ETV Bharat / sports

ক্লাইভ-ধোনিদের সঙ্গে এক আসনে বসার হাতছানি বিরাটের - MS Dhoni

একসময় ওয়েস্ট ইন্ডিজ়কে ক্রিকেট মাঠে অপরাজেয় বলা হত ৷ তবে এক সুনীল গাভাসকরের উত্থানে, ও এক নবাগত অধিনায়ক অজিত ওয়াদেকরের হাতে দর্পচূর্ণ হয়েছিল স্যর গ্যারি সোবার্সের ওয়েস্ট ইন্ডিজ়ের ৷ ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে ক্যারিবিয়ানদের 1-0 ব্যবধানে হারায় ভারত ৷

বিরাট কোহলি
বিরাট কোহলি
author img

By

Published : Jun 2, 2021, 2:00 PM IST

মুম্বই, 2 জুন : ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড বা ভারতের মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই আসনে বসতে পারবেন বিরাট কোহলি ? ক্রিকেট জগতে এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে ৷ তবে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কয়েক দিনের মধ্যেই ৷ 18 জুন থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজ়িল্যান্ডকে হারাতে পারলেই নতুন রেকর্ড গড়বেন বিরাট ৷ যা অন্য কেউ আর ভাঙতে পারবেন না ৷

ফুটবলের বিশ্বকাপের চল ছিল 1930 সাল থেকেই ৷ তবে ক্রিকেটে এই বিশ্বকাপের শুরু 1975 সালে ৷ সেই প্রথম বার একদিনের আন্তর্জাতিক ম্যাচের বিশ্বকাপ হাতে তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্লাইভ লয়েড ৷ এরপর 2007, ক্রিকেট বিশ্ব স্বাগত জানাচ্ছিল ক্রিকেটের আরও একটি ফর্ম্যাটের ৷ প্রথম বার খেলতে নেমেই বাজিমাত ভারতের ৷ মহেন্দ্র সিং ধোনির হাত ধরে প্রথম টি -20 বিশ্বকাপ ঘরে তোলেন মেন ইন ব্লুজরা ৷ এবার সেই ইতিহাসে নাম তোলার সুযোগ বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের সামনে ৷ জয়ী হলেই, প্রথমবার টেস্ট বিশ্বকাপের খেতাব উঠবে বিরাট বা উইলিয়ামসনের হাতে ৷

একসময় ওয়েস্ট ইন্ডিজ়কে ক্রিকেট মাঠে অপরাজেয় বলা হত ৷ তবে এক সুনীল গাভাসকরের উত্থানে, ও এক নবাগত অধিনায়ক অজিত ওয়াদেকরের হাতে দর্পচূর্ণ হয়েছিল স্যর গ্যারি সোবার্সের ওয়েস্ট ইন্ডিজ়ের ৷ ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে ক্যারিবিয়ানদের 1-0 ব্যবধানে হারায় ভারত ৷ এই হারের ধাক্কা যে ভালভাবেই সামাল দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়, তার প্রমাণ মেলে প্রথম ওয়ানডে বিশ্বকাপে ৷ স্যর গ্যারি সোবার্স থেকে নেতৃত্বের ব্যাটন যায় ক্লাইভ লয়েডের হাতে ৷ প্রথম বিশ্বকাপের ফাইনালে শতরান করে ওয়েস্ট ইন্ডিজ়কে খেতাব এনে দেন লয়েড ৷

এর পরের ঘটনা 2007 ৷ প্রথম টি-20 বিশ্বকাপ ফাইনাল ৷ প্রতিপক্ষ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ৷ জোহানেসবার্গে তরুণ ভারতীয় দলকে নিয়েই খেতাব জয় করেছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ তবে ধোনির পথটা সোজা ছিল না ৷ সেই বছরেই রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হয় ভারতকে ৷ ইংল্যান্ড সফরে 7 ম্যাচের ওয়ানডে সিরিজ় 4-3 ব্যবধানে হারে ভারত ৷ তাই নতুন ফর্ম্যাটের বিশ্বকাপের জন্য পাঠানো হয় একেবারে তরুণ দলকে ৷ যে দলের আগে একটিও টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না, বিশ্বকাপে সেই দলই বাজিমাত করে ধোনির হাত ধরে ৷

এবার সুযোগ বিরাটের সামনে ৷ টেস্ট বিশ্বকাপ ৷ পোশাকি নাম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ৷ ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড ৷ খেতাব জিতবে যে দল রেকর্ড বুকে উঠবে সেই দলের অধিনায়কের নাম ৷

আরও পড়ুন : লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন না বোল্ট

প্রায় দু’বছরব্যাপী চলা টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু থেকে দাপট দেখিয়েছে ভারত ৷ প্রথমে ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে ক্যারিবিয়ানদের 2-0তে সিরিজ় জয়, তারপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারানো ৷ যদিও নিউজ়িল্যান্ডের মাটিতে 2-0 ব্যবধানে সিরিজ় খোয়াতে হয় বিরাটদের ৷ তবে তার জন্য থেমে থাকেনি ফাইনালে পৌঁছানো ৷ এরপর অস্ট্রেলিয়ার মাটিতে অজ়িদের ও ঘরের মাঠে ইংল্যান্ডকে হারায় ভারত ৷

বর্তমানে টেস্টে এক নম্বর স্থানে ভারত ৷ বিশ্বের অন্যতম সেরা বোলিং অ্যাটাকও আছে ভারতেরই হাতে ৷ এছাড়া আছে রোহিত, বিরাট, রাহানের, পূজারার মতো টেস্ট ব্যাটসম্যান ৷ তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাটরা অন্যতম ফেবারিট, তা বলাই যায় ৷ যদিও চ্যাম্পিয়নশিপের ম্যাচে এই নিউজ়িল্যান্ডের কাছেই হেরে যায় বিরাট কোহলির মেন ইন হোয়াইটস ৷

প্রতিবন্ধকতা আসবে ৷ ভারতকে জোর টক্কর দেওয়ার জন্য তৈরি নিউজ়িল্যান্ডও ৷ তবে লড়াইটা কোহলির ৷

মুম্বই, 2 জুন : ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড বা ভারতের মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই আসনে বসতে পারবেন বিরাট কোহলি ? ক্রিকেট জগতে এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে ৷ তবে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কয়েক দিনের মধ্যেই ৷ 18 জুন থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজ়িল্যান্ডকে হারাতে পারলেই নতুন রেকর্ড গড়বেন বিরাট ৷ যা অন্য কেউ আর ভাঙতে পারবেন না ৷

ফুটবলের বিশ্বকাপের চল ছিল 1930 সাল থেকেই ৷ তবে ক্রিকেটে এই বিশ্বকাপের শুরু 1975 সালে ৷ সেই প্রথম বার একদিনের আন্তর্জাতিক ম্যাচের বিশ্বকাপ হাতে তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্লাইভ লয়েড ৷ এরপর 2007, ক্রিকেট বিশ্ব স্বাগত জানাচ্ছিল ক্রিকেটের আরও একটি ফর্ম্যাটের ৷ প্রথম বার খেলতে নেমেই বাজিমাত ভারতের ৷ মহেন্দ্র সিং ধোনির হাত ধরে প্রথম টি -20 বিশ্বকাপ ঘরে তোলেন মেন ইন ব্লুজরা ৷ এবার সেই ইতিহাসে নাম তোলার সুযোগ বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের সামনে ৷ জয়ী হলেই, প্রথমবার টেস্ট বিশ্বকাপের খেতাব উঠবে বিরাট বা উইলিয়ামসনের হাতে ৷

একসময় ওয়েস্ট ইন্ডিজ়কে ক্রিকেট মাঠে অপরাজেয় বলা হত ৷ তবে এক সুনীল গাভাসকরের উত্থানে, ও এক নবাগত অধিনায়ক অজিত ওয়াদেকরের হাতে দর্পচূর্ণ হয়েছিল স্যর গ্যারি সোবার্সের ওয়েস্ট ইন্ডিজ়ের ৷ ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে ক্যারিবিয়ানদের 1-0 ব্যবধানে হারায় ভারত ৷ এই হারের ধাক্কা যে ভালভাবেই সামাল দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়, তার প্রমাণ মেলে প্রথম ওয়ানডে বিশ্বকাপে ৷ স্যর গ্যারি সোবার্স থেকে নেতৃত্বের ব্যাটন যায় ক্লাইভ লয়েডের হাতে ৷ প্রথম বিশ্বকাপের ফাইনালে শতরান করে ওয়েস্ট ইন্ডিজ়কে খেতাব এনে দেন লয়েড ৷

এর পরের ঘটনা 2007 ৷ প্রথম টি-20 বিশ্বকাপ ফাইনাল ৷ প্রতিপক্ষ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ৷ জোহানেসবার্গে তরুণ ভারতীয় দলকে নিয়েই খেতাব জয় করেছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ তবে ধোনির পথটা সোজা ছিল না ৷ সেই বছরেই রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হয় ভারতকে ৷ ইংল্যান্ড সফরে 7 ম্যাচের ওয়ানডে সিরিজ় 4-3 ব্যবধানে হারে ভারত ৷ তাই নতুন ফর্ম্যাটের বিশ্বকাপের জন্য পাঠানো হয় একেবারে তরুণ দলকে ৷ যে দলের আগে একটিও টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না, বিশ্বকাপে সেই দলই বাজিমাত করে ধোনির হাত ধরে ৷

এবার সুযোগ বিরাটের সামনে ৷ টেস্ট বিশ্বকাপ ৷ পোশাকি নাম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ৷ ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড ৷ খেতাব জিতবে যে দল রেকর্ড বুকে উঠবে সেই দলের অধিনায়কের নাম ৷

আরও পড়ুন : লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন না বোল্ট

প্রায় দু’বছরব্যাপী চলা টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু থেকে দাপট দেখিয়েছে ভারত ৷ প্রথমে ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে ক্যারিবিয়ানদের 2-0তে সিরিজ় জয়, তারপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারানো ৷ যদিও নিউজ়িল্যান্ডের মাটিতে 2-0 ব্যবধানে সিরিজ় খোয়াতে হয় বিরাটদের ৷ তবে তার জন্য থেমে থাকেনি ফাইনালে পৌঁছানো ৷ এরপর অস্ট্রেলিয়ার মাটিতে অজ়িদের ও ঘরের মাঠে ইংল্যান্ডকে হারায় ভারত ৷

বর্তমানে টেস্টে এক নম্বর স্থানে ভারত ৷ বিশ্বের অন্যতম সেরা বোলিং অ্যাটাকও আছে ভারতেরই হাতে ৷ এছাড়া আছে রোহিত, বিরাট, রাহানের, পূজারার মতো টেস্ট ব্যাটসম্যান ৷ তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাটরা অন্যতম ফেবারিট, তা বলাই যায় ৷ যদিও চ্যাম্পিয়নশিপের ম্যাচে এই নিউজ়িল্যান্ডের কাছেই হেরে যায় বিরাট কোহলির মেন ইন হোয়াইটস ৷

প্রতিবন্ধকতা আসবে ৷ ভারতকে জোর টক্কর দেওয়ার জন্য তৈরি নিউজ়িল্যান্ডও ৷ তবে লড়াইটা কোহলির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.