ETV Bharat / sports

ICC World Cup 2023: ভারত-পাক দ্বৈরথের আবহে নানা রঙে সেজে উঠেছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

India vs Pakistan Mega Clash in ICC Cricket World Cup: বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে এক অন্য উৎসব মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে ৷ ভারতীয় সমর্থকদের ভিড় ৷ আর ম্যাচ উপলক্ষ্যে নানান পসরা নিয়ে হাজির সমর্থকরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 1:11 PM IST

আমেদাবাদ, 14 অক্টোবর: সকাল থেকেই বিশ্বকাপের আমেজ আমেদাবাদ শহর জুড়ে ৷ আর স্টেডিয়ামের বাইরেও ম্যাচ দেখতে আসা দর্শকদের ভিড় ৷ যেখানে ভারতীয় সমর্থকদের সংখ্যাটাই বেশি ৷ নীল জার্সি এবং তেরঙায় ছেয়ে গিয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম চত্বর ৷ আর স্টেডিয়ামের আশেপাশে ছেয়ে গিয়েছে হকারদের ভিড় ৷ কেউ তেরঙা নিয়ে, তো কেউ জাতীয় পতাকার রংয়ে হরেকরকম টুপি, কেউ আবার উল্কি আঁকার দোকান খুলে বসেছেন ৷ মোটের উপর বিশ্বকাপ ভারত বনাম পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে নানান রংয়ের বাহার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে ৷

এমনকী মাঠে খেলা দেখতে আসা দর্শকদের বিনামূল্যে সাদা টুপি দেওয়া হচ্ছে আদানি গোষ্ঠীর তরফে ৷ আদানি গোষ্ঠীর নাম লেখা সাদা রঙের 25 হাজার টুপি নিয়ে স্টেডিয়ামের বাইরে সংস্থার লোকজন পসরা নিয়ে বসেছেন ৷ মাঠে ঢোকার মুখে দর্শকদের সেই টুপি দেওয়া হচ্ছে ৷ নামপ্রকাশে অনিচ্ছুক আদানি গোষ্ঠীর এক কর্মী বলেন, ‘‘এখনও পর্যন্ত আমরা প্রায় 20 হাজার দর্শককে টুপি বিতরণ করেছি ৷ এটা আমাদের সিএসআর পলিসির অন্তর্গত ৷ টুপির সঙ্গে স্কুল ব্যাগ এবং আরও অন্যান্য জিনিসপত্র দেওয়া হচ্ছে, যা স্টেডিয়ামে নিয়ে প্রবেশ করা যাবে ৷’’

শনিবার আমেদাবাদে সর্বোচ্চ তাপমাত্র 34-36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে ৷ আদানি গোষ্ঠীকে বাদ দিলে স্টেডিয়ামের 2 নম্বর গেটের বাইরে স্বাস্থ্যকর খাবারের স্টল দিয়েছেন প্রবীণ এবং নম্রতা নামে এক দম্পতি ৷ যেখানে প্যাটিস, পপকর্ন এবং মসুর ডালের চাট পাওয়া যাচ্ছে ৷ তবে, প্রবীণ পেশায় একজন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং নম্রতা প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার ৷ প্রবীণ বলেন, ‘‘এটা আমাদের প্রথমবার ৷ আমরা আমাদের ভাগ্যকে পরীক্ষা করতে এসেছি ৷ যদি আমাদের এই ব্যবসার পরিকল্পনাকে সফল করা যায় ৷ আমরা কাছেই থাকি এবং পুরোপুরি আলাদা ফিল্ডে রয়েছি কাজের নিরিখে ৷’’

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের টিকিট কালোবাজারে বিকোল 25 হাজার টাকায়!

এর বাইরে বিরাট কোহলির নাম ও জার্সি নম্বর লেখা টি-শার্ট বিকচ্ছে স্টেডিয়ামের বাইরের ফুটপাতে ৷ ভারতীয় দলের টুপি, তেরঙা, ফেস পেন্টিং, প্লেয়ারদের ছবি দেওয়া মুখোশ এমন নানান জিনিস বিক্রি হচ্ছে ৷ আর সেগুলি কেনার জন্য ম্যাচ দেখতে আসা দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে ৷ সকাল সাড়ে 10টা থেকে স্টেডিয়ামের গেট দর্শকদের জনম্য খুলে দেওয়া হয়েছে ৷ বেলা সাড়ে 12টা থেকে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের সূচনা হবে ৷

প্রায় 1 লক্ষ 25 হাজার দর্শকে ঠাসা স্টেডিয়ামে পারফর্ম করবেন বলিউডের বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালকরা ৷ শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং এবং অরিজিৎ সিংকে দেখা যাবে পারফর্ম করতে ৷ বেলা দেড়টার সময় ম্যাচের টস হবে ৷ 1টা 50 মিনিটে দুই দেশের জাতীয় সঙ্গীত হয়ে, 2টোর সময় মেগা দ্বৈরথ শুরু হবে ৷

আমেদাবাদ, 14 অক্টোবর: সকাল থেকেই বিশ্বকাপের আমেজ আমেদাবাদ শহর জুড়ে ৷ আর স্টেডিয়ামের বাইরেও ম্যাচ দেখতে আসা দর্শকদের ভিড় ৷ যেখানে ভারতীয় সমর্থকদের সংখ্যাটাই বেশি ৷ নীল জার্সি এবং তেরঙায় ছেয়ে গিয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম চত্বর ৷ আর স্টেডিয়ামের আশেপাশে ছেয়ে গিয়েছে হকারদের ভিড় ৷ কেউ তেরঙা নিয়ে, তো কেউ জাতীয় পতাকার রংয়ে হরেকরকম টুপি, কেউ আবার উল্কি আঁকার দোকান খুলে বসেছেন ৷ মোটের উপর বিশ্বকাপ ভারত বনাম পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে নানান রংয়ের বাহার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে ৷

এমনকী মাঠে খেলা দেখতে আসা দর্শকদের বিনামূল্যে সাদা টুপি দেওয়া হচ্ছে আদানি গোষ্ঠীর তরফে ৷ আদানি গোষ্ঠীর নাম লেখা সাদা রঙের 25 হাজার টুপি নিয়ে স্টেডিয়ামের বাইরে সংস্থার লোকজন পসরা নিয়ে বসেছেন ৷ মাঠে ঢোকার মুখে দর্শকদের সেই টুপি দেওয়া হচ্ছে ৷ নামপ্রকাশে অনিচ্ছুক আদানি গোষ্ঠীর এক কর্মী বলেন, ‘‘এখনও পর্যন্ত আমরা প্রায় 20 হাজার দর্শককে টুপি বিতরণ করেছি ৷ এটা আমাদের সিএসআর পলিসির অন্তর্গত ৷ টুপির সঙ্গে স্কুল ব্যাগ এবং আরও অন্যান্য জিনিসপত্র দেওয়া হচ্ছে, যা স্টেডিয়ামে নিয়ে প্রবেশ করা যাবে ৷’’

শনিবার আমেদাবাদে সর্বোচ্চ তাপমাত্র 34-36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে ৷ আদানি গোষ্ঠীকে বাদ দিলে স্টেডিয়ামের 2 নম্বর গেটের বাইরে স্বাস্থ্যকর খাবারের স্টল দিয়েছেন প্রবীণ এবং নম্রতা নামে এক দম্পতি ৷ যেখানে প্যাটিস, পপকর্ন এবং মসুর ডালের চাট পাওয়া যাচ্ছে ৷ তবে, প্রবীণ পেশায় একজন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং নম্রতা প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার ৷ প্রবীণ বলেন, ‘‘এটা আমাদের প্রথমবার ৷ আমরা আমাদের ভাগ্যকে পরীক্ষা করতে এসেছি ৷ যদি আমাদের এই ব্যবসার পরিকল্পনাকে সফল করা যায় ৷ আমরা কাছেই থাকি এবং পুরোপুরি আলাদা ফিল্ডে রয়েছি কাজের নিরিখে ৷’’

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের টিকিট কালোবাজারে বিকোল 25 হাজার টাকায়!

এর বাইরে বিরাট কোহলির নাম ও জার্সি নম্বর লেখা টি-শার্ট বিকচ্ছে স্টেডিয়ামের বাইরের ফুটপাতে ৷ ভারতীয় দলের টুপি, তেরঙা, ফেস পেন্টিং, প্লেয়ারদের ছবি দেওয়া মুখোশ এমন নানান জিনিস বিক্রি হচ্ছে ৷ আর সেগুলি কেনার জন্য ম্যাচ দেখতে আসা দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে ৷ সকাল সাড়ে 10টা থেকে স্টেডিয়ামের গেট দর্শকদের জনম্য খুলে দেওয়া হয়েছে ৷ বেলা সাড়ে 12টা থেকে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের সূচনা হবে ৷

প্রায় 1 লক্ষ 25 হাজার দর্শকে ঠাসা স্টেডিয়ামে পারফর্ম করবেন বলিউডের বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালকরা ৷ শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং এবং অরিজিৎ সিংকে দেখা যাবে পারফর্ম করতে ৷ বেলা দেড়টার সময় ম্যাচের টস হবে ৷ 1টা 50 মিনিটে দুই দেশের জাতীয় সঙ্গীত হয়ে, 2টোর সময় মেগা দ্বৈরথ শুরু হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.