ETV Bharat / sports

WTC Final : ভারত জিতলে ওপেনারদের জন্যই জিতবে : ব্রাড হগ - অজ়ি স্পিনার ব্রাড হগ

মেঘলা আবহওয়ায় সবুজ ঘাসে মোড়া পিচে ভারতকে প্রথমে ব্যাট করতে ডাকেন নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ শুরুতে ধৈর্য দেখিয়ে ভালো শুরু করেন দুই ওপেনার ৷ জুটিতে 62 রান তোলেন তাঁরা ৷

ব্রাড হগ
ব্রাড হগ
author img

By

Published : Jun 20, 2021, 8:59 PM IST

সাউদাম্পটন, 20 জুন : ভারত যদি প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতে, তাহলে নিশ্চিতভাবে ওপেনারদের জন্যই জিতবে ৷ এমনটাই মত অজ়ি স্পিনার ব্রাড হগের ৷ তাঁর মতে ভারতীয় ওপেনাররা কঠিন পরিস্থিতিতে দুরন্ত কাজ করেছন ৷

মেঘলা আবহওয়ায় সবুজ ঘাসে মোড়া পিচে ভারতকে প্রথমে ব্যাট করতে ডাকেন নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ শুরুতে ধৈর্য দেখিয়ে ভালো শুরু করেন দুই ওপেনার ৷ জুটিতে 62 রান তোলেন তাঁরা ৷

নিজের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে হগ ব্যাখ্যা করলেন কেন দুই ওপেনারের ইনিংস এত গুরুত্বপূর্ণ ৷ বলেন, ‘‘ আমার মনে হয় দুই ওপেনার দুরন্ত ব্যাটিং করেছেন ৷ তাঁরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলায় পরিবর্তন করেছে ও ধৈর্য্য দেখিয়েছে ৷ আমার মতে ভারতীয় ওপেনাররা কিউয়ি পেসারদের ব্যাকফুটে ঠেলে দেয় ৷’’

আরও পড়ুন : Sourav Ganguly : দাদাগিরি... টেস্ট অভিষেকের 25 বছর

পেসারদের ছন্দ ভাঙতে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসার কথাও শোনা যায় হগের গলায় ৷ বলেন, ‘‘ এমন একটা টেস্টে যেখানে বল প্রথম থেকেই মুভ করছে, সেখানে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলা সবসময় প্রশংসার ৷ যদি ভারত এই টেস্ট জেতে, তাহলে সেটা অবশ্যই ওপেনারদের জন্য হবে ৷’’

সাউদাম্পটন, 20 জুন : ভারত যদি প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতে, তাহলে নিশ্চিতভাবে ওপেনারদের জন্যই জিতবে ৷ এমনটাই মত অজ়ি স্পিনার ব্রাড হগের ৷ তাঁর মতে ভারতীয় ওপেনাররা কঠিন পরিস্থিতিতে দুরন্ত কাজ করেছন ৷

মেঘলা আবহওয়ায় সবুজ ঘাসে মোড়া পিচে ভারতকে প্রথমে ব্যাট করতে ডাকেন নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ শুরুতে ধৈর্য দেখিয়ে ভালো শুরু করেন দুই ওপেনার ৷ জুটিতে 62 রান তোলেন তাঁরা ৷

নিজের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে হগ ব্যাখ্যা করলেন কেন দুই ওপেনারের ইনিংস এত গুরুত্বপূর্ণ ৷ বলেন, ‘‘ আমার মনে হয় দুই ওপেনার দুরন্ত ব্যাটিং করেছেন ৷ তাঁরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলায় পরিবর্তন করেছে ও ধৈর্য্য দেখিয়েছে ৷ আমার মতে ভারতীয় ওপেনাররা কিউয়ি পেসারদের ব্যাকফুটে ঠেলে দেয় ৷’’

আরও পড়ুন : Sourav Ganguly : দাদাগিরি... টেস্ট অভিষেকের 25 বছর

পেসারদের ছন্দ ভাঙতে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসার কথাও শোনা যায় হগের গলায় ৷ বলেন, ‘‘ এমন একটা টেস্টে যেখানে বল প্রথম থেকেই মুভ করছে, সেখানে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলা সবসময় প্রশংসার ৷ যদি ভারত এই টেস্ট জেতে, তাহলে সেটা অবশ্যই ওপেনারদের জন্য হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.