ETV Bharat / sports

WTC Final : কে এগিয়ে, কে পিছিয়ে : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে দুই অধিনায়ক - সাউদাম্পটনের অ্যাজেস বোল

দুই দেশের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ক্রিকেটের ফেভারিট ফোরের তালিকায় আছেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন ৷ দু’জনের উপর অগাধ ভরসা দুই দেশের ক্রিকেট ভক্তদের ৷ একনজরে দেখে নেওয়া যাক অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে এই দুই ক্রিকেটারের কিছু পরিসংখ্যান ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে দুই অধিনায়ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে দুই অধিনায়ক
author img

By

Published : Jun 15, 2021, 2:52 PM IST

সাউদাম্পটন, 15 জুন : বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন ৷ টেস্টে বিশ্ব সেরা হওয়ার মঞ্চে নিজেদের দেশকে নেতৃত্ব দিতে তৈরি দুই অধিনায়ক ৷ সামনের শুক্রবার থেকে সাউদাম্পটনের অ্যাজেস বোলে শুরু হচ্ছে টেস্টের মহারণ ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলার সময় কুনুইয়ে চোট পান নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ফলে ভারতের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে সংশয় দেখা গিয়েছিল ৷ কিন্তু আজ কিউয়ি শিবির থেকে জানিয়ে দেওয়া হয় মহারণে নামার জন্য নিউজ়িল্যান্ডের সেরা সৈনিক তৈরি আছেন ৷

দুই দেশের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ক্রিকেটের ফেভারিট ফোরের তালিকায় আছেন এই দুই ক্রিকেটার ৷ দু’জনের উপর অগাধ ভরসা করে দুই দেশের ক্রিকেট ভক্তদের ৷ একনজরে দেখে নেওয়া যাক অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে এই দুই ক্রিকেটারের কিছু পরিসংখ্যান ৷

অধিনায়কত্বে রেকর্ড

বিরাট কোহলি এখনও পর্যন্ত টেস্টে ভারতকে 60টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ৷ তার মধ্যে 36টি ম্যাচে জিতেছে ভারত ৷ হারতে হয়েছে 14টিতে ৷ পরিসংখ্যানের দিক থেকে তিনি ভারতের সবথেকে সফল অধিনায়ক ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেতৃত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে টপকে সর্বাধিক ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন তিনি ৷

অন্যদিকে কেন উইলিয়ামসন কিউয়িদের 36টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন ৷ তার মধ্যে 21টিতেই জয়লাভ করেছে নিউজ়িল্যান্ড ৷ হেরেছে মাত্র 8টি টেস্ট ৷ নিউজ়িল্যান্ডকে সর্বাধিক ম্যাচে নেতৃত্ব দেওয়ার তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে ৷ 80টি টেস্টে কিউয়িদের নেতৃত্ব দিয়ে প্রথম স্থানে আছেন স্টিফেন ফ্লেমিং ৷

অধিনায়ক হিসেবে ব্যাট হাতে রেকর্ড

অধিনায়ক কোহলি 60টি টেস্টে করেছেন 5 হাজার 392 রান ৷ তার মধ্যে আছে 20টি শতরান ৷ তাঁর ব্যাটিং গড় 58.60 ৷ এর মধ্যে কেরিয়ারে সর্বোচ্চ রান অপরাজিত 254-ও আছে ৷ 20টি শতরানের মধ্যে 10টি ঘরের মাঠে ৷ চারটি অস্ট্রেলিয়ায়, ও দু’টি করে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ৷

36টি টেস্টে কেন উইলিয়ামসন করেছেন 3 হাজার 92 রান ৷ তাঁর গড় 60.62 ৷ করেছেন 11টি শতরান ৷ তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রানও অধিনায়ক থাকাকালীনই করেছিলেন ৷ 2020 সালে হ্যামিলটনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলেছিলেন 251 রানের ইনিংস ৷ তাঁর 11টি শতরানের মধ্যে 9টি শতরান ঘরের মাঠে ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অধিনায়কত্ব

বিরাট কোহলি ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 14টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ৷ তার মধ্যে 10টিতে জিতেছে ভারত ৷ হারতে হয়েছে 4টি ৷ এরমধ্যে 2টি টেস্ট আছে নিউজ়িল্যান্ডেই ৷

কেন উইলিয়ামসন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 9টি ম্যাচে কিউয়িদের নেতৃত্ব দিয়েছেন ৷ এরমধ্যে 6টি তে জয় ও 3টিতে পরাজয়ের সম্মুখীন হয় নিউজ়িল্যান্ড ৷ যে তিনটি ম্যাচ ব্ল্যাক ক্যাপসরা হেরেছেন তাঁর মধ্যে দুটি অস্ট্রেলিয়ায় ও একটি শ্রীলঙ্কায় ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ব্যাটিং রেকর্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে 14টি ম্যাচে বিরাট দেশকে নেতৃত্ব দিয়েছেন, সেখানে নিজে রান করেছেন 877 ৷ তাঁর ব্যাটিং গড় 43.85 ৷ করেছেন 2টি শতরান ৷

কিউয়ি অধিনায়ক করেছেন 817 রান ৷ তাঁর ব্যাটিং গড় 58.35 ৷ করেছেন 3টি শতরান ৷ যার মধ্যে আছে দুটি দ্বিশতরান ৷

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক কোহলি

কিউয়িদের বিরুদ্ধে 5টি ম্যাচে দেশের নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি ৷ তার মধ্যে ভারত 3টিতে জয়লাভ করেছে, হেরেছে 2টি ম্যাচে ৷ যে তিনটি ম্যাচে ভারত জয় তুলে নিয়েছে সেগুলি দেশের মাটিতে খেলেছিলেন বিরাটরা ৷ অন্যদিকে নিউজ়িল্যান্ডের মাটিতেই 2টি ম্যাচ হারে ভারত ৷ অধিনায়ক বিরাট কিউয়িদের বিরুদ্ধে করেছেন 347 রান ৷ খেলেন একটি দ্বিশতরানের ইনিংস ৷

ভারতের বিরুদ্ধে কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন

ভারতের বিরুদ্ধে 4টি টেস্টে কিউয়িদের নেতৃত্বের দায়িত্বে ছিলেন কেন উইলিয়ামসন ৷ ঘরের মাঠে 2টি জেতে ভারত ও অন্যদিকে নিউজ়িল্যান্ডের মাটিতে 2টি জেতে ব্ল্যাক ক্যাপসরা ৷ 33.14 গড়ে এখনও পর্যন্ত করেছেন 232 রান ৷ সর্বোচ্চ 89 ৷

সাউদাম্পটন, 15 জুন : বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন ৷ টেস্টে বিশ্ব সেরা হওয়ার মঞ্চে নিজেদের দেশকে নেতৃত্ব দিতে তৈরি দুই অধিনায়ক ৷ সামনের শুক্রবার থেকে সাউদাম্পটনের অ্যাজেস বোলে শুরু হচ্ছে টেস্টের মহারণ ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলার সময় কুনুইয়ে চোট পান নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ফলে ভারতের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে সংশয় দেখা গিয়েছিল ৷ কিন্তু আজ কিউয়ি শিবির থেকে জানিয়ে দেওয়া হয় মহারণে নামার জন্য নিউজ়িল্যান্ডের সেরা সৈনিক তৈরি আছেন ৷

দুই দেশের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ক্রিকেটের ফেভারিট ফোরের তালিকায় আছেন এই দুই ক্রিকেটার ৷ দু’জনের উপর অগাধ ভরসা করে দুই দেশের ক্রিকেট ভক্তদের ৷ একনজরে দেখে নেওয়া যাক অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে এই দুই ক্রিকেটারের কিছু পরিসংখ্যান ৷

অধিনায়কত্বে রেকর্ড

বিরাট কোহলি এখনও পর্যন্ত টেস্টে ভারতকে 60টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ৷ তার মধ্যে 36টি ম্যাচে জিতেছে ভারত ৷ হারতে হয়েছে 14টিতে ৷ পরিসংখ্যানের দিক থেকে তিনি ভারতের সবথেকে সফল অধিনায়ক ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেতৃত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে টপকে সর্বাধিক ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন তিনি ৷

অন্যদিকে কেন উইলিয়ামসন কিউয়িদের 36টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন ৷ তার মধ্যে 21টিতেই জয়লাভ করেছে নিউজ়িল্যান্ড ৷ হেরেছে মাত্র 8টি টেস্ট ৷ নিউজ়িল্যান্ডকে সর্বাধিক ম্যাচে নেতৃত্ব দেওয়ার তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে ৷ 80টি টেস্টে কিউয়িদের নেতৃত্ব দিয়ে প্রথম স্থানে আছেন স্টিফেন ফ্লেমিং ৷

অধিনায়ক হিসেবে ব্যাট হাতে রেকর্ড

অধিনায়ক কোহলি 60টি টেস্টে করেছেন 5 হাজার 392 রান ৷ তার মধ্যে আছে 20টি শতরান ৷ তাঁর ব্যাটিং গড় 58.60 ৷ এর মধ্যে কেরিয়ারে সর্বোচ্চ রান অপরাজিত 254-ও আছে ৷ 20টি শতরানের মধ্যে 10টি ঘরের মাঠে ৷ চারটি অস্ট্রেলিয়ায়, ও দু’টি করে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ৷

36টি টেস্টে কেন উইলিয়ামসন করেছেন 3 হাজার 92 রান ৷ তাঁর গড় 60.62 ৷ করেছেন 11টি শতরান ৷ তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রানও অধিনায়ক থাকাকালীনই করেছিলেন ৷ 2020 সালে হ্যামিলটনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলেছিলেন 251 রানের ইনিংস ৷ তাঁর 11টি শতরানের মধ্যে 9টি শতরান ঘরের মাঠে ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অধিনায়কত্ব

বিরাট কোহলি ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 14টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ৷ তার মধ্যে 10টিতে জিতেছে ভারত ৷ হারতে হয়েছে 4টি ৷ এরমধ্যে 2টি টেস্ট আছে নিউজ়িল্যান্ডেই ৷

কেন উইলিয়ামসন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 9টি ম্যাচে কিউয়িদের নেতৃত্ব দিয়েছেন ৷ এরমধ্যে 6টি তে জয় ও 3টিতে পরাজয়ের সম্মুখীন হয় নিউজ়িল্যান্ড ৷ যে তিনটি ম্যাচ ব্ল্যাক ক্যাপসরা হেরেছেন তাঁর মধ্যে দুটি অস্ট্রেলিয়ায় ও একটি শ্রীলঙ্কায় ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ব্যাটিং রেকর্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে 14টি ম্যাচে বিরাট দেশকে নেতৃত্ব দিয়েছেন, সেখানে নিজে রান করেছেন 877 ৷ তাঁর ব্যাটিং গড় 43.85 ৷ করেছেন 2টি শতরান ৷

কিউয়ি অধিনায়ক করেছেন 817 রান ৷ তাঁর ব্যাটিং গড় 58.35 ৷ করেছেন 3টি শতরান ৷ যার মধ্যে আছে দুটি দ্বিশতরান ৷

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক কোহলি

কিউয়িদের বিরুদ্ধে 5টি ম্যাচে দেশের নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি ৷ তার মধ্যে ভারত 3টিতে জয়লাভ করেছে, হেরেছে 2টি ম্যাচে ৷ যে তিনটি ম্যাচে ভারত জয় তুলে নিয়েছে সেগুলি দেশের মাটিতে খেলেছিলেন বিরাটরা ৷ অন্যদিকে নিউজ়িল্যান্ডের মাটিতেই 2টি ম্যাচ হারে ভারত ৷ অধিনায়ক বিরাট কিউয়িদের বিরুদ্ধে করেছেন 347 রান ৷ খেলেন একটি দ্বিশতরানের ইনিংস ৷

ভারতের বিরুদ্ধে কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন

ভারতের বিরুদ্ধে 4টি টেস্টে কিউয়িদের নেতৃত্বের দায়িত্বে ছিলেন কেন উইলিয়ামসন ৷ ঘরের মাঠে 2টি জেতে ভারত ও অন্যদিকে নিউজ়িল্যান্ডের মাটিতে 2টি জেতে ব্ল্যাক ক্যাপসরা ৷ 33.14 গড়ে এখনও পর্যন্ত করেছেন 232 রান ৷ সর্বোচ্চ 89 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.