নয়াদিল্লি, 18 নভেম্বর: যাঁরা নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে আগামিকালের ফাইনাল দেখতে পারবে না, তাদের জন্য স্টেডিয়ামের আবহ তৈরি করে ম্যাচ দেখার সুযোগ করে দিচ্ছে দেশের নাম করা মালটিপ্লেক্সগুলি ৷ যার জন্য অগ্রিম বুকিং শুরু করেছে পিভিআর আইনক্স এবং মিরাজ সিনেমাস ৷ এই দুই সংস্থা স্টেডিয়াম থেকে ম্যাচের সরাসরি সম্প্রচারণ তাদের বড় স্ক্রিনে করবে ৷ আর এয়ার কন্ডিশনে বসে স্টেডিয়ামের আবহে ম্যাচের আনন্দ উপভোগ করতে পারবেন ক্রিকেট প্রেমীরা ৷ যে উদ্যোগে অভুতপূর্ব সাড়া মিলেছে ৷
পিভিআর আইনক্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব কুমার বিজলি জানিয়েছেন, তারা ইতিমধ্যে 45 শতাংশ টিকিট বিক্রি করে ফেলেছেন বিশ্বকাপ ফাইনালের ৷ তিনি বলেন, ‘‘ভারত ফাইনালে ওঠার পরেই আমরা ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচারের বিষয়টি ভাবি এবং সেই মতো অগ্রিম বুকিং শুরু করে দিয়েছিলাম ৷ 16 নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালের পর এই অগ্রিম বুকিংয়ে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে ৷ আমরা এখনও পর্যন্ত 45 শতাংশ টিকিট বিক্রি করেছি অনলাইনে ৷ আমরা আশা করছি এই সংখ্যাটা রবিবার ম্যাচের দিন 70-80 শতাংশে পৌঁছে যাবে ৷’’
তিনি জানিয়েছেন, ভারতের 60 শহরের 150টি সিনেমা হলে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের সরাসরি সম্প্রচার দেখাবে পিভিআর আইনক্স ৷ যেখানে মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান এবং উত্তরপ্রদেশে মালটিপ্লেক্সে ম্যাচ দেখার বিষয়টি সবচেয়ে জনপ্রিয় হয়েছে ৷ তিনি বলেন, ‘‘ম্যাচের দিন মাঠে গিয়ে খেলা দেখার সৌভাগ্য খুব অল্প কয়েকজনই পাবেন ৷ আমরা চাই না ক্রিকেট প্রেমী ভারতীয়রা সেই আনন্দ থেকে বঞ্চিত হোক ৷ আমরা তাই যথা সাধ্য চেষ্টা করছি স্টেডিয়ামের সেই আবহ তৈরি করে সবাইকে বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ করে দিতে ৷’’
মিরাজ সিনেমাস, ভারতের তৃতীয় সর্বোচ্চ মালটিপ্লেক্স চেন ৷ তাদের অগ্রিম বুকিংয়েও দারুণ সাড়া পড়েছে ৷ প্রায় 70-80 শতাংশ ম্যাচ স্ক্রিনিংয়ের টিকিট বিক্রি হবে বলে মনে করছেন মিরাজ এন্টারটেনমেন্ট লিমিটেডের এমডি অমিত শর্মা ৷ বাছাই করা মিরাজ সিনেমাসে বিশ্বকাপের সরাসরি সম্প্রচার করা হবে ৷ যার মধ্যে রয়েছে, দিল্লি-এনসিআর, মুম্বই, পুনে, কলকাতা, সুরাত, আমেদাবাদ, ইন্দোর, জয়পুর, যোধপুর, রাঁচি, আকোলা, অমরাবতী, চন্দ্রপুর, হিসার, সোনিপত, আবোহার, গুরদাসপুর, হোসিয়ারপুর এবং আরও কয়েকটি শহর ৷
আরও পড়ুন: