ETV Bharat / sports

India win Boxing Day Test : সেঞ্চুরিয়নে 'বিরাট' ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত সচিন-সৌরভ-লক্ষ্মণ - India win Boxing Day Test

বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সুপার স্পোর্ট পার্কে টেস্ট জয়ের নজির গড়েলেন বিরাট কোহলি-লোকেশ রাহুলরা (India win Boxing Day Test) ৷

India win Boxing Day Test
ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত সচিন-সৌরভ-লক্ষ্মণ
author img

By

Published : Dec 30, 2021, 9:46 PM IST

মুম্বই, 30 ডিসেম্বর : গাব্বা, লর্ডসের পর এবার সুপার স্পোর্ট পার্ক (India beat South Africa) ৷ কোহলিদের জয়ের দৌড় অব্যাহত ৷ বিদায়ী বছর ভারতের টেস্ট টিমের অন্যতম সফল বছর হিসেবে বিবেচিত হবে ৷ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত (India creat history at Centurion) ৷ এই প্রথম সেঞ্চুরিয়নে টেস্ট জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া ৷ ফলে স্বভাবতই উচ্ছ্বসিত দলের প্রাক্তনীরা ৷ জয়ের পর কোহলিদের প্রশংসায় ভরিয়ে দিলেন সচিন-সৌরভরা ৷

টিম ইন্ডিয়ার ফ্যাব ফোরের অন্যতম রাহুল দ্রাবিড় এখন দলের কোচ ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাদেরকেও এই জয়ের জন্য কৃতিত্ব দিচ্ছেন সচিন-লক্ষ্মণ ৷

  • Great victory for Team India ..not surprised by the result at all...will be a hard team to beat this series..South africa will have to play out of their skins to do that ..enjoy the new year @bcci

    — Sourav Ganguly (@SGanguly99) December 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে এই মাঠে দু'টি টেস্ট খেলেছিল ভারত ৷ 2010 সালে প্রথম টেস্টে অপরাজিত শতরান করেছিলেন সচিন ৷ তা সত্ত্বেও ইনিংস এবং 25 রানে ম্যাচ হেরেছিল ভারত ৷ ফলে এই জয়ে শাপমুক্তি হয়েছে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের ৷ সচিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘এমন আক্রমণাত্মক বোলিং বিশ্বের যে কোনও প্রান্তে টেস্ট ম্যাচে 20 উইকেট নিতে পারে । জয়ের জন্য #TeamIndia কে অভিনন্দন ৷’’

  • Began the year with great resilience at Sydney , followed by an incredible win at the Gabba, the Lord's win was special and India end the year with a brilliant win at the Centurion. Has been a brilliant Test Match year for Team India. Congratulations on a wonderful win #INDvsSA pic.twitter.com/NdY18b1GHP

    — VVS Laxman (@VVSLaxman281) December 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিসিসিআই প্রেসিডেন্টও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কোহলি অ্যান্ড কোং'কে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘‘ভারতের এই জয়ে একেবারেই অবাক হইনি ৷ দারুণভাবে নতুন বছর শুরু হতে চলেছে ৷’’

একদশক আগে সেঞ্চুরিয়নে দু'ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন লক্ষ্মণ ৷ ভারতের জয়ে উচ্ছ্বসিত ভিভিএস-ও ৷ তিনি লিখেছেন, ‘‘সিডনিতে দারুণভাবে বছর শুরু হয়েছিল ৷ তারপরে গাব্বাতে অবিশ্বাস্য জয়, লর্ডসের জয়ও স্পেশ্যাল ৷ সেঞ্চুরিয়নে দুর্দান্ত জয় দিয়ে বছর শেষ ৷ টিম ইন্ডিয়ার জন্য দুর্দান্ত টেস্ট বছর ।’’

  • Dream 2021 for Team India in Test Cricket. Gabba, Lord’s , Oval, Centurion and who can forget the amazing fight to draw at Sydney. Wishing a happy and even better 2022 for #TeamIndia pic.twitter.com/pLhTVJWOvz

    — Virender Sehwag (@virendersehwag) December 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : India win Boxing Day Test : সেঞ্চুরিয়নে টেস্ট জিতে ইতিহাস গড়ল ভারত

মুম্বই, 30 ডিসেম্বর : গাব্বা, লর্ডসের পর এবার সুপার স্পোর্ট পার্ক (India beat South Africa) ৷ কোহলিদের জয়ের দৌড় অব্যাহত ৷ বিদায়ী বছর ভারতের টেস্ট টিমের অন্যতম সফল বছর হিসেবে বিবেচিত হবে ৷ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত (India creat history at Centurion) ৷ এই প্রথম সেঞ্চুরিয়নে টেস্ট জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া ৷ ফলে স্বভাবতই উচ্ছ্বসিত দলের প্রাক্তনীরা ৷ জয়ের পর কোহলিদের প্রশংসায় ভরিয়ে দিলেন সচিন-সৌরভরা ৷

টিম ইন্ডিয়ার ফ্যাব ফোরের অন্যতম রাহুল দ্রাবিড় এখন দলের কোচ ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাদেরকেও এই জয়ের জন্য কৃতিত্ব দিচ্ছেন সচিন-লক্ষ্মণ ৷

  • Great victory for Team India ..not surprised by the result at all...will be a hard team to beat this series..South africa will have to play out of their skins to do that ..enjoy the new year @bcci

    — Sourav Ganguly (@SGanguly99) December 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে এই মাঠে দু'টি টেস্ট খেলেছিল ভারত ৷ 2010 সালে প্রথম টেস্টে অপরাজিত শতরান করেছিলেন সচিন ৷ তা সত্ত্বেও ইনিংস এবং 25 রানে ম্যাচ হেরেছিল ভারত ৷ ফলে এই জয়ে শাপমুক্তি হয়েছে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের ৷ সচিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘এমন আক্রমণাত্মক বোলিং বিশ্বের যে কোনও প্রান্তে টেস্ট ম্যাচে 20 উইকেট নিতে পারে । জয়ের জন্য #TeamIndia কে অভিনন্দন ৷’’

  • Began the year with great resilience at Sydney , followed by an incredible win at the Gabba, the Lord's win was special and India end the year with a brilliant win at the Centurion. Has been a brilliant Test Match year for Team India. Congratulations on a wonderful win #INDvsSA pic.twitter.com/NdY18b1GHP

    — VVS Laxman (@VVSLaxman281) December 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিসিসিআই প্রেসিডেন্টও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কোহলি অ্যান্ড কোং'কে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘‘ভারতের এই জয়ে একেবারেই অবাক হইনি ৷ দারুণভাবে নতুন বছর শুরু হতে চলেছে ৷’’

একদশক আগে সেঞ্চুরিয়নে দু'ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন লক্ষ্মণ ৷ ভারতের জয়ে উচ্ছ্বসিত ভিভিএস-ও ৷ তিনি লিখেছেন, ‘‘সিডনিতে দারুণভাবে বছর শুরু হয়েছিল ৷ তারপরে গাব্বাতে অবিশ্বাস্য জয়, লর্ডসের জয়ও স্পেশ্যাল ৷ সেঞ্চুরিয়নে দুর্দান্ত জয় দিয়ে বছর শেষ ৷ টিম ইন্ডিয়ার জন্য দুর্দান্ত টেস্ট বছর ।’’

  • Dream 2021 for Team India in Test Cricket. Gabba, Lord’s , Oval, Centurion and who can forget the amazing fight to draw at Sydney. Wishing a happy and even better 2022 for #TeamIndia pic.twitter.com/pLhTVJWOvz

    — Virender Sehwag (@virendersehwag) December 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : India win Boxing Day Test : সেঞ্চুরিয়নে টেস্ট জিতে ইতিহাস গড়ল ভারত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.