কলকাতা,27 অক্টোবর: করোনার পর্ব মিটিয়ে দু'বছর পরে 29 অক্টোবর সিএবিতে বর্ষসেরা অনুষ্ঠান। তবে মাঝের দু'বছরের কৃতীরা পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছেন না। বার্ষিক সাধারণ সভার আগে বুধবার ছিল অ্যাপেক্স কমিটির শেষ বৈঠক। সেখানে 2019-20,20202-21,2021-22 মরশুমের সেরাদের সম্মানিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো তালিকাও প্রকাশ করেছে রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থা (Cricket Association of Bengal is set to honour veteran cricketers)।
সচিব তথা সিএবির হবু সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) জানিয়েছেন 2019-20 মরশুমের বর্ষসেরা ক্রিকেটার অনুস্টুপ মজুমদার (Anustup Majumdar)। 20202-21 এবং 2021-22 এই দুই মরসুমের সেরা শাহবাজ আহমেদ। তিন মরশুমের সেরা ক্রিকেটারকে সম্মানিত করার পাশাপাশি ওই তিন মরশুমের কার্তিক বসু লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পাচ্ছেন যথাক্রমে উদয়ভানু বন্দ্যোপাধ্যায়-গার্গী বন্দ্যোপাধ্যায়, সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Banerjee ) - লোপামুদ্রা বন্দ্যোপাধ্যায় এবং অশোক মালহোত্রা (Ashok Malhotra)-মিঠু মুখার্জী। এর পাশাপাশি আর্ন্তজাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami) বিশেষ সম্মানে সম্মানিত করা হবে 29 অক্টোবরের বার্ষিক পুরস্কারের মঞ্চে (CAB to honor Jhulan Goswami)।
কমনওয়েলথ গেমসে রূপো এবং চলতি বছরের মহিলাদের এশিয়াকাপ জয়ের জন্য বিশেষ সম্মান দেওয়া হচ্ছে দীপ্তি শর্মাকে। চলতি বছরে এশিয়া কাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষও সম্মানিত হবেন। এছাড়াও পুরুষদের ওয়ানডে দলে অভিষেকের জন্য সম্মানিত হবেন শাহবাজ আহমেদ। জুনিয়র ইন্ডিয়া দলে অভিষেকের জন্য মুকেশ কুমারকেও পুরস্কৃত করা হবে। ভারতের এ দলে সুযোগ পাওয়ার জন্য পুরস্কৃত হবেন ঈশান পোড়েল এবং অভিষেক পোড়েল।
আরও পড়ুন: কাতারে সাম্বার তালেই 'সৌরভ' ছড়াবেন মারাদোনা ভক্ত মহারাজ