ETV Bharat / sports

IPL First Qualifier : ইডেনে বাটলার ঝড়, প্রথম কোয়ালিফায়ারে রানের পাহাড়ে রয়্যালস

ক্রিকেটের নন্দনকাননে মোক্ষম সময়ে আবার ঝলসে উঠল বাটলারের ব্যাট ৷ তাঁর 56 বলে 89 রানে ভর করেই হার্দিক পান্ডিয়াদের কঠিন লক্ষ্যমাত্রা দিল রয়্যালস (Buttler smashed 89 as GT to chase huge total in qualifier1 at Eden) ৷

IPL First Qualifier
প্রথম কোয়ালিফায়ারে রানের পাহাড়ে রয়্যালস
author img

By

Published : May 24, 2022, 10:59 PM IST

কলকাতা, 24 মে : সকালের বারিধারা চিন্তায় ফেললেও বিকেল গড়াতেই আলিপুর হাওয়া অফিসের ঘোষণায় স্বস্তি ফেরে অনুরাগীদের ৷ তিনবছর পর ইডেনের আইপিএল উৎসবে বৃষ্টি বা কালবৈশাখী 'ভিলেন' হয়ে দেখা না-দিলেও মঙ্গলের সন্ধেয় ঝড় উঠল ইডেনে ৷ যে ঝড়ের নাম 'জস বাটলার' ৷ আইপিএল কোয়ালিফায়ারে কোনও দলই যে বিনা যুদ্ধে জমি ছাড়বে না সেটা পরিষ্কার ৷ তাই হয়তো ফর্মে ফেরার মঞ্চ হিসেবে কোয়ালিফায়ারকেই বেছে নিলেন ইংরেজ ব্যাটার ৷ চলতি আইপিএলের প্রথম অংশে তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলির রেকর্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া বাটলার বিগত কয়েকটি ম্যাচে নিশ্চুপ ছিলেন ৷ তবে ক্রিকেটের নন্দনকাননে মোক্ষম সময়ে আবার ঝলসে উঠল বাটলারের ব্যাট ৷ তাঁর 56 বলে 89 রানে ভর করেই হার্দিক পান্ডিয়াদের কঠিন লক্ষ্যমাত্রা দিল রয়্যালস (Buttler smashed 89 as GT to chase huge total in qualifier1 at Eden) ৷

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা রাজস্থানের বড় রানে অবদান রাখলেন অধিনায়ক সঞ্জু স্যামসনও ৷ দ্বিতীয় উইকেটে বাটলার-স্য়ামসনের 68 রানের জুটিই পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের বড় রানের তত্ত্বে সিলমোহর দেয় ৷ মাত্র 26 বলে 47 রান হাঁকিয়ে অধিনায়ক ফিরে গেলেও একই আইপিএলে কোহলির চারটি শতরানের নজির ছোঁয়ার চেষ্টা জারি রাখেন বাটলার ৷ সেই চেষ্টা শেষমেশ ব্যর্থ হলেও দলের বড় রান নিশ্চিত হয় ইংরেজ ব্যাটারের ব্যাটে ৷

আরও পড়ুন : ঝড়-বৃষ্টির শঙ্কা উড়িয়ে আইপিএল অনুরাগীদের স্বস্তি দিল হাওয়া অফিস

12টি চার, 2টি ছয়ে 56 বলে 89 রানের ইনিংস খেলে ইনিংসের অন্তিম ডেলিভারিতে রান-আউট হন বাটলার ৷ 20 বলে 28 রান আসে দেবদূত পারিক্কলের ব্যাটে ৷ 20 ওভারে 6 উইকেট হারিয়ে 188 রান তোলে রয়্যালসরা ৷ গুজরাতে হয়ে বল হাতে দুরন্ত রশিদ উইকেট না-পেলেও 4 ওভারে খরচ করেন মাত্র 15 রান ৷ ঘরের মাঠ ইডেনে একটি উইকেট পেলেও 43 রান খরচ করেন মহম্মদ শামি ৷ যশ দয়াল এবং সাই কিশোর 4 ওভারে খরচ করেন যথাক্রমে 46 এবং 47 রান ৷

কলকাতা, 24 মে : সকালের বারিধারা চিন্তায় ফেললেও বিকেল গড়াতেই আলিপুর হাওয়া অফিসের ঘোষণায় স্বস্তি ফেরে অনুরাগীদের ৷ তিনবছর পর ইডেনের আইপিএল উৎসবে বৃষ্টি বা কালবৈশাখী 'ভিলেন' হয়ে দেখা না-দিলেও মঙ্গলের সন্ধেয় ঝড় উঠল ইডেনে ৷ যে ঝড়ের নাম 'জস বাটলার' ৷ আইপিএল কোয়ালিফায়ারে কোনও দলই যে বিনা যুদ্ধে জমি ছাড়বে না সেটা পরিষ্কার ৷ তাই হয়তো ফর্মে ফেরার মঞ্চ হিসেবে কোয়ালিফায়ারকেই বেছে নিলেন ইংরেজ ব্যাটার ৷ চলতি আইপিএলের প্রথম অংশে তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলির রেকর্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া বাটলার বিগত কয়েকটি ম্যাচে নিশ্চুপ ছিলেন ৷ তবে ক্রিকেটের নন্দনকাননে মোক্ষম সময়ে আবার ঝলসে উঠল বাটলারের ব্যাট ৷ তাঁর 56 বলে 89 রানে ভর করেই হার্দিক পান্ডিয়াদের কঠিন লক্ষ্যমাত্রা দিল রয়্যালস (Buttler smashed 89 as GT to chase huge total in qualifier1 at Eden) ৷

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা রাজস্থানের বড় রানে অবদান রাখলেন অধিনায়ক সঞ্জু স্যামসনও ৷ দ্বিতীয় উইকেটে বাটলার-স্য়ামসনের 68 রানের জুটিই পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের বড় রানের তত্ত্বে সিলমোহর দেয় ৷ মাত্র 26 বলে 47 রান হাঁকিয়ে অধিনায়ক ফিরে গেলেও একই আইপিএলে কোহলির চারটি শতরানের নজির ছোঁয়ার চেষ্টা জারি রাখেন বাটলার ৷ সেই চেষ্টা শেষমেশ ব্যর্থ হলেও দলের বড় রান নিশ্চিত হয় ইংরেজ ব্যাটারের ব্যাটে ৷

আরও পড়ুন : ঝড়-বৃষ্টির শঙ্কা উড়িয়ে আইপিএল অনুরাগীদের স্বস্তি দিল হাওয়া অফিস

12টি চার, 2টি ছয়ে 56 বলে 89 রানের ইনিংস খেলে ইনিংসের অন্তিম ডেলিভারিতে রান-আউট হন বাটলার ৷ 20 বলে 28 রান আসে দেবদূত পারিক্কলের ব্যাটে ৷ 20 ওভারে 6 উইকেট হারিয়ে 188 রান তোলে রয়্যালসরা ৷ গুজরাতে হয়ে বল হাতে দুরন্ত রশিদ উইকেট না-পেলেও 4 ওভারে খরচ করেন মাত্র 15 রান ৷ ঘরের মাঠ ইডেনে একটি উইকেট পেলেও 43 রান খরচ করেন মহম্মদ শামি ৷ যশ দয়াল এবং সাই কিশোর 4 ওভারে খরচ করেন যথাক্রমে 46 এবং 47 রান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.