কলকাতা, 8 সেপ্টেম্বর: বিতর্কের চোরাস্রোত ইডেন জুড়ে। যার এপিসেন্টার অবশ্যই টিকিট বন্টন। আগেও টিকিট নিয়ে প্রশ্ন তুলেছিল বিসিসিআই। বিশ্বকাপ শুরু হতে একমাসের কম সময় বাকি। এবার বোর্ড বনাম সিএবির দ্বন্দে টিকিট । অন্য 9টা ভেন্যুর টিকিট কাটা গেলেও, ইডেনের ম্যাচে টিকিট কাটা ঘিরেই জটিলতা। যে কোনও ভেন্যুরই কিছু সংখ্যক টিকিট আগে ভাগে অনলাইনে ছাড়তে বলেছে বোর্ড। সিএবির সঙ্গে এই নিয়েই দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে।
কেন জটিলতা ? প্রত্যেক ম্যাচের 30% শতাংশ টিকিট অনলাইনে ছাড়তে বলে বোর্ড। অর্থাৎ 65 হাজার গ্যালারির প্রায় 20 হাজার টিকিট অনলাইনে ছাড়ার কথা জানায়। কিন্তু আপত্তি তোলে সিএবি। বাংলার ক্রিকেট সংস্থার কর্তারা চাইছেন কমপ্লিমেন্টারি টিকিট বিতরণ করার পরই বাকি টিকিট অনলাইনে ছাড়তে। কারণ যে কোনও আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রেই অনুমোদিত সংস্থা এবং সদস্যদের টিকিট বিনিময় করতে হয়। খবর সূত্রের। অবস্থা জটিল হতেই আসরে সৌরভ গঙ্গোপাধ্যায়। আইসিসি ট্রফি ট্যুরের অনুষ্ঠানে না-থাকতে পারার জন্য আক্ষেপ করে ভিডিয়ো বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে টিকিট বিতর্ক মেটাতে সৌরভ বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে তাঁর একটি বার্তা পাঠ করেন ৷
বিশ্বকাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে একাধিক আয়োজন করেও বিতর্কের মুখে সিএবি। বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বদের আমন্ত্রণ করা হলেও বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ না পেয়ে, সম্বরণ জানান, পেলে ভালো লাগতো। নিশ্চয়ই যেতাম। তবে না ডাকলে কী করে যাব। শুধু এই ভুলই নয়, মৃত কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্বের কাছেও আমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছিল সিএবি।
আরও পড়ুন: অমিতাভের পর সচিনের হাতে গোল্ডেন টিকিট তুলে দিল বিসিসিআই
ইডেনে বিশ্বকাপ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রদর্শিত ভিডিয়োতে বাদ পড়েন প্রবাদপ্রতিম ক্রিকেটার ভারতীয় অধিনায়ক পঙ্কজ রায়। দেখা গেল না মহম্মদ সামিকে। ভিডিয়োতে ছিলেন না মুকেশ কুমার। সামির ছবি না-থাকার ভুল মেনে নিলেও পঙ্কজ রায়ের ক্ষেত্রে যদিও সিএবির যুক্তি, প্রয়াত ব্যক্তিদের ছবি রাখা হয়নি। তবে সে ক্ষেত্রে প্রশ্ন টেনিস তারকা আখতার আলির ছবি কী করে প্রদর্শিত হল ? কিংবা হকি অলিম্পিয়ান প্রয়াত রাজপুতের ছবিও দেখা গিয়েছে ভিডিয়োতে । এছাড়াও নিয়ম না-থাকলেও অনেককে বিশ্বকাপের ট্রফি ধরতে দেখা যায়। সব মিলিয়ে ট্রফি ট্যুরের অনুষ্ঠান সাফল্য পেলেও কতগুলো ভুল কাঁটা হয়ে রইল।