ সাইমন্ডসের প্রয়াত অজি ক্রিকেটারের ছবি পোস্ট করে টুইটে লেখেন, "খারাপ খবরে ঘুম ভাঙল ৷ শান্তিতে ঘুমোও প্রিয় বন্ধু ৷ " এছাড়াও সাইমন্ডসের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করেছেন ড্যামিয়েন ফ্লেমিং, অনিল কুম্বলে, শোয়েব আখতারের মত প্রাক্তনীরা ৷

  • Vale Andrew Symonds.

    We are shocked and saddened by the loss of the loveable Queenslander, who has tragically passed away at the age of 46. pic.twitter.com/ZAn8lllskK

    — Cricket Australia (@CricketAus) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • This is so devastating 😞
    Roy was So much fun to be around
    Our Thoughts are with Symonds family #RIPRoy

    — Damien Fleming (@bowlologist) May 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 15 মে : মাসদু'য়েক আগে এক বিকেলে থাইল্যান্ড থেকে বয়ে এসেছিল দুঃসংবাদ ৷ হৃদরোগ কেড়ে নিয়েছিল ঘূর্ণির জাদুকর শেন কিথ ওয়ার্নকে ৷ শনিবার গাড়ি দুর্ঘটনায় তারার দেশে প্রাক্তন সতীর্থের কাছে চললেন অ্যান্ড্রু সাইমন্ডস ৷ বন্ধুমহলে 'রয়' নামে পরিচিত অজি ক্রিকেটারের মৃত্যু খবরে হৃদয় ভেঙে খান-খান অনুরাগীদের ৷ গাড়ি দুর্ঘটনায় সাইমন্ডসের আকস্মিক প্রয়াণে বলার ভাষা হারিয়েছেন সতীর্থ এবং সমসাময়িক ক্রিকেটাররা (Andrew Symonds died by car accident) ৷

2008 সিডনিতে যে প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে 'মাঙ্কিগেট' বিতর্কে জড়িয়ে পড়ার পর কেরিয়ার শেষ হয়েছিল সাইমন্ডসের, সেই হরভজনও স্তব্ধ অজি ক্রিকেটারের মৃত্যুর খবরে ৷ লিখলেন, "অ্যান্ড্রু সাইমন্ডসের আকস্মিক প্রয়াণের খবরে স্তম্ভিত ৷ বড্ড তাড়াতাড়ি চলে গেলে ৷ ওঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা ৷ বিদেহী আত্মার শান্তি কামনা করি ৷" মুম্বই ইন্ডিয়ান্সে সতীর্থ হিসেবে প্রয়াত অজি ক্রিকেটারকে খুব কাছ থেকে দেখেছেন সচিন তেন্ডুলকর ৷ শোকবার্তায় সে কথাই বললেন মাস্টার-ব্লাস্টার ৷

  • Shocked to hear about the sudden demise of Andrew Symonds. Gone too soon. Heartfelt condolences to the family and friends. Prayers for the departed soul 🙏#RIPSymonds

    — Harbhajan Turbanator (@harbhajan_singh) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Think of your most loyal, fun, loving friend who would do anything for you. That’s Roy. 💔😞

    — Adam Gilchrist (@gilly381) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2003 এবং 2007 বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন সাইমন্ডস ৷ ওই বিশ্বজয়ী দলের অন্যতম তারকা অ্যাডাম গিলক্রিস্ট তাঁর শোকবার্তায় 'রয়'-এর বিশ্বস্ত, মজাদার চরিত্রের কথা স্মরণ করে লিখেছেন, বন্ধুর জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল রয় ৷ 2003 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রয়াত অজি ক্রিকেটারের অপরাজিত 143 রানের টুকরো ঝলক শেয়ার করে শোকজ্ঞাপন করেছে আইসিসি ৷ প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন শোকবার্তায় লিখেছেন, "সিম্মো, খবরটা এখনও হজম হচ্ছে না ৷ শান্তিতে ঘুমোও ৷"

  • As we mourn the loss of former Australian all-rounder Andrew Symonds, we take a look back to his tremendous 143* against Pakistan at the 2003 World Cup.#RIPRoy pic.twitter.com/oyoH7idzkb

    — ICC (@ICC) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রাগবির নেশায় চেয়েছিলেন ক্রিকেট ছাড়তে, 'ডাউন মেমরি লেন' অ্যান্ড্রু সাইমন্ডস

এনসিএ প্রধান তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ সাইমন্ডসের প্রয়াত অজি ক্রিকেটারের ছবি পোস্ট করে টুইটে লেখেন, "খারাপ খবরে ঘুম ভাঙল ৷ শান্তিতে ঘুমোও প্রিয় বন্ধু ৷ " এছাড়াও সাইমন্ডসের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করেছেন ড্যামিয়েন ফ্লেমিং, অনিল কুম্বলে, শোয়েব আখতারের মত প্রাক্তনীরা ৷

  • Vale Andrew Symonds.

    We are shocked and saddened by the loss of the loveable Queenslander, who has tragically passed away at the age of 46. pic.twitter.com/ZAn8lllskK

    — Cricket Australia (@CricketAus) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • This is so devastating 😞
    Roy was So much fun to be around
    Our Thoughts are with Symonds family #RIPRoy

    — Damien Fleming (@bowlologist) May 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.