ETV Bharat / sports

Amir on Bumrah : টি-20 তে বুমরাই সেরা, মহারণের আগে দরাজ সার্টিফিকেট আমিরের - টি-20 বিশ্বকাপ

আগামীকালই বিশ্বকাপের মঞ্চে মুুখোমুখি ভারত-পাকিস্তান ৷ হাইভোল্টেজ ম্যাচের আগে পাকিস্তানের পেসার মহম্মদ আমিরের মুখে শোনা গেল ভারতীয় খেলোয়াড়দের বিরাট প্রশংসা ৷

Amir on Bumrah
টি-20 তে বুমরাহই সেরা, দরাজ সার্টিফিকেট আমিরের
author img

By

Published : Oct 23, 2021, 12:33 PM IST

Updated : Oct 23, 2021, 2:02 PM IST

দুবাই, 23 অক্টোবর : রবিবার টি-20 বিশ্বকাপে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান । দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বাইশ গজের লড়াই ঘিরে উত্তাপ বাড়ছে ক্রমশ । ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে এখনও অপরাজিত । তার আগেই প্রাক্তন পাক পেসার মহম্মদ আমির জানিয়ে দিলেন, টি-20 তে বুমরাহই সেরা ৷

2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ৷ 158 রানে ভারতকে অল আউট করে 180 রানে ম্যাচ জিতেছিল পাকিস্তান ৷ বল করতে নেমে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের উইকেট তুলে নেন মহম্মদ আমির ৷ মূলত তাঁর দাপটেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তোলে পাকিস্তান ৷ ভারত-পাকিস্তান মহারণ সম্পর্কে আমির বলেছেন, "একজন ক্রিকেটার হিসেবে ভারত-পাকিস্তান ম্যাচের থেকে আমার কাছে ক্রিকেটের গুরুত্ব অনেক বেশি ৷ যেকোনও বড় ম্যাচে ভাল পারফর্ম করাটা আমাকে অনেক বেশি তৃপ্তি দেয় ৷"

সুপার টুয়েলভ পর্ব থেকেই বিশ্বকাপের সমস্ত ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরশাহির তিন স্টেডিয়াম আবু ধাবি, শারজা এবং দুবাইতে ৷ T10 লিগ খেলার সুবাদে প্রতিটি মাঠই তাঁর পরিচিত ৷ মূলত মন্থর উইকেট বলেই পরিচিত প্রতিটি মাঠ ৷ আমির জানিয়েছেন, পিচ যেরকমই হোক ৷ আমরা বোলাররা ব্যাটারদের সঙ্গে খেলি না, উইকেটের সঙ্গে খেলি ৷ ফলে আমাদের সবসময়ই লক্ষ্য থাকবে উইকেট তুলে নেওয়া ৷"

আরও পড়ুন : T20 World Cup : আজ থেকে শুরু সুপার 12 স্টেজের ধুন্ধুমার লড়াই

তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যাটার হিসেবে কোহলি না রোহিত, কাকে বাছবেন তিনি ? আমিরের মতে, বড় মঞ্চের পারফর্মার বিরাট ৷ তাই ভারত অধিনায়ককেই এক্ষেত্রে এগিয়ে রাখবেন তিনি ৷ প্রাক্তন পাক পেসার বলেছেন, "আমি বরাবরই চাপের মুখে ভাল পারফর্ম করেছি ৷ বিরাটও তাই ৷ ফলে বড় মঞ্চে ওই আমার প্রথম পছন্দ ৷"

দুবাই, 23 অক্টোবর : রবিবার টি-20 বিশ্বকাপে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান । দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বাইশ গজের লড়াই ঘিরে উত্তাপ বাড়ছে ক্রমশ । ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে এখনও অপরাজিত । তার আগেই প্রাক্তন পাক পেসার মহম্মদ আমির জানিয়ে দিলেন, টি-20 তে বুমরাহই সেরা ৷

2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ৷ 158 রানে ভারতকে অল আউট করে 180 রানে ম্যাচ জিতেছিল পাকিস্তান ৷ বল করতে নেমে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের উইকেট তুলে নেন মহম্মদ আমির ৷ মূলত তাঁর দাপটেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তোলে পাকিস্তান ৷ ভারত-পাকিস্তান মহারণ সম্পর্কে আমির বলেছেন, "একজন ক্রিকেটার হিসেবে ভারত-পাকিস্তান ম্যাচের থেকে আমার কাছে ক্রিকেটের গুরুত্ব অনেক বেশি ৷ যেকোনও বড় ম্যাচে ভাল পারফর্ম করাটা আমাকে অনেক বেশি তৃপ্তি দেয় ৷"

সুপার টুয়েলভ পর্ব থেকেই বিশ্বকাপের সমস্ত ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরশাহির তিন স্টেডিয়াম আবু ধাবি, শারজা এবং দুবাইতে ৷ T10 লিগ খেলার সুবাদে প্রতিটি মাঠই তাঁর পরিচিত ৷ মূলত মন্থর উইকেট বলেই পরিচিত প্রতিটি মাঠ ৷ আমির জানিয়েছেন, পিচ যেরকমই হোক ৷ আমরা বোলাররা ব্যাটারদের সঙ্গে খেলি না, উইকেটের সঙ্গে খেলি ৷ ফলে আমাদের সবসময়ই লক্ষ্য থাকবে উইকেট তুলে নেওয়া ৷"

আরও পড়ুন : T20 World Cup : আজ থেকে শুরু সুপার 12 স্টেজের ধুন্ধুমার লড়াই

তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যাটার হিসেবে কোহলি না রোহিত, কাকে বাছবেন তিনি ? আমিরের মতে, বড় মঞ্চের পারফর্মার বিরাট ৷ তাই ভারত অধিনায়ককেই এক্ষেত্রে এগিয়ে রাখবেন তিনি ৷ প্রাক্তন পাক পেসার বলেছেন, "আমি বরাবরই চাপের মুখে ভাল পারফর্ম করেছি ৷ বিরাটও তাই ৷ ফলে বড় মঞ্চে ওই আমার প্রথম পছন্দ ৷"

Last Updated : Oct 23, 2021, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.