ETV Bharat / sports

Controversial LBW of Virat Kohli: বিরাটের আউটে বিতর্ক, কী বলছে আইসিসি'র নিয়ম ? - Controversial LBW of Virat Kohli

বিরাট কোহলির বিতর্কিত (Controversial LBW of Virat Kohli) আউটে তোলপাড় ক্রিকেটবিশ্ব ৷ থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ৷ এমনকি বিরাট কোহলি এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ৷

Controversial LBW of Virat Kohli ETV BHARAT
Controversial LBW of Virat Kohli
author img

By

Published : Feb 18, 2023, 9:06 PM IST

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বিরাট কোহলির আউট নিয়ে বিতর্ক (Controversy Over Dismissal of Virat Kohli) ৷ বাঁ-হাতি স্পিনার ম্যাথিউ কুহনম্যানের বলে বিরাটের এলবিডব্লিউ-র সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়ে গিয়েছে ৷ ভারতীয় ক্রিকেট ফ্যান, এমনকি বিশেষজ্ঞরাও বিরাটের এই আউট নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ রিভিউ নেওয়ার পরেও বিরাটকে আউট ঘোষণা করা নিয়ে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে ড্রেসিংরুম থেকেই নিজেদের অসন্তোষ প্রকাশ করেন হেড কোচ রাহুল দ্রাবিড় এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ৷

প্রসঙ্গত, ম্যাচের 50তম ওভারে টেস্টে অভিষেক করা ম্যাথিউ কুহনম্যানের বল বিরাটের ব্যাট-প্যাডের মাঝে লাগে ৷ অজি ক্রিকেটারদের আবেদনে আম্পায়ার নীতিন মেনন বিরাটকে আউট ঘোষণা করেন ৷ কিন্তু, বিরাট তৎক্ষণাৎ রিভিউ নেন ৷ তাঁর আত্মবিশ্বাস দেখে বোঝা যাচ্ছিল, তিনি নিশ্চিত ছিলেন বল ব্যাটে লেগেছিল ৷ রিভিউতে দেখা যায়, বল ব্যাট ও প্যাডে একসঙ্গে লেগেছে ৷ এক্ষেত্রে স্নিকোতে ধরা অসম্ভব হয়ে পড়ে যে, কোথায় বল আগে গিয়ে হিট করেছে ৷

এই পরিস্থিতিতে থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই বহাল রাখেন ৷ কিন্তু, মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন বিরাট ৷ এমনকি ড্রেসিংরুমে ফিরে গিয়েও একাধিকবার সেই ভিডিয়ো দেখেন বিরাট ৷ সেখানেও রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোর এবং বিরাটকে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ৷ উল্লেখ্য, বিতর্কিত আউট হওয়ার আগে বিরাট এদিন 44 রান করেছেন ৷

আরও পড়ুন: অক্ষর-অশ্বিনের পালটা লড়াইয়ে জমজমাট কোটলা টেস্ট, 62 রানে এগিয়ে অজিরা

সংবাদ সংস্থা আইএএনএস-এর খবরে দাবি করা হয়েছে, ‘‘এমসিসি-র ক্রিকেট আইন অনুযায়ী, যদি বল একই সঙ্গে ব্যাটে ও প্যাডে গিয়ে লাগলে, তা ব্যাটে টাচ হিসেবে চিহ্ন করবেন আম্পায়ার ৷ আইসিসি-র আইনের ধারা 36.2.2 এর 36.1.3 নম্বর উপধারায় এমনটা উল্লেখ রয়েছে ৷’’ ভারতের প্রথম ইনিংস 262 রানে শেষ হয়ে গিয়েছে ৷ প্রথম ইনিংসে অজিরা এক রানের লিড পায় ৷ দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর এক উইকেটে 61 রান ৷

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বিরাট কোহলির আউট নিয়ে বিতর্ক (Controversy Over Dismissal of Virat Kohli) ৷ বাঁ-হাতি স্পিনার ম্যাথিউ কুহনম্যানের বলে বিরাটের এলবিডব্লিউ-র সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়ে গিয়েছে ৷ ভারতীয় ক্রিকেট ফ্যান, এমনকি বিশেষজ্ঞরাও বিরাটের এই আউট নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ রিভিউ নেওয়ার পরেও বিরাটকে আউট ঘোষণা করা নিয়ে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে ড্রেসিংরুম থেকেই নিজেদের অসন্তোষ প্রকাশ করেন হেড কোচ রাহুল দ্রাবিড় এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ৷

প্রসঙ্গত, ম্যাচের 50তম ওভারে টেস্টে অভিষেক করা ম্যাথিউ কুহনম্যানের বল বিরাটের ব্যাট-প্যাডের মাঝে লাগে ৷ অজি ক্রিকেটারদের আবেদনে আম্পায়ার নীতিন মেনন বিরাটকে আউট ঘোষণা করেন ৷ কিন্তু, বিরাট তৎক্ষণাৎ রিভিউ নেন ৷ তাঁর আত্মবিশ্বাস দেখে বোঝা যাচ্ছিল, তিনি নিশ্চিত ছিলেন বল ব্যাটে লেগেছিল ৷ রিভিউতে দেখা যায়, বল ব্যাট ও প্যাডে একসঙ্গে লেগেছে ৷ এক্ষেত্রে স্নিকোতে ধরা অসম্ভব হয়ে পড়ে যে, কোথায় বল আগে গিয়ে হিট করেছে ৷

এই পরিস্থিতিতে থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই বহাল রাখেন ৷ কিন্তু, মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন বিরাট ৷ এমনকি ড্রেসিংরুমে ফিরে গিয়েও একাধিকবার সেই ভিডিয়ো দেখেন বিরাট ৷ সেখানেও রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোর এবং বিরাটকে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ৷ উল্লেখ্য, বিতর্কিত আউট হওয়ার আগে বিরাট এদিন 44 রান করেছেন ৷

আরও পড়ুন: অক্ষর-অশ্বিনের পালটা লড়াইয়ে জমজমাট কোটলা টেস্ট, 62 রানে এগিয়ে অজিরা

সংবাদ সংস্থা আইএএনএস-এর খবরে দাবি করা হয়েছে, ‘‘এমসিসি-র ক্রিকেট আইন অনুযায়ী, যদি বল একই সঙ্গে ব্যাটে ও প্যাডে গিয়ে লাগলে, তা ব্যাটে টাচ হিসেবে চিহ্ন করবেন আম্পায়ার ৷ আইসিসি-র আইনের ধারা 36.2.2 এর 36.1.3 নম্বর উপধারায় এমনটা উল্লেখ রয়েছে ৷’’ ভারতের প্রথম ইনিংস 262 রানে শেষ হয়ে গিয়েছে ৷ প্রথম ইনিংসে অজিরা এক রানের লিড পায় ৷ দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর এক উইকেটে 61 রান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.