ইন্দোর, 4 অক্টোবর: আগেই সিরিজ জিতে নিয়েছে ভারত ৷ ফলে মঙ্গলবারের ম্যাচ শুধুই নিয়মরক্ষার ৷ ম্যাচ জিতলে তিন ম্যাচের সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করবে 'রোহিত শর্মা অ্যান্ড কোং' ৷ টি-20 বিশ্বকাপের আগে যা বাড়তি অক্সিজেন দেবে বুমরা-হীন ভারতীয় ব্রিগেডকে ৷ সেই ম্যাচেই কার্যত ব্যর্থ দলের বোলিং ব্রিগেড ৷ সৌজন্যে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার, কুইন্টন ডি'কক ( Quinton de Kock) এবং রিলি রসো (Rilee Rossouw) ৷
ওপেনিংয়ে নেমে 43 বলে 68 রানের ঝকঝকে ইনিংস খেললেন ডি'কক ৷ দুরন্ত ক্যাচে রোহিক শর্মা তেম্বা বাভুমাকে ডাগ-আউটে পাঠালেও মুম্বইকরের সব হিসেব উলটে দিলেন তিন নম্বরে নামা রিলি রসো ৷ মাত্র 48 বলে 100 রানের দুর্দান্ত ইনিংস এল রসোর ব্যাট থেকে ৷ কুড়ি-বিশের লড়াইয়ে প্রথম ইনিংসে 227 রানের বিরাট ইমারত গড়ল প্রোটিয়া শিবির ৷
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার হতাশা ভাগ করে নিলেন বুমরা, সমব্যথী সতীর্থরা
চোটের কারণে এদিন দলে ছিলেন না আর্শদীপ সিং ৷ দলে ফেরানো হয়েছিল উমেশ যাদব, মহম্মদ সিরাজকে ৷ দু'জনেই এদিন ব্যর্থ ৷ দাগ কাটতে পারেননি দীপক চাহার, রবিচন্দ্রন অশ্বিনও ৷ বল হাতে এদিন সবচেয়ে হতাশ করলেন হর্ষল পটেল, 4 ওভারে 49 রান দিয়েছেন গত আইপিএলের অন্য়তম সেরা বোলার ৷
-
A MOMENT TO SAVOUR 💯
— Proteas Men (@ProteasMenCSA) October 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
What a way to bring it up. What an innings @Rileerr 👏#INDvSA #BePartOfIt pic.twitter.com/VniBrtHlan
">A MOMENT TO SAVOUR 💯
— Proteas Men (@ProteasMenCSA) October 4, 2022
What a way to bring it up. What an innings @Rileerr 👏#INDvSA #BePartOfIt pic.twitter.com/VniBrtHlanA MOMENT TO SAVOUR 💯
— Proteas Men (@ProteasMenCSA) October 4, 2022
What a way to bring it up. What an innings @Rileerr 👏#INDvSA #BePartOfIt pic.twitter.com/VniBrtHlan
আরও পড়ুন: এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক ভারতীয় মেয়েদের, আমিরশাহীর বিরুদ্ধে 104 রানে জয়
বাভুমা ফেরার পর প্রায় 100 রানের দু'টো পার্টনারশিপ গড়ল প্রোটিয়ারা ৷ কুড়ি-বিশের বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে আর মাত্র 12 দিন বাকি ৷ এমনিতেই চোটে কাহিল বুমরাকে টুর্নামেন্টে পাবে না ভারত ৷ ফলে বোলিং ব্রিগেড নিয়ে চাপ বেড়েছে রাহুল-রোহিত জুটির ৷ এদিন নিয়মরক্ষার ম্যাচে বাকি অস্ত্র যাচাই করে নিতে চেয়েছিলেন দলের হেডস্যর ৷ সেই ম্যাচে বোলারদের এই হতশ্রী পারফরম্যান্স চাপ আরও খানিক বাড়িয়ে তুলল ৷