ETV Bharat / sports

Biswarup Slams Sourav: ঘুরপথে প্রেসিডেন্ট থেকে অন্তর্বাসের বিজ্ঞাপন, মহারাজকে তুলোধনা প্রাক্তন সিএবি কর্তার - Biswarup Dey

মহারাজের (Sourav Ganguly) পদ হারানো নিয়ে সোচ্চার রাজ্য-রাজনীতি ৷ অনেকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাই সোশাল মিডিয়ায় এ ব্যাপারে নিজের মতপোষণ করেছেন সিএবি-র প্রাক্তন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে (Biswarup Dey criticises Sourav Ganguly) ৷

Biswarup Slams Sourav
মহারাজকে তুলোধনা প্রাক্তন সিএবি কর্তার
author img

By

Published : Oct 12, 2022, 11:06 PM IST

কলকাতা, 12 অক্টোবর: সিএবি-র প্রশাসনিক পদ সামলানোর সময় থেকেই বিশ্বরূপ দে'র (Biswarup Dey) সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা অজানা নয় অনুরাগীদের ৷ কালের নিয়মে বদলে গিয়েছে অনেককিছু ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা, অন্যদিকে বিশ্বরূপ দে পা রেখেছেন সক্রিয় রাজনীতির পরিসরে ৷ তবে বিশ্বরূপ-সৌরভের সম্পর্ক যে তিমিরে ছিল সেখানে রয়ে গিয়েছে ৷ তা আরও স্পষ্ট হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই'য়ের মসনদচ্যুত হওয়ার খবরে সিলমোহর পড়তেই ৷ মহারাজের পদ হারানো নিয়ে সোচ্চার রাজ্য-রাজনীতি ৷ অনেকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাই সোশাল মিডিয়ায় এ ব্যাপারে নিজের মতপোষণ করেছেন সিএবি-র প্রাক্তন কোষাধ্যক্ষ (Biswarup Dey criticises Sourav Ganguly) ৷

সিএবি-র একদা সহকর্মীর অপসারণ নিয়ে সোশাল মিডিয়ায় বলতে গিয়ে বিশ্বরূপ যে খারাপ কথা লিখেছেন, তা ভাবলে ভুল হবে ৷ পোস্টের শুরুতেই সিএবি-র প্রাক্তন কোষাধ্যক্ষ তাঁর অখুশি প্রকাশ করেছেন ৷ ভারতীয় ক্রিকেটের গভর্নিং বডি থেকে যে কোনও বাঙালি পদাধিকারীর অপসারণ একজন প্রকৃত বাঙালির কাছে সুখকর হতে পারে না বলে মত বিশ্বরূপ দে-র ৷ তবে পরক্ষণেই ঘুরপথে সিএবি সভাপতি এবং বোর্ড সভাপতি হওয়ায় প্রাক্তন সহকর্মীর রোষানলে পড়েছেন সৌরভ ৷ জগমোহন ডালমিয়ার প্রয়াণের পর সিএবি সভাপতির দৌড়ে থাকা বিশ্বরূপ দে'কে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের শরণাপন্ন হয়ে মহারাজের সিএবি সভাপতি হওয়া নিয়ে যেমন ক্ষোভ এদিন বিশ্বরূপের লেখায় ঝরে পড়েছে, তেমনই ব্রিজেশ প্যাটেলকে সরিয়ে কেবল নির্বাচনী ফায়দার কথা ভেবে কেন্দ্রীয় সরকার সৌরভকে বিসিসিআই'য়ের মসনদে বসিয়েছিল বলে বিস্ফোরক প্রাক্তন সিএবি কর্তা ৷

আরও পড়ুন: 'সৌরভহীন' বিসিসিআই ! মরিয়া চেষ্টা সত্ত্বেও ম্যাচ বাঁচাতে ব্যর্থ মহারাজ

অতীতে বাম আমলের সময় বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা অশোক ভট্টাচার্যের সঙ্গে সৌরভের সুসম্পর্কের বিষয়টিও ক্ষোভ হয়ে ঝরে পড়েছে বিশ্বরূপের লেখায় ৷ প্রাক্তন সিএবি কোষাধ্যক্ষের কথায়, "রাজনীতিবিদদের হাত ধরে ঘুরপথে ক্ষমতায় আসলে পরিণতি এরকম হওয়াটাই স্বাভাবিক।" তাই শেষবেলায় উপদেশ নয়, বরং অনুরোধের সুরে 'প্রিন্স অফ ক্যালকাটা'-কে অনুরোধ করেছেন বিশ্বরূপ ৷ সেখানে সৌরভকে ব্যবসায়িক স্বার্থের বৃত্ত ছেড়ে বেরোতে বলেছেন তিনি ৷ পাশাপাশি সৌরভকে কিছু পরিচ্ছন্ন ক্রিকেট প্রশাসকের ছত্রছায়ায় থাকার অনুরোধ দিয়েছেন বিশ্বরূপ ৷ শেষে ভালো কাজে সর্বদা সৌরভের পাশে থাকার বার্তা দিয়ে বিশ্বরূপ প্রাক্তন অধিনায়ককে অধিনায়ককে অন্তর্বাসের বিজ্ঞাপন থেকে বিরত থাকার কথাও বলেছেন ৷ এতে ক্রিকেটের ও প্রসাশক পদের গরিমা নষ্ট হয় বলেই মত বিশ্বরূপ ৷

কলকাতা, 12 অক্টোবর: সিএবি-র প্রশাসনিক পদ সামলানোর সময় থেকেই বিশ্বরূপ দে'র (Biswarup Dey) সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা অজানা নয় অনুরাগীদের ৷ কালের নিয়মে বদলে গিয়েছে অনেককিছু ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা, অন্যদিকে বিশ্বরূপ দে পা রেখেছেন সক্রিয় রাজনীতির পরিসরে ৷ তবে বিশ্বরূপ-সৌরভের সম্পর্ক যে তিমিরে ছিল সেখানে রয়ে গিয়েছে ৷ তা আরও স্পষ্ট হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই'য়ের মসনদচ্যুত হওয়ার খবরে সিলমোহর পড়তেই ৷ মহারাজের পদ হারানো নিয়ে সোচ্চার রাজ্য-রাজনীতি ৷ অনেকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাই সোশাল মিডিয়ায় এ ব্যাপারে নিজের মতপোষণ করেছেন সিএবি-র প্রাক্তন কোষাধ্যক্ষ (Biswarup Dey criticises Sourav Ganguly) ৷

সিএবি-র একদা সহকর্মীর অপসারণ নিয়ে সোশাল মিডিয়ায় বলতে গিয়ে বিশ্বরূপ যে খারাপ কথা লিখেছেন, তা ভাবলে ভুল হবে ৷ পোস্টের শুরুতেই সিএবি-র প্রাক্তন কোষাধ্যক্ষ তাঁর অখুশি প্রকাশ করেছেন ৷ ভারতীয় ক্রিকেটের গভর্নিং বডি থেকে যে কোনও বাঙালি পদাধিকারীর অপসারণ একজন প্রকৃত বাঙালির কাছে সুখকর হতে পারে না বলে মত বিশ্বরূপ দে-র ৷ তবে পরক্ষণেই ঘুরপথে সিএবি সভাপতি এবং বোর্ড সভাপতি হওয়ায় প্রাক্তন সহকর্মীর রোষানলে পড়েছেন সৌরভ ৷ জগমোহন ডালমিয়ার প্রয়াণের পর সিএবি সভাপতির দৌড়ে থাকা বিশ্বরূপ দে'কে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের শরণাপন্ন হয়ে মহারাজের সিএবি সভাপতি হওয়া নিয়ে যেমন ক্ষোভ এদিন বিশ্বরূপের লেখায় ঝরে পড়েছে, তেমনই ব্রিজেশ প্যাটেলকে সরিয়ে কেবল নির্বাচনী ফায়দার কথা ভেবে কেন্দ্রীয় সরকার সৌরভকে বিসিসিআই'য়ের মসনদে বসিয়েছিল বলে বিস্ফোরক প্রাক্তন সিএবি কর্তা ৷

আরও পড়ুন: 'সৌরভহীন' বিসিসিআই ! মরিয়া চেষ্টা সত্ত্বেও ম্যাচ বাঁচাতে ব্যর্থ মহারাজ

অতীতে বাম আমলের সময় বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা অশোক ভট্টাচার্যের সঙ্গে সৌরভের সুসম্পর্কের বিষয়টিও ক্ষোভ হয়ে ঝরে পড়েছে বিশ্বরূপের লেখায় ৷ প্রাক্তন সিএবি কোষাধ্যক্ষের কথায়, "রাজনীতিবিদদের হাত ধরে ঘুরপথে ক্ষমতায় আসলে পরিণতি এরকম হওয়াটাই স্বাভাবিক।" তাই শেষবেলায় উপদেশ নয়, বরং অনুরোধের সুরে 'প্রিন্স অফ ক্যালকাটা'-কে অনুরোধ করেছেন বিশ্বরূপ ৷ সেখানে সৌরভকে ব্যবসায়িক স্বার্থের বৃত্ত ছেড়ে বেরোতে বলেছেন তিনি ৷ পাশাপাশি সৌরভকে কিছু পরিচ্ছন্ন ক্রিকেট প্রশাসকের ছত্রছায়ায় থাকার অনুরোধ দিয়েছেন বিশ্বরূপ ৷ শেষে ভালো কাজে সর্বদা সৌরভের পাশে থাকার বার্তা দিয়ে বিশ্বরূপ প্রাক্তন অধিনায়ককে অধিনায়ককে অন্তর্বাসের বিজ্ঞাপন থেকে বিরত থাকার কথাও বলেছেন ৷ এতে ক্রিকেটের ও প্রসাশক পদের গরিমা নষ্ট হয় বলেই মত বিশ্বরূপ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.